বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Mamata Banerjee:মন্ত্রিসভার বৈঠকে আরও ৬ জেলা ভাগের প্রস্তাব মমতার, খতিয়ে দেখতে গড়লেন কমিটি

Mamata Banerjee:মন্ত্রিসভার বৈঠকে আরও ৬ জেলা ভাগের প্রস্তাব মমতার, খতিয়ে দেখতে গড়লেন কমিটি

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

জেলা ভাগের প্রস্তাব দিয়ে অরূপ - ববিকে নিয়ে কমিটি গড়লেন মমতা। বিরোধীদের দাবি, পুলিশরাজ কায়েম করতেই মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপ।

রাজ্যে ফের জেলা ভাগের প্রস্তাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার মন্ত্রিসভার বৈঠকে এব্যাপারে সিদ্ধান্ত নিতে কমিটি গঠন করেছেন তিনি। রাজ্যের ৬ জেলা ভাগ করার ব্যাপারে সমীক্ষা করে সাত দিনের মধ্যে রিপোর্ট দেবে এই কমিটি।

এদিন মন্ত্রিসভার বৈঠকে জেলা ভাগের প্রস্তাব দেন মমতা। প্রশাসনিক কাজে সুবিধার জন্য রাজ্যের ৬টি জেলাকে ভাগ করার প্রস্তাব দেন তিনি। প্রস্তাবের বাস্তবতা খতিয়ে দেখতে কমিটি গঠন করেছেন মমতা। কমিটিতে রয়েছেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম, মন্ত্রী অরূপ বিশ্বাস, মলয় ঘটক। এছাড়া রয়েছেন মুখ্যসচিব ও ভূমি ও ভূমিরাজস্ব দফতরের সচিব। নদিয়া, বীরভূম, মালদা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর জেলাকে ভাগ করা যায় কি না তা খতিয়ে দেখতে বলেছেন তিনি।

ইতিমধ্যে মুর্শিদাবাদ জেলাকে ৩ ভাগে, নদিয়াকে ২ ভাগে, উত্তর ২৪ পরগনাকে ৩ ভাগে ভাগ করার প্রক্রিয়া চলছে। সেই প্রক্রিয়া শেষ হতে না হতেই নতুন করে জেলা ভাগের তোড়জোড় শুরু করলেন মমতা।

বিরোধীদের মতে, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দে জেরবার মমতা বন্দ্যোপাধ্যায় দল বাঁচাতে জেলা ভাগ করতে চাইছেন। তাছাড়া জেলা ভাগ হলে পুলিশরাজ কায়েম করা সহজ হবে। যদিও শাসকদলের দাবি, প্রশাসনিক কাজের সুবিধার জন্যই জেলা ভাগের পরিকল্পনা।

 

বন্ধ করুন