বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Mamata Banerjee: অমর্ত্য সেনের জমি বিতর্কের মাঝেই তাঁর বাড়ি যেতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়

Mamata Banerjee: অমর্ত্য সেনের জমি বিতর্কের মাঝেই তাঁর বাড়ি যেতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়

অমর্ত্য সেনের বাড়ি প্রচীতিতে গিয়ে পাশে বার্তা দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। (AP Photo/Bikas Das) (AP)

নোবেলজয়ী অর্থনীতিবিদের শান্তিনিকেতনের জমিকে কেন্দ্র করে বিতর্ক তুঙ্গে। বিশ্বভারতীর জমি দখল করে আছেন বলে ইতিমধ্যে অর্মত্য সেনকে একাধিক চিঠি পাঠিয়েছেন উপাচার্য বিদ্যুৎ চত্রুবর্তী। এমন কী তিনি অর্থনীতিবিদের নোবেলপ্রাপ্তি নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন।

অর্মত্য সেনের জমি নিয়ে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের অভিযোগকে কেন্দ্র করে বিতর্কের মধ্যে অর্থনীতিবিদের বাড়ি যেতেন পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৩১ জানুয়ারি বোলপুর সফরে যাচ্ছেন মমতা। অনুব্রতহীন বীরভূমে তাঁর প্রথমবার সফর। দলীয় সূত্র খবর এই সফরেই তিনি অমর্ত্য সেনের বাড়ি যেতে পারেন।

নোবেলজয়ী অর্থনীতিবিদের শান্তিনিকেতনের জমিকে কেন্দ্র করে বিতর্ক তুঙ্গে। বিশ্বভারতীর জমি দখল করে আছেন বলে ইতিমধ্যে অর্মত্য সেনকে একাধিক চিঠি পাঠিয়েছেন উপাচার্য বিদ্যুৎ চত্রুবর্তী। এমন কী তিনি অর্থনীতিবিদের নোবেলপ্রাপ্তি নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন। পাল্টা আইনজীবীর চিঠি পাঠানোর কথাও জানিয়েছেন অমর্ত্য সেন। এই বিতর্কের মধ্যে ঢুকে পড়ছে তৃণমূলও। উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর মন্তব্যের নিন্দা করেছেন সাংসদ সৌগত রায় ও সুখেন্দুশেখর রায়। এই পরিস্থিতি বোলপুরে অমর্ত্য সেনের বাড়ি প্রতীচীতে গিয়ে বার্তা দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়।

কিছুদিন আগেই সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে নোবেলজয়ী মতপ্রকাশ করে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দেশের প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা রয়েছে। সম্প্রতি শান্তিনিকেতনে ফেরার পর থেকেই তাঁর সঙ্গে বিশ্বভারতীয় সংঘাত চলছে। এই বিতর্কের মাঝেই অমর্ত্য বলেন,'দিল্লির অনেকে আমাকে পছন্দ করে না। এই চিঠি পাঠানোর পিছনে তাঁদের হাত থাকতে পারে। সেই সংঘাতের আবহে প্রচীতিতে গিয়ে অমর্ত্য সেনের পাশে থাকার বার্তা দিতে চান তিনি।

প্রসঙ্গত, 'দিদি দূত'রা সবচেয়ে বেশি বিক্ষোভের সম্মুখীন হয়েছেন বীরভূম জেলাতে। এই পরিস্থিতে পঞ্চায়েত নির্বাচনের আগে মুখ্যমন্ত্রীর বীরভূম সফর যথেষ্ট তাৎপর্যপূণ।

 

বন্ধ করুন