এবার হয়তো প্রতীক্ষার অবসান। মুখে হাসি ফুটবে চাকরিপ্রার্থীদের। তবে সেই প্রাথমিক শিক্ষক পদের সাধের চাকরি কবে জুটবে সেজন্যে আশায় আশায় দিন গুনছেন অনেকেই। গত বছরের ডিসেম্বর মাস থেকে পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউ এর প্রক্রিয়া শুরু হয়েছে। সোমবার প্রাথমিক শিক্ষা পর্ষদ, প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউ নিয়েছে। পর্ষদ সূত্রে খবর, মোটামুটি ১৯ তম পর্যায়ে পর্যন্ত প্রাথমিক শিক্ষক নিয়োগ ইন্টারভিউ চলবে।
সূত্রের খবর, প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে প্রায় ১১ হাজারের বেশি শূন্য পদ রয়েছে। তবে অতীত অভিজ্ঞতার ভিত্তিতে এবার গোটা সাক্ষাৎকার পর্বে অত্যন্ত সতর্কতা অবলম্বন করা হয়েছে। কোথাও যাদের দুর্নীতির কালি কেউ ছেটাতে না পারে সে কারণে অত্যন্ত সতর্ক পদক্ষেপ নিচ্ছে পর্ষদ। চাকরি প্রার্থীরা যে সমস্ত নথিপত্র জমা দিচ্ছেন সেগুলোকে অত্যন্ত গুরুত্ব দিয়ে যাচাই করা হচ্ছে।
তবে সাধারণ চাকরিপ্রার্থীদের এখন একটাই প্রশ্ন এই যে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে, অর্থাৎ ইন্টারভিউ চলছে তার পূর্ণাঙ্গ প্যানেল কবে প্রকাশিত হবে। কারণ শুধু ইন্টারভিউ হলেই হবে না, প্যানেল প্রকাশিত না হলে চাকরি জুটবে না। চাকরিপ্রার্থীদের একটাই দাবি, যত শীঘ্রই সম্ভব প্যানেল প্রকাশিত করে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। কারণ বছরের পর বছর ধরে এই শিক্ষকের পদের জন্য হাপিত্যেশ করে বসে আছেন হাজার হাজার চাকরিপ্রার্থী। অনেকেরই বয়স তোমাকে তো বাড়তে শুরু করছে।। সরকারি চাকরি পাওয়ার মতো বয়সও হয়তো আর বেশিদিন থাকবে না। সব মিলিয়ে এখন নিয়োগের আশায় দিন গুনছেন চাকরি প্রার্থীরা।
তবে ঠিক কবে নিয়োগ প্যানেল প্রকাশিত হবে তানিয়ে এখনও পর্যন্ত নিশ্চিত ভাবে কিছু জানা যায়নি। এদিকে এই নিয়োগ প্রক্রিয়া চলাকালীন দুর্নীতির অভিযোগ তুলে আবার যদি আদালত পর্যন্ত জল গড়ায় সে ক্ষেত্রে কি হবে সেটাও নিয়োগ প্রার্থীরা বুঝতে পারছেন না। তবে কবে প্যানেল প্রকাশিত হবে তা নিয়ে পর্ষদ সভাপতি গৌতম পাল সরাসরি সংবাদ মাধ্যমে কিছু জানাননি।
পর্ষদ সভাপতি গৌতম পাল শুধু জানিয়েছেন, আমাদের কাজ চলছে। প্যানেল প্রকাশ করার ব্যাপারে যথাসময়ে জানিয়ে দেওয়া হবে। সেক্ষেত্রে এটা বোঝা যাচ্ছে যে স্বচ্ছতার সঙ্গে দ্রুত প্যানেল প্রকাশ করতে চাইছে পর্ষদ। সম্ভবত অগস্ট মাসে প্যানেল প্রকাশিত হতে পারে।