গতকালই স্বতপ্রণোদিত হয়ে বগটুই হত্যাকাণ্ড নিয়ে মামলা গ্রহণ করেছিল কলকাতা হাই কোর্ট। আজ সেই মামলার শুনানি চলাকালীন আবেদনকারীর তরফে বিস্ফোরক সব দাবি করা হয় ঘটনা প্রসঙ্গে। এদিন সিট-এর প্রধান তদন্তকারী জ্ঞানবন্ত সিংয়ের গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন আবেদনকারী। পাশাপাশি এদিন মামলাকারী অভিযোগ করেন, ‘গতকাল আদালতের নির্দেশ সত্ত্বেও রাত দশটা পর্যন্ত কোনও সিসিটিভি ক্যামেরা লাগানো হয়নি বগটুইতে।’
এদিন মামলাকারী আদালতে বলেন, ‘পুলিশ ও ক্ষমতাসীন দলের নেতারা যোগসাজশে কয়লা খনির অবৈধ ব্যবসা চালাচ্ছে। হাই কোর্টের এই ব্যবসা বন্ধ করার জন্য বিশেষ দল গঠনের নির্দেশ দিয়েছে। এই আবহে রাজ্য সচেতনভাবে এমন কর্মকর্তা বেছে তদন্তের ভার দিচ্ছে যাদের তারা নিয়ন্ত্রণ করতে পারে। রাজ্যের নিয়ন্ত্রণে নেই এমন কোনও কর্তৃপক্ষকে এই তদন্তের দায়িত্ব দেওয়া উচিত। প্রমাণ নষ্ট করবে পুলিশ! ২১ মার্চ থেকে গতকাল পর্যন্ত কিছুই করা হয়নি।’
এরপর বিশেষ তদন্তকারী দলের প্রধান জ্ঞানবন্ত সিংকে তোপ দেগে আদালতে বলেন, ‘কে এই জ্ঞানবন্ত সিং? ২০২১ সালে কয়লা চোরাচালানের মামলায় ইডি তাঁকে নোটিশ পাঠিয়েছে। এই কারণেই তাঁকে এই SIT-এর প্রধান করা হয়েছে। পুলিশ জানিয়েছে যে কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে, আমি জানি না তারা আদৌ যুক্ত কিনা। পরিবারের পক্ষ থেকে কোনও বক্তব্য নেয়নি পুলিশ! তারা প্রত্যক্ষদর্শী।’