রেশন দুর্নীতিকাণ্ডে অরণ্য ভবনে জেলবন্দি মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের দফতরে তল্লাশি চালিয়ে আরও কোটি কোটি টাকা বিনিয়োগের হদিশ পেল ইডি। মঙ্গলবার দুপুর থেকে শুরু হওয়া তল্লাশি চলে রাত পর্যন্ত। এর পর ইডি সূত্রে জানা যায়, ১০ কোটি টাকার বিমার নথি উদ্ধার হয়েছে। এছাড়া নামি বেনামি বেশ কিছু সম্পত্তির নথি পাওয়া গিয়েছে বলে ইডি সূত্রে খবর।
মঙ্গলবার বেলা ১টা নাগাদ কেন্দ্রীয় বাহিনী নিয়ে বিধাননগরের অরণ্য ভবনে বনদফতেরর সদর দফতরে পৌঁছন ইডির তদন্তকারীরা। ২০২১ সাল থেকে রাজ্যের বনমন্ত্রীর দায়িত্ব সামলাচ্ছেন জ্যোতিপ্রিয়। সেখানে বসে তিনি কোনও দুর্নীতি করেছেন কি না তা খতিয়ে দেখতে জ্যোতিপ্রিয়র দফতরে থাকা যাবতীয় নথি খতিয়ে দেখেন তদন্তকারীরা। তখন তাঁদের হাতে আসে জ্যোতিপ্রিয়র স্ত্রী, মেয়ে ও নাতির নামে প্রায় ১০ কোটি টাকার বিমার নথি। এছাড়া নামে, বেনামে বেশ কিছু সম্পত্তির নথি পাওয়া গিয়েছে বলে ইডি সূত্রে খবর। তাছাড়া ব্যাক ডেটে প্রায় ৬০০ স্টাম্প পেপার উদ্ধার করেছেন তদন্তকারীরা।
ইডির গোয়েন্দাদের অনুমান, খাদ্য দফতরের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলেও অরণ্য ভবনে বসে বহাল তবিয়তে দুর্নীতি করে গিয়েছেন জ্যোতিপ্রিয়। এমনকী পুরনো তারিখের স্টাম্প পেপার ব্যবহার করেও চাল কেনার দুর্নীতি হয়ে থাকতে পারে বলে অনুমান তাঁদের।
মঙ্গলবার অরণ্য ভবনের ৯ তলায় জ্যোতিপ্রিয়র দফতরে তল্লাশি চলাকালীন সেখানে পৌঁছন ইডির ডেপুটি ডিরেক্টর। সূত্রের খবর, উদ্ধার হওয়া নথির ওপর ভিত্তি করে জ্যোতিপ্রিয়কে ফের জেরা করতে পারে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।