রেশন দুর্নীতির তদন্তে তাঁর বিদেশি মুদ্রা বিনিময় সংস্থার অ্যাকাউন্টে ED যে টাকা পেয়েছে তা ব্যবসারই টাকা। এমনই দাবি করলেন গ্রেফতার তৃণমূল নেতা শংকর আঢ্য। রবিবার স্বাস্থ্য পরীক্ষা করিয়ে ফেরার সময় সংবাদমাধ্যমের সামনে এই দাবি করেন তিনি। বলেন, এই টাকার সঙ্গে দলের কোনও যোগ নেই।
শংকর আঢ্যকে গ্রেফতার করে ইডি জানিয়েছিল, তৃণমূল নেতা ও তাঁর আত্মীয়দের নামে থাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি থেকে অন্তত ২০ হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। তার মধ্যে অন্তত ১০ হাজার কোটি টাকা রেশন দুর্নীতির। ইডি সূত্রে আরও জানা যায়, শংকর আঢ্যর মালিকানাধীন আঢ্য ফোরেক্স প্রাইভেট লিমিটেডের অ্যাকাউন্টে ২,৭০০ কোটি টাকার খোঁজ পাওয়া গিয়েছে।
রবিবার শংকর আঢ্যকে শিয়ালদার বিআর সিং রেল হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করাতে নিয়ে যায় ইডি। সেখান থেকে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শংকর বলেন, ‘এই রকম টাকা আমাদের কারবারে থাকে। এই টাকার সঙ্গে দলের কোনও যোগ নেই।’
রেশন দুর্নীতি মামলায় গত ৫ জানুয়ারি শংকর আঢ্যর বনগাঁর বাড়িসহ একাধিক ঠিকানায় তল্লাশি চালায় ইডি। গভীর রাতে গ্রেফতার করা হয় তৃণমূল নেতাকে। ইডি সূত্রে জানা গিয়েছে, গত ১৫ ডিসেম্বর আদালতের নির্দেশে SSKM হাসপাতালে ভর্তি জেলবন্দি মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের কেবিন থেকে সিসিটিভি ক্যামেরা খুলে ফেলা হয়। এর পর দিন সকালে বাবার সঙ্গে দেখা করতে হাসপাতালে যান মেয়ে প্রিয়দর্শিনী মল্লিক। তিনি বেরিয়ে আসার সময় তল্লাশিতে তাঁর কাছে একটি চিরকুট উদ্ধার করে পুলিশ। তাতে টাকা প্রয়োজন হলে, ডাকু (শংকর আঢ্যর ডাক নাম), শাহজাহান শেখ ও আরও ২ জনের সঙ্গে মেয়েকে যোগাযোগ করতে বলেন তিনি। এর পরই শাহজাহান ও শংকরের বাড়িতে হানা দেয় ED.