বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > কনভয়ে হামলা, গাড়ি ভাঙচুরের মামলায় যুক্ত হলেন সাংসদ শিশির অধিকারী

কনভয়ে হামলা, গাড়ি ভাঙচুরের মামলায় যুক্ত হলেন সাংসদ শিশির অধিকারী

শিশির অধিকারী। ফাইল ছবি

সাংসদের কনভয়ে হামলার জেরে তার গাড়ির কাঁচ ভেঙে যায়। তাঁকে রাস্তার উপর যেভাবে আক্রমণ করা হয়েছে, যেভাবে পাথর ও ইটবৃষ্টি করা হয়েছে তার ফলে গুরুতর আহত হতে পারতেন শিশির অধিকারী। 

সাংসদ শিশির অধিকারীর গাড়ি ভাঙচুর এবং তাঁর কনভয়ে হামলা চালানোর ঘটনায় কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছিল বিজেপি। সেই মামলায় যুক্ত হয়ে পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুললেন সাংসদ। তাঁর বক্তব্য, তাঁর গাড়িকে ঘিরে হামলার ঘটনা ঘটে। কিন্তু, পুলিশকে জানালেও সেই ঘটনায় কোনও পদক্ষেপ করেনি পুলিশ। খেজুরি ব্লকে স্থায়ী সমিতি গঠনকে কেন্দ্র করে সাংসদ শিশির অধিকারীর গাড়ি ঘিরে হামলার অভিযোগ উঠেছিল। সেই অভিযোগ জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন বিজেপির প্রার্থী খুকুমণি বেরা।

আরও পড়ুন: শুভেন্দুর পিতা শিশির অধিকারীর গাড়িতে হামলা, ভাঙল কাঁচ, খোঁজ নিল দিল্লি

মামলার বয়ান অনুযায়ী, সাংসদের কনভয়ে হামলার জেরে তার গাড়ির কাঁচ ভেঙে যায়। তাঁকে রাস্তার উপর যেভাবে আক্রমণ করা হয়েছে, যেভাবে পাথর ও ইটবৃষ্টি করা হয়েছে তার ফলে গুরুতর আহত হতে পারতেন শিশির অধিকারী। খেজুরি পঞ্চায়েত সমিতির বিজেপি প্রার্থী খুকুমণি বেরার অভিযোগ, সাংসদ শিশির অধিকারী স্থায়ী সমিতি গঠনের জন্য ভোট দিতে এসেছিলেন। কিন্তু তিনি আসার পরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এরপরেই তাঁর কনভয় লক্ষ্য করে হামলা চালায় দুষ্কৃতীরা। তাতে তাঁর গাড়ির।কাঁচ ভেঙে যায়। এই হামলায় সাংসদের বড় ক্ষতি হতে পারত বলে আশঙ্কা করেন বিজেপির প্রার্থী। এই ঘটনায় দোষীদের শাস্তির দাবি জানিয়ে এবং সেই সঙ্গে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টের বিচারপতির জয় সেনগুপ্তের এজলাসে দ্বারস্থ হয়েছিলেন বিজেপি প্রার্থী। আদালত তাঁকে মামলা দায়ের করার অনুমতি দেয়। আজ সেই সংক্রান্ত মামলায় যুক্ত হলেন শিশির অধিকারী। 

উল্লেখ্য, ঘটনার দিন সেখানে ভোট দিতে গিয়েছিলেন কাঁথির সাংসদ শিশির অধিকারী। তবে ভোটাভুটি স্থগিত হয়ে যাওয়ার পর তিনি আবার কাঁথির উদ্দেশ্যে রওনা দেন। সেই সময় খেজুরির তেঁতুলতলার কাছে তাঁর কনভয়ে হামলা চালায় দুষ্কৃতীরা। ঘটনার পরেই খেজুরি থানায় লিখিত অভিযোগ দায়ের করে বিজেপি। এই হামলার ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনায় তৃণমূলের বিরুদ্ধেই অভিযোগ তুলেছে বিজেপি। তবে খেজুরি-২ ব্লকের তৃণমূলের দাবি, সেখানে ভোটাভুটি শুরু হওয়ার পরেই বিজেপির লোকেরা হামলা চালিয়েছে। তবে শিশির অধিকারীর ঘটনায় তৃণমূলকে অযথা জড়ানোর চেষ্টা হচ্ছে বলে দাবি করেছেন তৃণমূল নেতৃত্ব।

বন্ধ করুন