লোকসভা ভোটে বীরভূমে অনুব্রত মণ্ডল একটা অপ্রাসঙ্গিক নাম। রবিবার ভোটপ্রচারে বেরিয়ে একথা বললেন বীরভূম কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবতনু ভট্টাচার্য। এদিন তিনি তৃণমূল প্রার্থী শতাব্দী রায়কেও তীব্র আক্রমণ করেন। বলেন, ভোটে জিতে উনি বীরভূমকে কাজল শেখদের হাতে লিজ় দিয়ে নিজে কলকাতায় আরামের জীবন যাপন করেন।
আরও পড়ুন: ভিডিয়ো ফেক, সন্দেশখালির স্টিং অপারেশনের CBI তদন্ত দাবি করল BJP, রেখা পাত্র বললেন
পড়তে থাকুন: অভিষেকের বিরুদ্ধে CBIএর কাছে অভিযোগ করেছেন গঙ্গাধর, যাবেন CBI দফতরেও: শুভেন্দু
অনুব্রত অপ্রাসঙ্গিক
বীরভূম কেন্দ্রে বিজেপি প্রার্থী দেবতনু ভট্টাচার্য রবিবার সিউড়ি বিধানসভা কেন্দ্র এলাকায় প্রচার করছিলেন। সেখানে তিনি বলেন, ‘এই ভোটে বীরভূমে অনুব্রত মণ্ডল একটি অপ্রাসঙ্গিক নাম। অনুব্রত ফ্যাক্টর বলে আর কিছু নেই। আগে তৃণমূলের দুষ্কৃতীরা প্রকাশ্যে বিজেপি কর্মীদের ওপরে হামলা করত। এখন আড়াল থেকে হামলা করে তাদের পালাতে হচ্ছে। কারণ আগে যে ভাবে চড়াম চড়াম ঢাক বাজত, গুড় বাতাসা খাওয়াত এখন সেই পরিস্থিতি নেই। এখন তারা ব্যাকফুটে চলে গিয়েছে। এখন অন্ধকারে দাঁড়িয়ে ঢিল মেরে তাদের পালাতে হচ্ছে। এতেই বোঝা যাচ্ছে পরিস্থিতি আমূল বদলে গিয়েছে। তৃণমূল ভয় পেয়েছে’।
শতাব্দী রায়কে আক্রমণ
এলাকার ৩ বারের সাংসদ শতাব্দী রায়কে আক্রমণ করে তিনি বলেন, ‘শতাব্দী রায় এলাকায় জন্য কিছু করেননি। রাস্তা মেরামত হয়নি, মানুষ ঘর পর্যন্ত পায়নি। তাই উনি যেখানে যাচ্ছেন বিক্ষোভ হচ্ছে। আসলে শতাব্দী রায় ভোটে জিতে বীরভূমকে কাজল শেখদের হাতে লিজ় দিয়ে নিজে কলকাতায় আরামের জীবন যাপন করছেন। যাবতীয় সরকারি সুযোগ সুবিধা ভোগ করছেন। বীরভূমবাসীর জন্য তাঁর কোনও চিন্তা নেই। আর এই মাফিয়ারা বীরভূমকে চালাচ্ছে। উন্নয়ন নিয়ে তাদের চিন্তা নেই। খালি বালি, কয়লা পাথরে কত টাকা উঠছে তা নিয়ে তাদের মাথাব্যথা’।
আরও পড়ুন: চুপিসাড়ে বিদ্যুৎ মাশুল বৃদ্ধির অভিযোগ তুলে সরব শুভেন্দু, উড়িয়ে দিল WBSEDCL
RSSএর শাখা সংগঠন হিন্দু সংহতির নেতা দেবতনু ভট্টাচার্যকে এবার বীরভূম কেন্দ্রে প্রার্থী করেছে বিজেপি। ওই কেন্দ্রে এর আগে মনোনয়ন জমা দিয়েছিলেন সদ্য প্রাক্তন আইপিএস আধিকারিক দেবাশিস ধর। তবে রাজ্য সরকারের থেকে নো ডিউজ সার্টিফিকেট না পাওয়ায় তাঁর মনোনয়ন বাতিল হয়ে যায়। কট্টর হিন্দুত্ববাদী নেতা হিসাবে পরিচিত দেবতনুবাবু প্রার্থী হয়েই জোর কদমে প্রচারে নেমে পড়েছেন। দাবদাহকে উপেক্ষা করে বীরভূমের উষর ময়দান চষে বেড়াচ্ছেন তিনি।