ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কালীপদ সোরেন সাহিত্যিকও। পাঠকমহলে ‘খেরওয়াল সোরেন’ নামে তিনি জনপ্রিয়। রবিবার বিনপুর বিধানসভার জামবনি ব্লকের গইডোতে প্রচার করেছিলেন তিনি। হঠাৎ দেখেন রোদের মধ্যে এক বালিকাকে অচমকা মাথা ঘুরে পড়ে যেতে। বক্তৃতা থামিয়ে তিনি দৌড় যান। বালিকাকে তুলে নিয়ে নিজের গাড়ি করে পাঠিয়ে দেন হাসপাতালে। প্রার্থীর এই মাননিবক উদ্যোগকে দেখে সাধুবাদ জানিয়েছেন এলাকার বাসিন্দারা।
উচ্চমাধ্যমিক রেজাল্ট বেরোলেই ফোনে জানাবে HT বাংলা! এখনই রেজিস্টার করে রাখুন
কী হয়েছিল?
কী ঘটেছিলেন তা সংবাদমাধ্যমকে নিজেই জানিয়েছেন কালীপদ সোরেন, '‘গইডো গ্রামে প্রচুর ভিড় হয়েছিল। হঠাৎ দেখলাম, একটি বাচ্চা মেয়ে পড়ে গেল। রোদে দাঁড়িয়েছিল সে। বক্তব্য থামিয়ে বাচ্চাটিকে বাঁচাতে আমাদের প্রচারের গাড়িতে করে হাসপাতালে পাঠিয়ে দিই।'
এখানেই শেষ নয়, পরে তিনি বালিকার খোঁজও নেন। তিনি বলেন, 'এখনই খবর পেলাম, বাচ্চাটি ভাল আছে। স্যালাইন চলছে। এটা শুনেই খুব ভাল লাগছে। বাচ্চা মেয়েটি বুঝতে পারেনি হয়তো এই সময় রোদে দাঁড়িয়ে থাকা বিপজ্জনক। বাচ্চা তো, কী আর করা যাবে!'
আরও পড়ুন। ‘দেখবেন বীরভূমের ভোট হয়ে যাবে, কেষ্টও ছাড়া পেয়ে যাবে’, অনুব্রতর প্রশংসা করলেন মমতা
আরও পড়ুন। ‘বাংলার মা–বোনেদের আত্মসম্মান নিয়ে খেলবেন না’, সন্দেশখালি ইস্যুতে তোপ মমতার
কালীপদ সোরেনের নানা কর্মকাণ্ড
সাহিত্য রচনা ছাড়াও নানা ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে থাকেন কালীপদ সোরেন। যাত্রাপালায় চুটিয়ে অভিনয় করেন। নিজ গান লিখে সুরও দিয়েছেন। নিজস্ব যাত্রা দল রয়েছে। ৪০টি গান নিয়ে চারটি অডিয়ো সিডি প্রকাশিত হয়েছে। সাহিত্য রচনার মধ্য গল্প ছাড়াও কবিতা, রম্য রচনা লিখেছেন। তাঁকে ‘খেরওয়াল সোরেন’ নামেই সকলে চেনেন।
পদ্মশ্রী ছাড়াও সাহিত্যে একাডেমি, বঙ্গবিভূষণ, সারদাপ্রসাদ কিস্কু স্মৃতি পুরস্কার, সাধু রামচাঁদ মুর্মু স্মৃতি পুরস্কার, পণ্ডিত রঘুনাথ মুর্মু-সহ নানা পুরস্কার পেয়েছেন। তাছাড়া তিনি নিয়মিত বিভিন্ন সামাজিক কাজকর্মেও যুক্ত থাকেন। এর আগে তিনি জঙ্গলে আগুন নেভানোর কাজও করেছেন।
আরও পড়ুন। ভরসা কেরল! এবার দুই অঙ্কে পৌঁছবে সিপিএমের আসন, আশার বার্তা দলীয় রিপোর্টে