HT বাংলা থেকে সেরা খবর পড়ার জন্য ‘অনুমতি’ বিকল্প বেছে নিন
বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > AG Resigned: সৌমেন্দ্রনাথ একা নন, অ্য়াডভোকেট জেনারেলদের ইস্তফায় ‘রেকর্ড’ তৃণমূল জমানায়, আগের নজিরগুলো জানুন

AG Resigned: সৌমেন্দ্রনাথ একা নন, অ্য়াডভোকেট জেনারেলদের ইস্তফায় ‘রেকর্ড’ তৃণমূল জমানায়, আগের নজিরগুলো জানুন

২০১৪ সালের ডিসেম্বরের প্রায় মাঝামাঝি আচমকাই ইস্তফা দিয়েছিলেন বিমল চট্টোপাধ্য়ায়। সেই সময় তিনি পিটিআইকে বলেছিলেন, আমি ইস্তফা দিয়েছি। রাজ্যপালকে ইস্তফাপত্র পাঠিয়েছি। মুখ্য়মন্ত্রী ও আইনমন্ত্রীকে তার কপি পাঠিয়েছি।

রাজ্য়ের অ্য়াডভোকেট জেনারেলের পদ থেকে ইস্তফা দিলেন সৌমেন্দ্রনাথ মুখোপাধ্য়ায় সংগৃহীত ছবি

রাজ্য়ের অ্য়াডভোকেট জেনারেলের পদ থেকে ইস্তফা দিলেন সৌমেন্দ্রনাথ মুখোপাধ্য়ায়। বিদেশ থেকেই ইমেল করে তিনি ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন বলে খবর। সূত্রের খবর, তিনি কেবলমাত্র রাজ্যপাল সিভি আনন্দ বোসকে পদত্যাগপত্র পাঠিয়েছেন। কিন্তু কেন তিনি পদত্যাগ করলেন সেটা ঠিক পরিষ্কার নয়।প্রসঙ্গত মঙ্গলবার পাবলিক প্রসিকিউটর পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল শাশ্বতগোপাল মুখোপাধ্য়ায়। তারপর থেকে এজি পদ ছেড়ে দিতে পারেন সৌমেন্দ্রনাথ তা নিয়ে জল্পনা ছড়িয়েছিল। এবার সেই জল্পনাকে সত্যি করে পদত্যাগ করলেন সৌমেন্দ্রনাথ।

কিন্তু সবার আগেই একটা কথাই আসছে। কেন তিনি পদত্যাগ করলেন?

এনিয়ে আনন্দবাজার অনলাইনের সঙ্গে কথা বলেছেন তিনি। সেখানে তিনি জানিয়েছেন, আমি ইউকেতে আছি। কোনও কারণ ছাড়াই আমি ইস্তফাপত্র পাঠিয়েছি। চিঠিতে কোনও কারণ উল্লেখ করিনি।

তবে এদিনের ঘটনায় অনেকেরই মনে পড়ে যাচ্ছে সেই প্রাক্তন এজি কিশোর দত্তের কথা। আবার তিনিই রাজ্যে ফের এজির চেয়ারে বসতে পারেন বলে জল্পনা ছড়িয়েছে। এবার তৃণমূল জমানায় এজিদের ইস্তফার অতীত ইতিহাসটা একবার দেখা যাক।

২০১৩ সালে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল ছিলেন বিমল চট্টোপাধ্য়ায়। অনিন্দ্য মিত্রের পরে তিনি ওই চেয়ারে বসেছিলেন। ২০১১ সালে তৃণমূল ক্ষমতায় আসার পরে অনিন্দ্য মিত্র রাজ্য়ের এজির চেয়ারে বসেছিলেন।

এদিকে ২০১৪ সালের ডিসেম্বরের প্রায় মাঝামাঝি আচমকাই ইস্তফা দিয়েছিলেন বিমল চট্টোপাধ্য়ায়। সেই সময় তিনি পিটিআইকে বলেছিলেন, আমি ইস্তফা দিয়েছি। রাজ্যপালকে ইস্তফাপত্র পাঠিয়েছি। মুখ্য়মন্ত্রী ও আইনমন্ত্রীকে তার কপি পাঠিয়েছি।

এদিকে ২০১৭ সালে তৎকালীন অ্যাডভোকেট জেনারেল জয়ন্ত মিত্রও ইস্তফা দিয়েছিলেন। বলা হয়ে থাকে যে সরকারের সঙ্গে মনোমালিন্যের কারণেই পদ ছাড়েন তিনি। আবার অপর অংশের মতে সরানো হয়েছিল তাঁকে। বিমল চট্টোপাধ্যায় ইস্তফা দেওয়ার পরে জয়ন্ত মিত্রকে নিয়োগ করা হয়েছিল ২০১৪ সালের ডিসেম্বর মাসে। খবর টেলিগ্রাফের প্রতিবেদন অনুসারে।

সেই সময় সিপিএমের সুজন চক্রবর্তী বলেছিলেন, পাঁচ বছরে তিনজন এজি পদত্যাগ করলেন। আগে এমন হত না। শঙ্কর দাস থেকে বলাই রায় সবাই পুরো মেয়াদ পূরণ করতেন।

২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে এজির পদে বসেছিলেন কিশোর দত্ত। তিনিও ব্যক্তিগত কারণ দেখিয়ে ২০২১ সালের সেপ্টেম্বর মাসে ইস্তফা দেন বলে খবর।

এরপর কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের আইনের গ্র্যাজুয়েট এসএন মুখোপাধ্য়ায় সেই পদে বসেছিলেন। অবশেষে ইস্তফা দিলেন তিনিও।টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে তিনি সেই সময় বলেছিলেন, এই সম্মানের জন্য় আমি কৃতজ্ঞ থাকব।

কিন্তু কী এমন হল যে তিনিও ইস্তফা দিলেন?

 

বাংলার মুখ খবর

Latest IPL News

রুদ্ধশ্বাস লড়াইয়ে ধোনিদের ছিটকে দিয়ে প্লে-অফের টিকিট পকেটে পুরল আরসিবি আদৌ আউট ছিলেন ফ্যাফ? তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে ফের প্রশ্ন উঠে গেল- ভিডিয়ো নীতা আম্বানির সঙ্গে দীর্ঘ কথোপথন রোহিতের, থেকে যাওয়ার অনুরোধ করলেন MI-এর মালকিন? শুরু হয়েই বৃষ্টিতে থমকাল RCB vs CSK ম্যাচ, আতঙ্কের চোরা স্রোত বেঙ্গালুরু শিবিরে WPL-এ খেলেন RCB-তে, IPL-এ সমর্থন CSK-কে, তারকাকে ‘লাথি মেরে তাড়াতে’ বলল ফ্যানরা ICC ট্রফি জয়ের দারুণ সুযোগ… ভারতের কোচ হওয়ার প্রস্তাব নিয়ে ইঙ্গিত ল্যাঙ্গারের ‘৬ বছর ধরে শুনে আসছি’, ধোনির অবসর প্রসঙ্গে মুখ খুললেন প্রাক্তন প্রোটিয়া অধিনায়ক মাহি ভাই এবং আমি হয়তো শেষ বার একসঙ্গে খেলব- কোহলির দাবিতে ধোনির অবসরের ইঙ্গিত 'ধোনি নয়, চেন্নাইয়ের অধিনায়ক হওয়ার কথা ছিল আমার', বিস্ফোরক বিশ্বকাপজয়ী তারকা হয়ত এটাই শেষ! ধোনি বনাম কোহলি মহারণে জুড়ল ‘অ্যানিম্য়াল’ টুইস্ট, ভিডিয়ো ভাইরাল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.
প্রচ্ছদ ছবিঘর দেখতেই হবে ২২ গজ