পুজো কার্নিভালে বিশেষ পারদর্শিতার জন্য ডোনা গঙ্গোপাধ্যায় ড্যান্স গ্রুপকে দেওয়া হবে বিশেষ সম্মান। সেই সঙ্গে শারীরিক অসুস্থতা নিয়ে যে ভাবে দলকে মহড়া দিয়ে তৈরি করেছেন তার জন্য ডোনাকে বিশেষ পুরস্কার দেবে রাজ্য সরকার।
অনুষ্ঠানের কয়েক দিন আগে চিকুনগুনিয়া আক্রান্ত হয়ে পড়েন ডোনা। কার্নিভালের একদিন আগে তিনি হাসপাতাল থেকে ছাড়া পান। সেই অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা থাকলেও চিকিৎসকদের আপত্তিতে তিনি অংশ নেননি।
তবে দুর্বল শরীর নিয়ে তিনি তাঁর ছাত্রছাত্রীদের কার্নিভালের জন্য প্রস্তুত করেন। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও। তবে সদ্য হাসপাতাল থেকে ফিরে যে ভাবে তিনি খোলায়াড়সুলভ মানসিকতা নিয়ে মহড়া অংশ নিয়েছেন তাকেই সম্মান দিতে এই পুরস্কার দিচ্ছে রাজ্য সরকার।
এ বছরই দুর্গাপুজোকে সাংস্কৃতিক হেরিটেজের তকমা দিয়েছে ইউনেস্কো। তাকে সম্মান জানিয়ে পুজোর শুরুর আগে ১ সেপ্টেম্বর একটি মিছিলের আয়োজন করে রাজ্য সরকার। এ বছর পুজো কার্নিভালকে আকর্ষণী করে তোলার জন্য সব সব রকম উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। লোকনৃত্যের পাশাপাশি ডোনা নাচের ট্রুপের পারদর্শীতা মন কেড়েছে দর্শকদের। তাই তাঁদের সম্মানিত করতে চায় রাজ্য সরকার।