বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > নজির গড়ল মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্যসাথী, রাজ্যে কোন মাইলফলক স্পর্শ করল?

নজির গড়ল মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্যসাথী, রাজ্যে কোন মাইলফলক স্পর্শ করল?

নবান্নে স্বাস্থ্যসাথীর স্মার্টকার্ড দেখাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

দুয়ারে সরকার কর্মসূচি থেকেই এই স্বাস্থ্যসাথী কার্ড পেয়েছেন রাজ্যবাসী। আগামী সেপ্টেম্বর মাসেও বসবে দুয়ারে সরকার শিবির। এই কার্ডের মাধ্যমে‌ ক্যান্সারের চিকিৎসা, ডায়ালিসিস, স্টেন্ট এমনকী পেসমেকার পর্যন্ত বসানোর কাজ হয়েছে। যা আগে গরিব মানুষের জীবনে এমন সমস্যা এলে কার্যত পথে বসতে হতো। 

বিনামূল্যে বাংলার মানুষ যাতে বেসরকারি হাসপাতাল–নার্সিংহোমে চিকিৎসা করাতে পারেন তার জন্যই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে এসেছেন স্বাস্থ্যসাথী প্রকল্প। এটা মেডিক্লেম, কিন্তু রাজ্য সরকারের। বাংলার মানুষজনকে এই মেডিক্লেমের প্রিমিয়াম দিতে হয় না। বরং এই স্বাস্থ্যসাথী কার্ডে ৫ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা পাওয়া যায়। এবার স্বাস্থ্যসাথী নয়া মাইলফলক স্পর্শ করল। যা নিয়ে এখন জোর চর্চা শুরু হয়ে গিয়েছে। শহর থেকে গ্রামবাংলার মানুষজন এই কার্ডে বেসরকারি হাসপাতালে চিকিৎসা করিয়ে সুস্থ হয়েছেন। আর তার টাকা গুনেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।

ঠিক কী ঘটেছে স্বাস্থ্যসাথীতে?‌ নবান্নের পরিসংখ্যান বলছে, গত ৬ বছরে সম্পূর্ণ বিনা খরচে চিকিৎসা পেয়েছেন বাংলার প্রায় ৬০ লক্ষ মানুষজন। আর এই পরিষেবা দেওয়ার জন্য রাজ্য সরকারের খরচ হয়েছে প্রায় ৯ হাজার কোটি টাকা। এই পরিসংখ্যান ২০১৭ সালের জানুয়ারি থেকে ২০২৩ সালের জুলাই মাস পর্যন্ত। এই পরিসংখ্যান প্রকাশ্যে আসতেই নয়া মাইলফলক স্পর্শ করল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বলে মনে করা হচ্ছে। এখন এই প্রকল্প আরও বিস্তার করতে নির্দেশিকা জারি করা হয়েছে। কোনও বেসরকারি হাসপাতাল, নার্সিংহোম স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসা দিতে অস্বীকার করলে সংশ্লিষ্ট নার্সিংহোম, হাসপাতালের লাইসেন্স বাতিল করা হবে।

আর কী জানা যাচ্ছে? দুয়ারে সরকার কর্মসূচি থেকেই এই স্বাস্থ্যসাথী কার্ড পেয়েছেন রাজ্যবাসী। আগামী সেপ্টেম্বর মাসেও বসবে দুয়ারে সরকার শিবির। এই কার্ডের মাধ্যমে‌ ক্যান্সারের চিকিৎসা, ডায়ালিসিস, স্টেন্ট এমনকী পেসমেকার পর্যন্ত বসানোর কাজ হয়েছে। যা আগে গরিব মানুষের জীবনে এমন সমস্যা এলে কার্যত পথে বসতে হতো। ‘স্বাস্থ্যসাথী’ প্রকল্প রাজ্যে চালু হওয়ার পর বহু গরিব পরিবারই উপকৃত হয়েছে। এখন মনোবলও বেড়েছে তাঁদের। কিছু হলেই স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে হাসপাতালে ছুটছেন। এখন এই প্রকল্পের উপভোক্তা সংখ্যা ১ কোটি থেকে বেড়ে তা এখন ৯ কোটি হয়েছে। উপকৃত পরিবার প্রায় ২ কোটি ৪৩ লক্ষ।

আরও পড়ুন:‌ বঙ্গে তৃণমূলের সঙ্গে এক টেবিলে বসা হবে না, বেঙ্গল লাইনকে জানাল কেন্দ্রীয় কমিটি

রাজ্য সরকার কি আরও উদ্যোগ নিচ্ছে? স্বাস্থ্যসাথী নিয়ে সম্প্রতি বিধানসভার বাদল অধিবেশনে বক্তব্য রেখেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তখনই সিদ্ধান্ত নেওয়া হয়‌ চলতি অর্থবর্ষ থেকে ‘স্বাস্থ্যসাথী’ খাতে রাজ্য সরকার আরও খরচ বৃদ্ধি করবে। ২০২২–২৩ অর্থবর্ষে প্রত্যেক মাসে দেড় লক্ষ রোগীর ‘স্বাস্থ্যসাথী কার্ডের’ বিল মেটাত রাজ্য সরকার। এবার নতুন অর্থবর্ষে মাসে ১০–১৫ কোটি টাকা বাড়তি খরচ করা হচ্ছে বলে খবর। এখন উপভোক্তা বেড়েছে গড়ে ২০ হাজার। তাই রাজ্য সরকারের বছরে খরচ ৩ হাজার কোটি টাকা ছোঁবে বলে মনে করছে স্বাস্থ্যভবন। শুধু ৯ হাজার কোটি টাকার মধ্যে ১৫০০ কোটি টাকাই খরচ হয়েছে ‘ক্যান্সার কেয়ার’ চিকিৎসায়। টাটা মেডিক্যাল সেন্টারেও স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসা হয়েছে। যা সত্যিই মাইলফলক।

Haryana and JNK Election Haryana and JNK Election
বাংলার মুখ খবর

Latest News

কেন পুজো শুরুর আগে বোধনের নিয়ম? কী বিশেষত্ব এই প্রথার? পুজোর ক'দিন জিম যাওয়া হবে না? বাড়িতেই মেনে চলুন এই ওয়ার্ক আউট রুটিন জ্যাম এড়িয়ে ঠাকুর দেখার প্ল্যান? রইল কলকাতার তিন মেট্রোপথের সম্পূর্ণ গাইড রুশ 'বংশোদ্ভূত' টি-৯০ ট্যাংকের নতুন রূপ, প্রকাশ্য়ে এল ভারতীয় সেনাবাহিনীর 'ভীষ্ম' মেরিনা বিচে এয়ার শো দেখার হিড়িক! ট্রেনের মাথায় ওঠার চেষ্টা, ভিডিয়োগুলো দেখুন লাস ভেগাসের স্ফিয়ারের বিশেষত্ব কী? কীসের চমক সন্তোষ মিত্র স্কোয়ারে? পুরনো নিয়মেই নিয়োগ করবে রেল, ‘বাতিল’ করা হল নয়া মডেল, কবে থেকে চালু করা হবে? অধিনায়কের শতরানে ইংরেজদের বিরুদ্ধে ভালো জায়গায় পাকিস্তান! মুলতানে ফের ফ্লপ বাবর… পুজোয় জমবে জলসা! প্রাক্তন প্রেমিকার সঙ্গে তেজের ঘনিষ্ট মুহুর্তের ছবি দেখবে সুধা শ্যুটিং সেট থেকে সোজা হাসপাতালে স্টার জলসার নায়িকা! হল অস্ত্রোপচার, কেমন আছেন…

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.