বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Dead body missing: মর্গের কর্মীদের গাফিলতি ছিল, বন্দির দেহ উধাও মামলায় দাবি পুলিশের

Dead body missing: মর্গের কর্মীদের গাফিলতি ছিল, বন্দির দেহ উধাও মামলায় দাবি পুলিশের

মৃতদেহের প্রতীকী ছবি।

কীভাবে হাসপাতালের মর্গ থেকে বন্দির দেহ উধাওয়ের সঙ্গে কারা জড়িত বা কাদের গাফিলতি রয়েছে? তা জানতে হাসপাতালের চিকিৎসক থেকে শুরু করে কর্মীদের দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে পুলিশ। জানা গিয়েছে, এখনও পর্যন্ত ৫ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

খুনের মামলায় দোষী সাব্যস্ত হওয়া বন্দির দেহ রাজ্যের একমাত্র সুপার স্পেশালিটি হাসপাতাল এসএসকেএমের মর্গ থেকে উধাও হয়ে যাওয়ার ঘটনায় শোরগোল পড়ে গিয়েছিল। সে ক্ষেত্রে হাসপাতালের নিরাপত্তা নিয়ে উঠেছিল প্রশ্ন। স্বাভাবিকভাবেই এমন ঘটনায় প্রশ্নের মুখে পড়তে হয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষকে। সেই ঘটনায় পুলিশ জানতে পেরেছে, মর্গের কর্মীদের গাফিলতি ছিল। প্রাথমিকভাবে তদন্তে এমনটাই মনে পড়ছে পুলিশ।

আরও পড়ুন: ঘরে পড়ে স্ত্রীর রক্তমাখা দেহ, গাছে ঝুলছে স্বামীর দেহ, অষ্টমীর সকালে চাঞ্চল্য

কীভাবে হাসপাতালের মর্গ থেকে বন্দির দেহ উধাওয়ের সঙ্গে কারা জড়িত বা কাদের গাফিলতি রয়েছে? তা জানতে হাসপাতালের চিকিৎসক থেকে শুরু করে কর্মীদের দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে পুলিশ। জানা গিয়েছে, এখনও পর্যন্ত ৫ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পাশাপাশি হাসপাতালের জরুরী বিভাগের ওয়ার্ড মাস্টার এবং মর্গের দায়িত্বে থাকা কর্মীদের জিজ্ঞাসাবাদ করার জন্য পুলিশের তরফে নোটিশ পাঠানো হয়েছে। বন্দির কী ধরনের চিকিৎসা করা হচ্ছিল? সে বিষয়টিও পুলিশের তরফে জানতে চাওয়া হয়েছে। এই পাশাপাশি হাসপাতালের সিসিটিভি ফুটেজ এবং জেলের সিসিটিভি ফুটেজ পুলিশ চেয়ে পাঠিয়েছে।  

প্রসঙ্গত, বাবলু পোল্লের দেহ নিখোঁজ হওয়ার পরে তদন্ত শুরু করে পুলিশ। তাতে জানা যায়, মহেশতলার বাসিন্দা অভিজিৎ মজুমদারের দেহের পরিবর্তে বাবলু পোল্লের দেহ দিয়েছিলেন মর্গের কর্মীরা। এরপর অভিজিতের পরিবার দেহটি নিয়ে গিয়ে দাহ করে। এদিকে, শুক্রবার অভিজিতের পরিবার দেহ শনাক্ত করেছে। তবে এই ঘটনার পুনরাবৃত্তি এড়াতে এখনই দেহ পরিবারকে দেওয়া হবে না। তার আগে পরিবারের সদস্যদের সঙ্গে অভিজিতের দেহের ডিএনএ পরীক্ষা করা হবে। সে ক্ষেত্রে ডিএনএ মিললে তবেই দেহ তুলে দেওয়া হবে।

উল্লেখ্য, খুনের মামলায় দোষী সাব্যস্ত হয়েছিলেন বাবলু পোল্লে। এরপর ১১ বছরের বেশি সময় ধরে প্রেসিডেন্সি জেলে ছিলেন তিনি। গত ২০ অক্টোবর তিনি অসুস্থ হয়ে পড়লে তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। তারপর থেকে হাসপাতালের মর্গে রাখা হয় বাবলুর দেহ। মৃত্যুর তদন্ত খতিয়ে দেখতে গিয়ে পুলিশ জানতে পারে বাবলু পোল্লের দেহ নেই। তখন বিষয়টি প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে যায়। পরে বন্দির পরিবার ভবানীপুর থানায় অভিযোগ দায়ের করে।

এই ঘটনায় মামলার রুজু করে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তকারীদের দাবি, এ ক্ষেত্রে যেমন বন্দির মৃত্যু নিয়ে তদন্ত চলছে আবার দেহ উধাও নিয়েও তদন্ত চলছে।  তদন্তকারীদের দাবি, দেহ না থাকায় মৃত্যুর কারণ সঠিক ভাবে জানা সম্ভব হচ্ছে না। এর পাশাপাশি দেহ উধাওয়ের পিছনে অন্য কোনও কারণ রয়েছে কিনা সে বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। সেই কারণে চিকিৎসক থেকে শুরু করে হাসপাতালের একাধিক কর্মী অফিসারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

 

 

বাংলার মুখ খবর

Latest News

মেষ, বৃষ, মিথুন, কর্কটের ভাগ্যে আজ কী রয়েছে? জ্যোতিষমতে ১৩ মের রাশিফল দেখে নিন শূন্য রানে আউট বাবর, ফখর-রিজওয়ানের যুগলবন্দিতে সিরিজে সমতা ফেরাল পাকিস্তান পরপর ফ্লপ, তাই অভিনয় ছেড়ে ইমরান? সাফাই দিয়ে বললেন, ‘টাকা ছিল, কিন্তু…’ আউট করেই কাঁধ দিয়ে ঠেলা, ইশান্তের ছেলেমানুষি হাসিয়ে ছাড়ল কোহলিকে- ভিডিয়ো জীবনের কঠিন সময় হাত ছেড়ে পালিয়েছিল প্রেমিকা, সেই স্মৃতি হাতড়ে মিঠুন বললেন… RR-কে হারিয়ে তিনে উঠল CSK, দিল্লিকে উড়িয়ে পাঁচে RCB, জমে ক্ষীর প্লে-অফের লড়াই ফের গরমের অস্বস্তি? বৃষ্টির দাপট দক্ষিণে কমবে কবে থেকে? রইল আবহাওয়ার খবর ঋষভহীন দিল্লিকে দুুরমুশ করে প্লে-অফের লড়াইয়ে টিকে RCB, খাদের কিনারায় ক্যাপিটালস ‘‌যদি আদানি এক ব্যাগ টাকা পাঠায় সেটা আমার জন্য যথেষ্ট’‌, বিস্ফোরক মন্তব্য অধীরের আদৃতের প্রাক্তনের সঙ্গে বন্ধুত্ব, দিদিয়া-উচ্ছেবাবুর বিয়ের জশন-এ ‘মিসিং’ নায়িকা

Latest IPL News

আউট করেই কাঁধ দিয়ে ঠেলা, ইশান্তের ছেলেমানুষি হাসিয়ে ছাড়ল কোহলিকে- ভিডিয়ো ঋষভহীন দিল্লিকে দুুরমুশ করে প্লে-অফের লড়াইয়ে টিকে RCB, খাদের কিনারায় ক্যাপিটালস প্রথম ম্যাচে থেকে নিজেই সিদ্ধান্ত নিয়েছি, ধোনির কাছে যাইনি…বললেন রুতুরাজ, ভিডিয়ো চিপকের দুর্গে চিড় ধরাতে পারলেন না স্যামসনরা, লড়াকু জয়ে প্লে-অফের পথে ধোনিরা যুক্তি সাজিয়ে নিয়ে গিয়েছিলেন সৌরভরা, তাও কেন আটকাতে পারলেন না পন্তের নির্বাসন? জেনে-বুঝে ফিল্ডিংয়ে বাধা, জাদেজাকে অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড আউট দিলেন আম্পায়ার IPL 2024-কেরিয়ারে আপ অ্যান্ড ডাউন চলছে, কার দিকে আঙুল তুললেন রিঙ্কু? ভিডিয়ো IPL-ওরা ব্যবসাদার, লাভ ক্ষতি ছাড়া কিছু বোঝে না… গোয়েঙ্কাকে ধুয়ে দিলেন সেহওয়াগ তিলক বর্মা আউট হতেই গৌতির ‘গম্ভীর’ মুখে ফুটল হাসি, মজা করলেন ধারাভাষ্যকাররাও IPL 2024- রোহিতকে ট্র্যাপে ফেলারই চেষ্টা ছিল, উদ্দেশ্য সফল হওয়ার পর বললেন বরুণ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.