হঠাৎ অসুস্থ হয়ে এসএসকেএম হাসপাতালে গতকাল ভর্তি হন কামারহাটির বিধায়ক মদন মিত্র। তারপর আজ, মঙ্গলবার তৃণমূল কংগ্রেসের কালারফুল নেতাকে এম আর বাঙুর হাসপাতালে নিয়ে আসা হল। তাঁর শ্বাসকষ্ট, সর্দিকাশি রয়েছে। সোমবার রাতে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন মদন মিত্র। তখন জরুরি পরিস্থিতিতে চিকিৎসা করে আগের থেকে একটা ভাল অবস্থায় নিয়ে আসা হয়। তবে মঙ্গলবার তাঁর শারীরিক অবস্থা পরীক্ষার জন্য এম আর বাঙ্গুর হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এই হাসপাতালের আউটডোরে তাঁর পরীক্ষা করা হয়। তখনও তাঁকে কাশতে দেখা যায়। তবে হাসপাতাল সূত্রে খবর, তাঁর শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল।
এদিকে মদন মিত্র অসুস্থ হয়ে পড়ায় তাঁর অনুগামীরা চিন্তিত হয়ে পড়েন। হাসপাতালে তাঁরা সারাদিন–রাত রয়েছেন। অনেকে চিকিৎসকদের কাছে খবর নিচ্ছেন এখন কেমন আছেন মদন দা? সোমবার রাতে মদন মিত্র অসুস্থ হয়ে এসএসকেএম হাসপাতালে ভর্তি হন। এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডের ২০৬ নম্বর কেবিনে রেখে তাঁর চিকিৎসা করা হয়। বিধায়কের কাশি খুব বেশি হচ্ছিল। শ্বাসকষ্টের সমস্যা দেখা দেওয়ায় রাতে নেফ্রলজিস্ট তাঁর চিকিৎসা করেন। তারপর আজ এম আর বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে আরও কয়েকটি পরীক্ষা করা হবে বলে জানা গিয়েছে। তবে এত ঠাণ্ডা তাঁর কেমন করে লাগল? সেটা চিকিৎসকদের ভাবিয়ে তুলেছে।
অন্যদিকে এখনও সেভাবে শীত পড়েনি। শীতের আমেজ রয়েছে মাত্র। সেখানে মদন মিত্রের ঠাণ্ডা লাগায় ব্যাপক অসুস্থ হয়েছেন তিনি। মঙ্গলবার সকালে তেমন কোনও সমস্যা ছিল না। কিন্তু বেশ কয়েকটি শারীরিক পরীক্ষা করার প্রয়োজন মনে করেছেন চিকিৎসকরা। এখন হাসপাতাল সূত্রে খবর, নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন তৃণমূল কংগ্রেস বিধায়ক। তাঁর বুকে সংক্রমণ ধরা পড়েছে। অক্সিজেন, নেবুলাইজার দিয়ে চিকিৎসা করা চলছে। তবে দুপুরে মদন মিত্রকে নিয়ে যাওয়া হয় বাঙ্গুর হাসপাতালে। হাসপাতাল থেকে স্ট্রেচারে বের করার সময়ও কাশতে দেখা গিয়েছে মদনকে।
আরও পড়ুন: ‘মৃত্যু পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকব’, ফিরহাদ হাকিমের মন্তব্যে বিস্তর গুঞ্জন
আর কী জানা যাচ্ছে? সূত্রের খবর, বেশি সময় এসি পরিবেশে থাকা থেকে এই অসুস্থতা তৈরি হয়েছে। আবার শুরুতে শরীর খারাপ হলে তাতে গুরুত্ব না দেওয়ায় এখন সেটা বাড়াবাড়ির পর্যায়ে গিয়েছে। তাই বাঙুর হাসপাতালে এইচআর সিটি থোরাক্স পরীক্ষা করা হয়েছে। তার পর আবার ফিরিয়ে আনা হয়েছে এসএসকেএম হাসপাতালে। তবে সারাক্ষণ পর্যবেক্ষণে রাখা হয়েছে এই নেতাকে। কঠিন পরিস্থিতিতে হাসপাতালে তাঁকে ভর্তির ব্যবস্থা করে দেওয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন তিনি।