বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > TMC MLA-MP: ‘‌হাতি চলে বাজার’‌…জবাব সুদীপের, ‘‌আমরা দলের সাদা হাতি নই’‌, ফের পাল্টা তাপস

TMC MLA-MP: ‘‌হাতি চলে বাজার’‌…জবাব সুদীপের, ‘‌আমরা দলের সাদা হাতি নই’‌, ফের পাল্টা তাপস

লোকসভায় মোদী–সুদীপ। ফাইল ছবি।

বিজেপি নেতা তমোঘ্ন ঘোষের বাড়িতে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের যাওয়া থেকে শুরু করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জহর কোট দেখে হ্যাংলামো করা নিয়ে বিস্তর অভিযোগ তুলেছেন তাপস রায়। আর তাপসের কটাক্ষকে গুরুত্ব না দিতে নিজেকে হাতির সঙ্গে তুলনা করেছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। 

তৃণমূল কংগ্রেস বিধায়ক তাপস রায়ের সঙ্গে দলের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক এখন তলানিতে গিয়ে ঠেকেছে। বিজেপি নেতা তমোঘ্ন ঘোষের বাড়িতে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের যাওয়া থেকে শুরু করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জহর কোট দেখে হ্যাংলামো করা নিয়ে বিস্তর অভিযোগ তুলেছেন তাপস রায়। আর তাপসের কটাক্ষকে গুরুত্ব না দিতে নিজেকে হাতির সঙ্গে তুলনা করেছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। জবাবে সুদীপকে ‘সাদা হাতি’ আখ্যা দিয়ে নিজেকে ‘গ্রে–হাউন্ড’ বলে পাল্টা তোপ দাগলেন তাপস।

ঠিক কী বলেছিলেন তাপস রায়?‌ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তাঁর অভিযোগ, ‘‌উত্তর কলকাতা বিজেপির সভাপতি হয়েছেন তমোঘ্ন ঘোষ। তাঁর ও তাঁর পিতার সঙ্গে নিবিড় সম্পর্ক রয়েছে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের। এই কথা সকলেরই জানা। এবার দুর্গাপুজোয় তমোঘ্ন ঘোষের বাড়িতে আমন্ত্রিত ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী এবং কল্যাণ চৌবে। প্রত্যেকেই দুর্গাপুজোর একদিন সেখানে গিয়েছিলেন।’‌

কী জবাব দিয়েছেন সুদীপ?‌ এক সংবাদমাধ্যম তাপসবাবুর কটাক্ষ নিয়ে প্রশ্ন করতেই সুদীপবাবু বলেন, ‘‌হাতি চলে বাজার... কী একটা কথা আছে না? নো কমেন্টস। অনেকে বলছেন আমি লুকিয়ে লুকিয়ে বিজেপি নেতাদের সঙ্গে দেখা করেছি। বিজেপির কোনও ছোট নেতার সঙ্গে আমার লুকিয়ে লুকিয়ে দেখা করার প্রয়োজন নেই। আমি যখন দিল্লিতে যাই, সর্বদলীয় বৈঠকে আমার সামনে নরেন্দ্র মোদী বসেন। মোদীর পাশে বসে সংসদ করি। আমি তৃণমূলের প্রতিনিধিত্ব করি। সংসদে প্রধানমন্ত্রীর সঙ্গে বসি। হাতি চলে বাজার, কুত্তা ভোকে হাজার।’‌ অর্থাৎ তিনি নিজেকে হাতির সঙ্গে তুলনা করলেন। আর তাপসবাবুকে রাস্তার কুকুরের সঙ্গে তুলনা করলেন।

পাল্টা কী বললেন তাপস রায়?‌ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে তাপস রায় বলেন, ‘আমরা মোদীর ভজনা করি না। আমিও পাঁচবারের বিধায়ক, দশবারের কাউন্সিলর। আমিও মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদধন্য। আমি কালিমালিপ্ত নই, আমি দুর্নীতিগ্রস্ত নই, আমি হেফাজতে থাকা লোক নই। আমরা দলের ডোবারম্যান, আমরা দলের গ্রে–হাউন্ড, গ্রে–ডেন। সতর্ক করি, শত্রু দেখলে তেড়ে যাই। কিন্তু আমরা সাদা হাতি নই। আমরা নরেন্দ্র মোদীজি, অমিত শাহজি, ওম বিড়লার কাছে গিয়ে শুঁড় নাচিয়ে ভজনা করি না। তিনি সংসদের ভিতরে বিজেপির বিরুদ্ধে নীরব কেন? কেন্দ্রীয় সরকার যখন দমনপীড়ন নীতি শুরু করেছে তখন এই আদিখ্যেতা কি মানায়?‌ ওঁকে কী মোদীর কোটের প্রশংসা করতে লোকসভায় পাঠানো হয়েছে?’‌‌

বন্ধ করুন