বাংলা নিউজ > বাংলার মুখ > উত্তরের চা বাগানেও টাকা ঢেলেছিলেন SSC কাণ্ডে অভিযুক্ত প্রসন্ন, এবার কী হবে?

উত্তরের চা বাগানেও টাকা ঢেলেছিলেন SSC কাণ্ডে অভিযুক্ত প্রসন্ন, এবার কী হবে?

সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছেন প্রসন্ন রায়।

সূত্রের খবর, গতবছর অক্টোবর মাসে ওই দুই চা বাগানের মালিকানার বড় অংশ প্রসন্নর ভাইয়ের নামে চলে যায়।তবে কি বিপদ আসন্ন বুঝেই এভাবে মালিকানার নাম বদলের চেষ্টা হয়েছিল?

এসএসসি কাণ্ডে ধৃত প্রসন্ন রায়। টালির চালের বাড়ি থেকে একেবারে রকেট গতিতে উত্থান এই প্রসন্ন রায়ের। সূত্রের খবর উত্তরবঙ্গের একাধিক চা বাগানেও এই প্রসন্ন রায়ের টাকা বিনিয়োগ করা হয়েছে। এদিকে প্রসন্নর গ্রেফতারির খবরে এখন চা বাগানের শ্রমিকদের একাংশের কপালেও চিন্তার ভাঁজ। চা শিল্পের সঙ্গে যুক্ত অনেকেরই দাবি, এসএসসি কাণ্ড নিয়ে তদন্তকারী সংস্থা যা করছে তাকে সর্বতোভাবে স্বাগত জানানো হচ্ছে। কিন্তু এর জেরে পুজোর মুখে চা শিল্পের উপর কি খারাপ প্রভাব পড়বে? তা নিয়েই চর্চা উত্তরের চা বলয়ে।

 তবে কনফেডারেশন অফ ইন্ডিয়ান স্মল টি গ্রোয়ার্স অ্যাসোসিয়েশনের সর্বভারতীয় সভাপতি বিজয়গোপাল চক্রবর্তী হিন্দুস্তান টাইমস বাংলাকে জানিয়েছেন, আমরা তদন্ত নিয়ে কোনও কথা বলতে চাই না। কিন্তু চা শিল্পের যাতে কোনও ক্ষতি না হয় সেটা দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি।

চা শিল্পের সঙ্গে যুক্ত একাধিক কর্তার দাবি, ২০১৯ সালে প্রসন্ন কুমার রায় মেটেলির দুটি চা বাগান কিনেছিলেন। সেখানে মোটামুটি পাওনাগণ্ডা ঠিকঠাকই মিটিয়ে দিতেন। প্রচুর শ্রমিক এই চা বাগানের সঙ্গে যুক্ত। সেক্ষেত্রে প্রশ্ন উঠছে অবৈধ পথে অর্জিত টাকা ঢালা হয়েছিল চা বাগানে। এমনটাই অভিযোগ উঠছে। সেক্ষেত্রে তার গ্রেফতারের পরে এই চা বাগানের কী হবে?

তবে সূত্রের খবর, গতবছর অক্টোবর মাসে ওই দুই চা বাগানের মালিকানার বড় অংশ প্রসন্নর ভাইয়ের নামে চলে যায়।তবে কি বিপদ আসন্ন বুঝেই এভাবে মালিকানার নাম বদলের চেষ্টা হয়েছিল? 

বন্ধ করুন