উত্তাল শ্রীলঙ্কা। সেদেশে সরকার বিরোধী জনরোষ শনিবার থেকে নতুন ছবি তুলে ধরেছে। ইতিমধ্যেই রাষ্ট্রপতি ভবন দখল করেছেন সাধারণ মানুষ। শোনা যাচ্ছে, দেশ ছেড়ে জাহাজে চড়ে পালিয়ে গিয়েছেন দেশের রাষ্ট্রপতি গোতবায়া রাজাপাকসে। আর শ্রীলঙ্কার রাষ্ট্রপতির সঙ্গে এবার নরেন্দ্র মোদীর তুলনা করলেন তৃণমূল বিধায়ক ইদ্রিস আলি।
শিয়ালদহ মেট্রো স্টেশনের উদ্বোধন নিয়ে নতুন করে সরগরম বাংলার রাজনীতি। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাথমিকভাবে আমন্ত্রণ জানানো হয়নি। উদ্বোধন করার কথা রয়েছে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির। এরই মাঝে শ্রীলঙ্কার পরিস্থিতির প্রসঙ্গ তুলে নরেন্দ্র মোদীর তুলনা টেনে ক্ষোভে ফেটে পড়েন ইদ্রিস আলি। ইদ্রিস বলেন, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতবায়া রাজাপাকসের মতো দশা হবে নরেন্দ্র মোদীর। তিনি একধাপ এগিয়ে বলেন, শিয়ালদহ মেট্রোর পরিকল্পনা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে না ডাকাটা চূড়ান্ত অসৌজন্যমূলক ঘটনা। তিনি আরও বলেন, যে রাজ্যসরকারের কোনও প্রতিনিধিকে আমন্ত্রণ না করাটাও চরম অভদ্রতা। উল্লেখ্য, উদ্বোধন ঘিরে বিতর্ক চরমে উঠতেই উদ্বোধনের একদিন আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হয়। 'এত লজ্জিত কোনওদিন হইনি', পুলিশ কর্তাকে ডেকে কাদের কাছে ক্ষমা চাইলেন হিমন্ত?
প্রসঙ্গত, বিতর্কে প্রলেপ দিতে উদ্যোগ নিয়েছে মেট্রো রেল। ইস্ট ওয়েস্ট মেট্রোর উদ্বোধনে রবিবার মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হয়। যদিও সোমবারই উত্তরবঙ্গ সফরে মমতা বন্দ্যোপাধ্যায়ের যাওয়ার কথা রয়েছে। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাথমিকভাবে নিমন্ত্রণ না করা নিয়ে ক্ষোভে ফেটে পড়েন মেয়র ফিরহাদ হাকিমও। প্রসঙ্গত, শেষ মুহূর্তের আমন্ত্রণে বাংলার মুখ্যমন্ত্রী সহ রাজ্য সরকারের প্রতিনিধিরা কোন পদক্ষেপ করেন সেদিকে তাকিয়ে রাজ্য রাজনীতি।