১৪ এপ্রিল অবধি চলবে লকডাউন করোনাভাইরাসের প্রকোপের জেরে। সেই কারণে পিছিয়ে গেল জনগণনা ও জাতীয় জনসংখ্যা রেজিস্টার আপডেটের কাজ। এদিন স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে এই কথা জানানো হয়েছে।
পয়লা এপ্রিল থেকে শুরু হওয়ার কথা ছিল সেনসাস ও এনপিআর-এর কাজ। এনপিআরে অতিরিক্ত প্রশ্ন সংযোজন হওয়া নিয়ে শুরু হয়েছিল বিতর্ক। এনপিআর আসলে এনআরসি ব্যাকডোর দিয়ে নিয়ে আসার একটা অছিলা, এমনই অভিযোগ করেছিলেন বিরোধীরা। যদিও সেই কথা উড়িয়ে দিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তবুও পশ্চিমবঙ্গ সহ অধিকাংশ বিরোধী শাসিত রাজ্য এনপিআর করতে দেবে না বলে সাফ জানিয়েছিল। যদিও তাতে পিছু হটেনি কেন্দ্র। পয়লা এপ্রিল থেকে শুরু হওয়ার কথা ছিল কাজ।কিন্তু করোনার জেরে এখন সব পরিকল্পনাই বানচাল। আপাতত জনগণনা ও এনপিআর হবে না।
সেপ্টেম্বরের শেষ অবধি হওয়ার কথা ছিল এই দুই দেশব্যাপী প্রকল্প। করোনার প্রকোপ কমলেই তবে ফের সরকার বিচার বিবেচনা করে দেখবে কবে শুরু হবে সেনসাস ও এনপিআর। তাই আপাতত নতুন তারিখ জানানো হচ্ছে না সেনসাস ও এনপিআর-এর কাজ শুরুর।