বাংলা নিউজ > কর্মখালি > CBSE Class 10th, 12th Results 2022: 'শীঘ্রই রেজাল্ট', বার্তা 'DigiLocker'-এ
কবে প্রকাশিত হবে সিবিএসই দশম এবং দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার ফলাফল? তা নিয়ে সরকারিভাবে এখনও কিছু জানানো হয়নি। তবে যত সময় পার হচ্ছে, তত জল্পনা বাড়ছে। সম্প্রতি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানিয়েছেন, রেজাল্ট প্রকাশের ক্ষেত্রে কোনওরকম বিলম্ব হবে না। সঠিক সময় রেজাল্ট প্রকাশিত হবে।
CBSE Class 10th, 12th Results 2022 Updates:
- 'DigiLocker'-এ একটি মেসেজে বলা হয়েছে, শীঘ্রই রেজাল্ট প্রকাশিত হবে।
- কীভাবে ওয়েবসাইটে সিবিএসই দশম শ্রেণির বোর্ড পরীক্ষার ফলাফল দেখতে পারবেন?
১) অফিসিয়াল ওয়েবসাইট cbse.gov.in এবং cbseresults.nic.in-তে যেতে হবে।
২) হোমপেজে ‘CBSE Class 10th Result’ লিঙ্কে ক্লিক করতে হবে।
৩) রোল নম্বর, স্কুলের কোড এবং জন্মতারিখ দিতে হবে।
৪) স্ক্রিনে সিবিএসই দশম শ্রেণির বোর্ড পরীক্ষার রেজাল্ট দেখাবে।
- CBSE Class 12th Results 2022: ২৬ এপ্রিল থেকে শুরু হয়েছিল সিবিএসইয়ের দ্বাদশ শ্রেণির দ্বিতীয় টার্মের পরীক্ষা। ১৫ জুন পরীক্ষা শেষ হয়েছে।
- CBSE Class X Results 2022: এবার মোট ২১,১৬,২০৯ জন পরীক্ষা দিয়েছিল। ছাত্রের সংখ্যা ছিল ৮,৯৪,৯৯৩। ১২,২১,১৯৫ জন ছাত্রী পরীক্ষা দিয়েছিল।
- গত ২৬ এপ্রিল থেকে দশম শ্রেণির দ্বিতীয় টার্মের পরীক্ষা শুরু হয়েছিল। চলেছে ২৪ মে পর্যন্ত।
- কবে প্রকাশিত হবে সিবিএসই দশম এবং দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার ফলাফল? তা নিয়ে সরকারিভাবে এখনও কিছু জানানো হয়নি। তবে যত সময় পার হচ্ছে, তত জল্পনা বাড়ছে। সম্প্রতি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানিয়েছেন, রেজাল্ট প্রকাশের ক্ষেত্রে কোনওরকম বিলম্ব হবে না। সঠিক সময় রেজাল্ট প্রকাশিত হবে।
কর্মখালি খবর