চূড়ান্ত সেমেস্টার বা বর্ষের পরীক্ষা বাতিলের মামলায় কোনও অন্তবর্তীকালীন রায় দিল না সুপ্রিম কোর্ট। আগামী ১০ অগস্ট মামলাটির ফের শুনানি হবে। তার আগে ৭ অগস্টের মধ্যে সবপক্ষকে হলফনামা জমা দিয়ে নিজেদের যাবতীয় দাবি জানানোর প্রক্রিয়া শেষ করার নির্দেশ দিল শীর্ষ আদালত।
আরও পড়ুন : CAT 2020- অনলাইন রেজিস্ট্রেশন শুরু ৫ অগস্ট থেকে
গত ৬ জুলাই বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) বাধ্যতামূলকভাবে চূড়ান্ত সেমেস্টার বা বর্ষের পরীক্ষা নেওয়ার যে নির্দেশিকা জারি করেছিল, তা পড়ুয়াদের স্বার্থে খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল করেছেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৩১ জন ছাত্রছাত্রী।
আরও পড়ুন : UPSC CMS 2020 পরীক্ষার অনলাইন আবেদন শুরু, ৫৫৯টি শূন্যপদে নিয়োগ
সেই মামলার শুনানিতে যশ দুবে নামে এক আবেদনকারীর আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি জানান, দেশে করোনা আক্রান্তের সংখ্যা ১৬ লাখের গণ্ডি ছাড়িয়ে গিয়েছে। তারপরও বুদ্ধি প্রয়োগ করা না করে ইউজিসি নির্দেশিকা জারি করেছে। কয়েকটি বিশ্ববিদ্যালয়ের অনলাইন পরীক্ষা নেওয়ার মতো পরিকাঠামো নেই বলে দাবি করে সিঙ্ঘভি বলেন, 'ফাইনাল টার্মের পরীক্ষা বাতিলে স্বর্গ ভেঙে পড়বে না।'
আরও পড়ুন : কারা প্রথম করোনার টিকা পাবেন, ভাবনাচিন্তা করছে কেন্দ্র
করোনাভাইরাস মহামারীর মধ্যে পরীক্ষা আয়োজন করা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে নিজেদের অবস্থান স্পষ্ট করার নির্দেশ দিয়েছে বিচারপতি অশোক ভূষণের নেতৃত্বাধীন বেঞ্চ। প্রত্যুত্তরে সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, 'আমরা করব। সোমবারের মধ্যে। কেউ যেন মনে না করে, তাঁরা প্রস্তুতি নিতে পারছেন না। পড়ুয়াদের উচিত, পরীক্ষার প্রস্তুতি নেওয়া।'
এদিকে পড়ুয়াদের তরফে আইনজীবী অলোক আলাখ শ্রীবাস্তব জানান, বিহার এবং অসমের বন্যা কবলিত এলাকায় অনেক পড়ুয়া আটকে আছেন। তাঁদের স্বার্থে শীর্ষ আদালতকে অন্তবর্তীকালীন রায় দেওয়ার আর্জি জানান শ্রীবাস্তব। যদিও শীর্ষ আদালতের ডিভিশনের বেঞ্চ বলে, ‘আমরা এখন কোনও অন্তবর্তীকালীন রায় দেব না।’