উচ্চমাধ্যমিকের মনোবিজ্ঞান বা সাইকোলজি পরীক্ষার প্রশ্ন একেবারে সহজ হয়েছে। এবার যা প্রশ্ন হয়েছে, তাতে পরীক্ষার্থীরা ভালো নম্বর পাবেন বলে মনে করছেন কৃষ্ণনগর অ্যাকাডেমির শিক্ষক তথা মনোবিদ রায়া দেব সরকার। ‘হিন্দুস্তান টাইমস বাংলা’-কে তিনি জানিয়েছেন, কয়েকটি এমসিকিউ বাদ দিয়ে বাকি প্রশ্নপত্র একেবারে সহজ হয়েছে। ওই এমসিকিউগুলি বাকি প্রশ্নের মতো একেবারে সোজা হয়নি। কিছুটা বুদ্ধি খাটিয়ে উত্তর দিতে হবে। বাকি প্রশ্নগুলি একদম সহজ হয়েছে। পড়ুয়ারাও পরীক্ষা দিয়ে অত্যন্ত খুশি বলে জানিয়েছেন কৃষ্ণনগর অ্যাকাডেমির শিক্ষক। তাঁর মতে, এবার উচ্চমাধ্যমিকের মনোবিজ্ঞান বা সাইকোলজি পরীক্ষায় ভালো নম্বরই উঠবে।
কৃষ্ণনগর অ্যাকাডেমির শিক্ষকের কথায়, ‘কয়েকটি এমসিকিউ একটু ঘোরানো ছিল। তাছাড়া এসএকিউ বা বড় প্রশ্নগুলি বেশ সহজ এসেছে। যেমন অনুমান করা হয়েছিল, সেরকমই প্রশ্ন এসেছে। অর্থাৎ ২০২৩ সালের উচ্চমাধ্যমিকের প্রশ্নের ভিত্তিতে এবার যে যে প্রশ্নগুলি আসবে বলে অনুমান করা হয়েছিল, সেরকমই প্রশ্ন করা হয়েছে। ফলে পরীক্ষার্থীরা গুছিয়ে ভালো করেই সব প্রশ্নের উত্তর দিতে পারবে।’
তিনি জানিয়েছেন, পরীক্ষার পরে পড়ুয়াদের সঙ্গেও কথা হয়েছে। তাঁরা পরীক্ষা দিয়ে খুব খুশি বলে জানিয়েছেন কৃষ্ণনগর অ্যাকাডেমির শিক্ষক। একইসুরে কলকাতার একটি স্কুলের পড়ুয়া জানিয়েছেন, যা পরীক্ষা দিয়েছেন, তাতে ৭০ নম্বরের মধ্যে ৬০ নম্বর পেয়ে যাবেন বলে আশা করছেন।
উচ্চমাধ্যমিকের বিভিন্ন বিষয়ের প্রশ্নের রিভিউ
১) উচ্চমাধ্যমিকের বাংলার প্রশ্নপত্র কেমন হয়েছে? রিভিউ পড়তে ক্লিক করুন এখানে
২) উচ্চমাধ্যমিকের ইংরেজির প্রশ্নপত্র কেমন হয়েছিল? রিভিউ পড়তে ক্লিক করুন এখানে
৩) উচ্চমাধ্যমিকের অর্থনীতির প্রশ্নপত্র কেমন হয়েছে? রিভিউ পড়তে ক্লিক করুন এখানে
৪) উচ্চমাধ্যমিকের পদার্থবিদ্যার প্রশ্নপত্র কেমন হয়েছে? রিভিউ পড়তে ক্লিক করুন এখানে
৫) উচ্চমাধ্যমিকের কম্পিউটার অ্যাপ্লিকেশনের প্রশ্নপত্র কেমন হয়েছে? রিভিউ পড়তে ক্লিক করুন এখানে
৬) উচ্চমাধ্যমিকের দর্শনের প্রশ্নপত্র কেমন হয়েছে? রিভিউ পড়তে ক্লিক করুন এখানে
৭) উচ্চমাধ্যমিকের এডুকেশনের প্রশ্নপত্র কেমন হয়েছে? রিভিউ পড়তে ক্লিক করুন এখানে
৮) উচ্চমাধ্যমিকের রসায়নের প্রশ্নপত্র কেমন হয়েছে? রিভিউ পড়তে ক্লিক করুন এখানে
৯) উচ্চমাধ্যমিকের সাংবাদিকতা ও গণজ্ঞাপনের প্রশ্নপত্র কেমন হয়েছে? রিভিউ পড়তে ক্লিক করুন এখানে
১০) উচ্চমাধ্যমিকের ইতিহাসের প্রশ্নপত্র কেমন হয়েছে? রিভিউ পড়তে ক্লিক করুন এখানে
১১) উচ্চমাধ্যমিকের অঙ্কের প্রশ্নপত্র কেমন হয়েছে? রিভিউ পড়তে ক্লিক করুন এখানে