দেশের বাইরেও এবার আইআইটি অর্থাৎ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি। সোমবার মাদ্রাজের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) জানজিবারে প্রথম আন্তর্জাতিক ক্যাম্পাস উদ্বোধন করল। তাঞ্জানিয়ার জানজিবারের ক্যাম্পাসে ৫০ শতাংশ শিক্ষার্থীই ভারতীয়। আইআইটি-এম পরিচালক ভি কামাকোটি এই ক্যাম্পাস উদ্বোধনে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন।
(আরও পড়ুন: X, Meta-কে তুলোধোনা কেন্দ্রের ! ডিপফেক কাণ্ডে কড়া বার্তা মন্ত্রী রাজীবের)
ভালতের বাইরে এই প্রথম কোনও আইআইটি ক্যাম্পাস তাদের শাখা উদ্বোধন করল। জানজিবারের ক্যাম্পাস সেই দিক থেক ইতিহাস গড়ল। সোমবার জাঞ্জিবারের প্রেসিডেন্ট হুসেন আলি মউইনি ওই ক্যাম্পাসের উদ্বোধন করেন। উদ্বোধনে অনুষ্ঠানে সরাসরি থাকতে না পারলেও ভার্চুয়ালি যোগ দিয়েছিলেন আইআইটি-এম ডিরেক্টর ভি কামাকোটি।
উদ্বোধনের পর ভি কামাকোটি বলেন, ‘এটি একটি ঐতিহাসিক মুহূর্ত। কারণ প্রথমবারের মতো বিদেশে আইআইটি ক্যাম্পাস খোলা হচ্ছে। যৌথ ডিগ্রি প্রোগ্রাম, ফ্যাকাল্টি এক্সচেঞ্জ, স্টুডেন্ট এক্সচেঞ্জ এবং যৌথ রিসার্চ প্রোগ্রামের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক ইনস্টিটিউটের সঙ্গে এবার যোগাযোগ আরও দৃঢ় হবে। বিদেশের ক্যাম্পাস আইআইটি ব্যবস্থায় অনেক বেশি বৈচিত্র্যময় সংস্কৃতি নিয়ে আসবে বলেই মত আইআইটি-এম ডিরেক্টরের।
(আরও পড়ুন: কেউ নাগাল পাবে না আপনার আধার কার্ডের! জেনে নিন কীভাবে সব তথ্য সুরক্ষিত রাখবেন)
কামাকোটি এই দিন জানান, ক্যাম্পাসটি ইতিমধ্যে কমবেশি ৫০ জন শিক্ষার্থী নিয়ে প্রথম সেমিস্টারের ব্যাচ শুরু করে দিয়েছে। এই শিক্ষার্থীদের অর্ধেক ভারতীয়। বাকি অর্ধেক জানজিবার, তানজানিয়ার মূল ভূখণ্ড ও নেপালের ছাত্রদের নিয়ে গঠিত। ‘ভর্তি হওয়া পড়ুয়াদের ৪০ শতাংশই মেয়ে, এই কথাও এই দিন বলেন ডাইরেক্টর ভি কামাকোটি।
বর্তমানে জানজিবারের আইআইটি ক্যাম্পাসে ডেটা সায়েন্স এবং কৃত্রিম বুদ্ধিমত্তায় চার বছরের ব্যাচেলর অফ সায়েন্স ওই একাই বিষয়গুলিতে দুই বছরের মাস্টার অফ টেকনোলজি প্রোগ্রামের সুবিধা রয়েছে।
প্রসঙ্গত, চলতি বছরের জুলাই মাসে, কেন্দ্রীয় সরকার একটি মৌ চুক্তি স্বাক্ষর করে। মৌ স্বাক্ষরিত হওয়ার পরে তাঞ্জানিয়ার দ্বীপ শহর জানজিবারে আইআইটি ক্যাম্পাস প্রতিষ্ঠার কথা ঘোষণা করা হয়। আইআইটি-মাদ্রাজ ওই ক্যাম্পাসটি প্রতিষ্ঠা করবে বলে জানানো হয়। ওই প্রতিষ্ঠানে ভর্তির প্রবেশিকা পরীক্ষাও আইআইটি-মাদ্রাজই পরিচালনা করবে বলে জানা যায়। পরীক্ষার পর সাক্ষাৎকারের ভিত্তিতে শিক্ষার্থীদের ভর্তি নেওয়া হবে বলে জানানো হয়েছে। ব্যাচেলর কোর্সের ফি হবে প্রতি বছর ১২ হাজার আমেরিকান ডলার। অন্যদিকে, মাস্টার্স কোর্সের ফি প্রতি বছর চার হাজার ডলার। আইআইটি-মাদ্রাজ থেকেই অধ্যাপক নিয়োগ করা হয়েছে ওই ক্যাম্পাসে।