বাংলা নিউজ > কর্মখালি > NEET: মেডিক্যাল কলেজে MBBS আর PG-এর আসন আর খালি থাকবে না! সরকার নয়া পদক্ষেপের পথে

NEET: মেডিক্যাল কলেজে MBBS আর PG-এর আসন আর খালি থাকবে না! সরকার নয়া পদক্ষেপের পথে

নিট পরীক্ষায় খালি আসন নিয়ে কেন্দ্র নয়া ভাবনাচিন্তায়। (ছবিটি প্রতীকী, সৌজন্যে হিন্দুস্তান টাইমস)

দেখা যাচ্ছে পিজিতে বেশ কিছু আসন খালি থেকে যায়, কারণ সেই ক্ষেত্রে আবেদন থাকে না। আবার দেখা যাচ্ছে ম্যানেজমেন্ট কোটায় সবচেয়ে বেশি আসন খালি থাকে। প্রসঙ্গত দেশে ৯১ হাজার এমবিবিএস আসন খালি আর ৪২ হাজার পিজির আসন খালি রয়েছে।

সদ্যই মেডিক্যালের আসন খালি থাকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে শীর্ষ আদালত। এরপরই নড়েচড়ে বসেছে সরকার। জানা গিয়েছে, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক এবার এমন এক নীতি গ্রহণ করছে, যার দ্বারা ভর্তির শেষ তারিখ পর্যন্ত আসন খালি থাকার সম্ভাবনা কমে যাবে।

সদ্য, পিজিতে ১৪৫৬ টি আসন খালি থাকা নিয়ে উদ্বেগ প্রকাশ করে সুপ্রিম কোর্ট। একদিকে পিজির আসনের কমতি অন্যদিকে, বড় অংশের সিট খালি থাকা নিয়ে উদ্বেগ অনেককেই গ্রাস করছে। এদিকে, এমবিবিএস অলইন্ডিয়া-এর আসনেও ৩২৩ টি আসন খালি রয়েছে। এছাড়াও ম্যানেজমেন্ট কোটাতেও প্রায় ৩ হাজার এমবিবিএস সিট খালি রয়েছে। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার একাধিক ভাবনা চিন্তা শুরু করে দিয়েছে। 'সোজা রথ'-এর পর 'উল্টো রথ' কবে? পূণ্য তিথির সময়সূচি একনজরে

উল্লেখ্য, দেখা যাচ্ছে পিজিতে বেশ কিছু আসন খালি থেকে যায়, কারণ সেই ক্ষেত্রে আবেদন থাকে না। আবার দেখা যাচ্ছে ম্যানেজমেন্ট কোটায় সবচেয়ে বেশি আসন খালি থাকে। প্রসঙ্গত দেশে ৯১ হাজার এমবিবিএস আসন খালি আর ৪২ হাজার পিজির আসন খালি রয়েছে। এবছর পিজির খালি সিটগুলিতে ৯৩০ টি সুপার স্পেশ্যালিটি কোর্সের ছিল। যার মোট সংখ্যা ৭৭৪৮। এই আসনগুলিতে ভর্তির প্রক্রিয়া চলছে।

 

বন্ধ করুন