বাংলা নিউজ > কর্মখালি > NEET UG 2022 Admit Card: অ্যাডমিট কার্ড কবে? পরীক্ষার দিন পরা যাবে না এরকম পোশাক

NEET UG 2022 Admit Card: অ্যাডমিট কার্ড কবে? পরীক্ষার দিন পরা যাবে না এরকম পোশাক

NEET UG 2022 Admit Card: শীঘ্রই প্রকাশিত হতে পারে সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকার অ্যাডমিট কার্ড। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএনআই)

NEET UG 2022 Admit Card: আগামী ১৭ জুলাই দুপুর দুটো থেকে সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা পরীক্ষা শুরু হবে। দেশের ৫৪৬ টি কেন্দ্রে হবে পরীক্ষা। ভারতের বাইরেও ১৪ টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে।

শীঘ্রই প্রকাশিত হতে পারে সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকার অ্যাডমিট কার্ড (NEET UG 2022 Admit Card)। যে পরীক্ষা আগামী ১৭ জুলাই দুপুর দুটো থেকে শুরু হবে বলে জানানো হয়েছে। 

দেশের ৫৪৬ টি কেন্দ্রে নিট সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা পরীক্ষা নিতে চলেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। ভারতের বাইরেও ১৪ টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে। কোন প্রার্থীর পরীক্ষা কোথায় পড়েছে, কখন পরীক্ষাকেন্দ্রে পড়েছে, তা অ্যাডমিট কার্ডে উল্লেখ করা থাকবে। যখন অ্যাডমিট কার্ড প্রকাশিত হবে, তখন ন্যাশনাল টেস্টিং এজেন্সির (এনটিএ) অফিসিয়াল ওয়েবসাইট neet.nta.nic.in থেকে  ডাউনলোড করা যাবে।

আরও পড়ুন: NEET: মেডিক্যাল কলেজে MBBS আর PG-এর আসন আর খালি থাকবে না! সরকার নয়া পদক্ষেপের পথে

নিট পরীক্ষার্থীদের মেনে চলতে পোশাকবিধি 

সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা দিতে পরীক্ষার্থীদের পোশাকবিধি বা ড্রেসকোড মেনে চলতে হবে। প্রচুর কাজ করা বা ফুলহাতা পোশাক পরা যাবে না। পরা যাবে না বড় বোতাম থাকা পোশাক এবং মোটা সুখতলার জুতো। পরীক্ষার্থীদের হালকা রঙ এবং সাধারণ জামা পরে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। তবে কোনও পরীক্ষার্থী ধর্মীয় কারণে কোনও পোশাক পরলে তাঁদের আগেভাগে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে যেতে হবে।

আরও পড়ুন: NEET UG 2022: CUET-র সঙ্গে 'ধাক্কা' NEET UG-র, পরীক্ষা স্থগিতের দাবি সম্ভাব্য MBBS প্রার্থীদের

এবার নিট (NEET UG) পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবি তুলেছিলেন প্রার্থীদের একাংশ। তাঁদের বক্তব্য, গত মার্চে নিটের (NEET-UG 2021) কাউন্সেলিং পর্ব শেষ হয়েছে। এবারের পরীক্ষা ১৭ জুলাই হতে চলেছে। জুলাইয়ের ওই সময় একাধিক প্রতিযোগিতামূলক পরীক্ষা আছে। পড়ুয়াদের আর্জিতে বলা হয়েছিল, 'মাত্র তিন মাসে কীভাবে এত বড় পাঠ্যক্রম আমরা শেষ করব? সেইসঙ্গে ওই সময় বোর্ড পরীক্ষা, CUET, সর্বভারতীয় জয়েন্টের (জেইই মেন) মতো পরীক্ষা আছে। একটার পর একটা এরকম গুরুত্বপূর্ণ সব পরীক্ষা থাকার ফলে পড়ুয়াদের কী মারাত্মক পর্যায়ের মানসিক চাপের মধ্যে দিয়ে যেতে হচ্ছে, সেটা একবার ভেবে দেখুন। এটা কি ঠিক হচ্ছে?'

বন্ধ করুন