আনুষ্ঠানিকভাবে প্রাথমিক টেটের ফলাফল প্রকাশিত হল। তবে এখনই ওয়েবসাইটে ফলাফল জানা যাবে না। সেজন্য আরও ঘণ্টাদুয়েক অপেক্ষা করতে হবে প্রার্থীদের। শুক্রবার সাংবাদিক বৈঠকে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে, আজ দুপুর তিনটে থেকে অনলাইনে ফলাফল দেখা যাবে। পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট www.wbbpe.org বা wbbprimaryeducation.org থেকে রেজাল্ট জানতে পারবেন প্রার্থীরা।
কীভাবে অনলাইনে প্রাথমিক টেটের ফলাফল দেখা যাবে?
১) পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট www.wbbpe.org বা wbbprimaryeducation.org-তে যেতে হবে।
২) হোমপেজে ‘Primary TET 2022 Results’-র লিঙ্ক থাকবে। তাতে ক্লিক করতে হবে।
৩) প্রাথমিক টেটের অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। স্ক্রিনে আপনার রেজাল্ট দেখাবে।
অনলাইনে রেজাল্টের সঙ্গে কোন কোন তথ্য থাকবে?
পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল জানিয়েছেন, অনলাইনে রেজাল্টের সঙ্গে প্রার্থীদের নাম, টেটের রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, মিডিয়াম (বাংলা নাকি ইংরেজি), ক্যাটেগরি, সাব-ক্যাটেগরি, কোশ্চেন বুকলেট নম্বর, কোশ্চেন বুকলেট সিরিজ, ওএমআর বারকোড নম্বরের মতো যাবতীয় তথ্য দেওয়া থাকবে।
প্রাথমিক টেট ২০২২
লাগামছাড়া নিয়োগ দুর্নীতির মধ্যে ২০২২ সালের ১১ ডিসেম্বর প্রাথমিক টেট হয়েছিল। প্রায় ৬ লাখ ২০ হাজার জন পরীক্ষা দিয়েছিলেন। পরীক্ষার জন্য ব্যাপক কড়া নজরদারি চালানো হয়েছিল। তারপর জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে 'প্রভিশনাল অ্যানসার কি' প্রকাশিত হয়েছিল। চ্যালেঞ্জ-পর্ব মিটে যাওয়ার পর বৃহস্পতিবার সন্ধ্যার দিকে চূড়ান্ত উত্তরপত্র বা 'চূড়ান্ত অ্যানসার কি' প্রকাশিত হয়। অবশেষে আজ ফলাফল প্রকাশিত হয়েছে। আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশিত হলেও নিজেদের প্রাপ্ত নম্বর দেখার জন্য সকলেই অপেক্ষা করছেন।
উল্লেখ্য, প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে যে এবার প্রাথমিক টেট চার নম্বর ‘ফ্রি’ মিলবে। কারণ চারটি প্রশ্নের ক্ষেত্রে ছাপার কিছু ভুল ছিল। সেজন্য ওই চারটি প্রশ্নের জন্য সকলকে পুরো নম্বর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে পর্ষদের তরফে জানানো হয়েছে।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)