বাংলা নিউজ > কর্মখালি > Professor of Practice: পেশাদাররাই পড়াবেন কলেজে, নিয়োগের নির্দেশ UGC-র

Professor of Practice: পেশাদাররাই পড়াবেন কলেজে, নিয়োগের নির্দেশ UGC-র

ছবিটি প্রতীকী, সৌজন্য হিন্দুস্তান টাইমস (HT Photo)

Professor of Practice: বিভিন্ন বিষয়ের পেশাদার এবং শিল্প ক্ষেত্রের সঙ্গে জড়িত অভিজ্ঞ বিশেষজ্ঞদের এই পদে নিয়োগ করা হবে। এর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ শুরু করতে বলা হয়েছে। এর মাধ্যমে পড়ুয়ারা শুধু পুঁথিগত শিক্ষা নয়, বাস্তব জীবনে চাকরি ক্ষেত্রে ছবিটা কেমন, তার আন্দাজ পাবেন।

দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিকে নিজ নিজ প্রতিষ্ঠানে 'অনুশীলনমূলক অধ্যাপক'('Professor of Practice') নিয়োগের ব্যবস্থা করার নির্দেশ দিল ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন (UGC)। বিভিন্ন বিষয়ের পেশাদার এবং শিল্প ক্ষেত্রের সঙ্গে জড়িত অভিজ্ঞ বিশেষজ্ঞদের এই পদে নিয়োগ করা হবে।সোমবার এর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ শুরু করতে বলা হয়েছে। এর মাধ্যমে পড়ুয়ারা শুধু পুঁথিগত শিক্ষা নয়, বাস্তব জীবনে চাকরি ক্ষেত্রে ছবিটা কেমন, তার আন্দাজ পাবেন।

গত অগস্টেই বিশ্ববিদ্যালয় এবং কলেজে 'প্রফেসর অফ প্র্যাকটিস' নিয়োগের জন্য খসড়া নির্দেশিকা অনুমোদন পেয়েছিল। নির্দেশিকা অনুসারে, এই জাতীয় অধ্যাপক হিসাবে নিয়োগের ক্ষেত্রে পেশায় জড়িত অভিজ্ঞদের বেছে নেওয়া হবে। ইঞ্জিনিয়ারিং, বিজ্ঞান, প্রযুক্তি, বাণিজ্য, সামাজিক বিজ্ঞান, সাংবাদিকতা, সাহিত্য, চারুকলা, সিভিল সার্ভিস, সশস্ত্র বাহিনী, আইনজীবী এবং জনপ্রশাসনের মতো বিভিন্ন ক্ষেত্র থেকে সংশ্লিষ্ট বিষয়ের জন্য প্রফেসর নিয়োগ করা হবে। আরও পড়ুন: QS Ranking- এশিয়ার সেরা একশোর তালিকায় ভারতের ৭টি প্রতিষ্ঠান, CU, JU কত নম্বরে?

অর্থাত্, ধরুন কোনও পেশাদার সাংবাদিক হবেন জার্নালিজম অনার্সের প্রফেসর অফ প্র্যাকটিস। একইভাবে, কোনও অভিজ্ঞ আইটি কর্মী ইঞ্জিনিয়ারিং কলেজে প্রোগ্রামিং শেখাতে পারবেন। সাহিত্য পড়াতে পারবেন কোনও পেশাদার সাহিত্যিক। এই পদে আবেদনের জন্য কমপক্ষে ১৫ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।

এর ফলে ছাত্র-ছাত্রীদেরও তাদের বিষয়ের সম্পর্কে আগ্রহ বাড়বে। বইয়ের বাইরে, বাস্তব চাকরিক্ষেত্রের আঁচ পাবেন তাঁরা। 

সমস্ত বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এবং সমস্ত কলেজের অধ্যক্ষদের উদ্দেশে একটি চিঠি পাঠিয়েছে ইউজিসি। তাতে বলা হয়েছে, 'জাতীয় শিক্ষা নীতি ২০২০'-র সুপারিশ এটি। শিক্ষা নীতিতে বলা হয়েছে উচ্চ শিক্ষায় সামগ্রিক প্রশিক্ষণ প্রদান করা হবে। প্রতিষ্ঠানগুলি সেই লক্ষ্য পূরণে শিক্ষার বাস্তব প্রয়োগে অভিজ্ঞ পেশাদার/শিল্প বিশেষজ্ঞদের নিয়োগ করতে পারে। তার জন্যই UGC 'অনুশীলনগত অধ্যাপক' নামের এই নতুন পদ তৈরি করেছে।

ইতিমধ্যে প্র্যাকটিস প্রফেসরের নিয়োগ পদ্ধতির জন্য নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। "

ইউজিসি চেয়ারপার্সন এম জগদেশ কুমার বলেন, এর ফলে শিল্প এবং অন্যান্য পেশার মানুষরা বাস্তব অভিজ্ঞতা তুলে ধরতে পারবেন ছাত্রদের সামনে। তাঁদের জন্য পরামর্শদাতা হয়ে উঠতে পারবেন এই বিশেষজ্ঞ অধ্যাপকরা। ইউজিসি এর জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কাজ করছে। আরও পড়ুন: PhD করতে-করতে মহিলা গবেষকদের দূরে বিয়ে হয়ে কী হবে? নয়া নিয়ম UGC-র

নির্দেশিকা অনুযায়ী, এই পরিষেবার সর্বোচ্চ সময়কাল হবে ৩ বছর। তবে ব্যাতিক্রমী ক্ষেত্রে এমন বিশেষজ্ঞ অধ্যাপকদের মেয়াদ আরও ১ বছর বাড়ানো যাবে। অর্থাত্ চুক্তিভিত্তিক হিসাবে তাঁদের সাময়িক নিয়োগ করা হবে। কোনও প্রতিষ্ঠানের মোট অধ্যাপকদের সংখ্যার সর্বোচ্চ ১০% পর্যন্ত এমন প্রফেসর অফ প্র্যাকটিস নিয়োগ করা যাবে।

বন্ধ করুন