শুভব্রত মুখার্জি:- ২০০৭ সালেই প্রথমবার বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসির তরফে আয়োজন করা হয়েছিলো টি-২০ ফর্ম্যাটের বিশ্বকাপ। প্রথমবার বিশ্বকাপের শিরোপা জিতেছিল ভারতীয় দল। ফাইনালে তারা হারিয়ে দিয়েছিল পাকিস্তান দলকে। ভারতের এই জয়ের অন্যতম নায়ক ছিলেন মিডিয়াম পেসার যোগিন্দর শর্মা। শেষ ওভারে মিসবাহ উল হককে আউট করে কোটি কোটি ভারতবাসীর স্বপ্ন সফল করেছিলেন তিনি। তৎকালীন সেই স্বপ্নের নায়কের বিরুদ্ধে উঠেছে গুরুতর অভিযোগ। হরিয়ানার হিসারে এক আত্মহত্যার ঘটনা ঘটেছে। এই আত্মহত্যার ঘটনায় হরিয়ানা পুলিশের তরফে একটি কেস দায়ের করা হয়েছে। যাতে নাম রয়েছে যোগিন্দর শর্মা-সহ মোট ৬ জনের।
২০২৪ সাল পড়ার পরপরেই ঘটে এক ভয়াবহ ঘটনা। হরিয়ানার হিসারে ১ জানুয়ারি রাতেই ঘটেছে এক আত্মহত্যার ঘটনা। যেখানে এক ব্যক্তি নিজের ঘরের সিলিং ফ্যান থেকে ঝুলে আত্মহত্যা করেছেন। জমি সংক্রান্ত বিবাদের জেরে অত্যাধিক মানসিক চাপে পড়েছিলেন ওই ব্যক্তি। ফলে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন ওই ব্যক্তি বলে খবর পুলিশ সূত্রে। ২৭ বছর বয়সী পবন হিসার ডেবরা গ্রামের বাসিন্দা। তাঁর দেহ পোস্ট মর্টেমের জন্য পাঠানো হয়। বুধবারেই তাঁর পোস্ট মর্টেম করা হয়েছে। তাঁর পরিবার যদিও তাঁর দেহ নিতে অস্বীকার করেছে।
পরিবারের তরফে দাবি করা হয়েছে অভিযুক্তদের গ্রেফতার করার। তফসিলি জাতি, তপসিলি উপজাতি আইন প্রয়োগ করে গ্রেফতার করার দাবি করা হয়েছে। পবনের মা সুনিতার তরফে অভিযোগ করা হয়েছে। ভারতীয় দন্ডবিধি ৩০৬ ধারা অনুসারে কেস দায়ের করা হয়েছে। আত্মহত্যাতে প্ররোচনা দেওয়ার অভিযোগে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
হিসারের প্রাক্তন ডিএসপি যোগিন্দর শর্মা, অজয়বীর, ঈশ্বর ঝাঝারিয়া, প্রেম খাটি, অর্জুন এবং রাজিন্দর সিহাগের (হকি কোচ) নামে অভিযোগ দায়ের করা হয়েছে। পবনের মা জানিয়েছেন, হিসারে যে বাড়িতে তাঁরা থাকেন সেই বাড়ি নিয়ে একটি কেস চলছে । এই কেসের ফলে এমনিতেই চাপে ছিলেন বড় ছেলে পবন বলে জানিয়েছেন তাঁর মা সুনিতা।
ঘটনার এক সপ্তাহ আগেই নাকি অজয়বীর এবং তাঁর ছেলে অর্জুন নাকি সুনিতাকে এসে বলেছিলেন পবনকে বলতে যাতে তারা বাড়ি ফাঁকা করে দেন। এই ঘটনার পরেই চাপে পরে আত্মহননের পথ বেছেছেন পবন বলে দাবি তার মা সুনিতার।