শুভব্রত মুখার্জি: চলতি বছরের মাঝামাঝি শুরু হবে টি-২০ বিশ্বকাপ। এই বিশ্বকাপের খেলা হবে আমেরিকা যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে। তার আগে গতকালকেই সুখবর পেয়েছিল পাকিস্তান ক্রিকেট দলের সমর্থকরা। অবসর ভেঙে ফিরেছিলেন স্পিন বোলিং অলরাউন্ডার ইমাদ ওয়াসিম। আর এই ঘটনার একদিনের মধ্যেই ফের একটি সুখবর পেলেন তারা। এবার অবসর ভেঙে দলে ফেরার কথা জানিয়ে দিলেন ৩২ বছর বয়সি বাঁহাতি পেসার মহম্মদ আমির। সোশ্যাল মিডিয়াতে এই কথা জানিয়েছেন তারকা পেসার। আমিরের এই ঘোষণাতে রীতিমতো উচ্ছ্বসিত পাক সমর্থকরা। অনেকেই এখন থেকেই স্বপ্ন দেখতে শুরু করেছেন নিউ ইয়র্কে ভারত বনাম পাকিস্তানের আসন্ন বিশ্বকাপের ম্যাচে বিরাট কোহলি বনাম মহম্মদ আমির দ্বৈরথের।
প্রসঙ্গত ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে খেলেছিল ভারত ও পাকিস্তান। সে বার ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান দল। সেই জয়ে বড় ভূমিকা নিয়েছিলেন আমির। সেই ম্যাচে ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলিকে আউট করেছিলেন তিনি। মাঝে দীর্ঘ সময় দেশের বোর্ডের সঙ্গে মনোমালিন্যের কারণে তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে থেকেছেন। তবে টি-২০ বিশ্বকাপের আগে ফের ফিরে আসার কথা জানিয়ে দিলেন তিনি। বোর্ডের উপর অভিমান করে আমির আন্তর্জাতিক ক্রিকেটকে থেকে তিন বছর দূরে ছিলেন। তবে এই সময়কালে তিনি ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে নিয়মিত খেলা চালিয়ে গিয়েছেন। রবিবার সোশ্যাল মিডিয়াতে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সিদ্ধান্তের কথা জানিয়ে দিলেন আমির। বিশেষজ্ঞদের মতে আসন্ন টি২০ বিশ্বকাপে খেলার লক্ষ্যে সিদ্ধান্ত বদলেছেন ৩২ বছর বয়সি এই ক্রিকেটার।
আরও পড়ুন… ভিডিয়ো: ৪৫৪ দিন পরে মাঠে ফিরেই পুরনো ছন্দে ঋষভ! জিতেশকে আউট করে সকলকে অবাক করলেন পন্ত
মহম্মদ আমির নিজের পোস্টে লিখেছেন, ‘আমি এখনও পাকিস্তানের হয়ে খেলার স্বপ্ন দেখি! আমাদের জীবনে মাঝে মধ্যে এমন একটা পর্যায় আসে যখন সিদ্ধান্তগুলো পুনর্বিবেচনা করতে হয়। আমি মনে করি আমার জীবনেও সেই সময়টা এসেছে। আমার ও পিসিবির মধ্যে ইতিবাচক আলোচনা হয়েছে যেখানে তারা সম্মানের সঙ্গে আমাকে অনুভব করিয়েছে যে, আমার প্রয়োজন ছিল দলের এবং আমি এখনও পাকিস্তানের হয়ে খেলতে পারি। পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে আলোচনার পর আমি ঘোষণা করছি যে, আসন্ন টি-২০ বিশ্বকাপে আমি খেলার জন্য প্রস্তুত। দেশের জন্য আমি এটা করতে চাই। কারণ এটা ব্যক্তিগত চাওয়া-পাওয়ার উর্ধ্বে। সবুজ জার্সি গায়ে জড়ানো ও দেশের সেবা করা সবসময়ই আমার সবচেয়ে বড় আকাঙ্ক্ষা ছিল। ভবিষ্যতেও তা থাকবে নিঃসন্দেহে।’
প্রসঙ্গত ২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন আমির। কারণ হিসেবে তাঁর দাবি ছিল তাঁর প্রতি অবিচার করেছেন ওই সময়ের প্রধান কোচ মিসবাহ-উল-হক এবং বোলিং কোচ ওয়াকার ইউনিস। উল্লেখ্য ২০০৯ সালে প্রথম আন্তর্জাতিক ক্রিকেট খেলেছিলেন আমির।
পাকিস্তানের হয়ে মহম্মদ আমিরের শেষ ম্যাচ ২০২০ সালের অগস্টে। ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০'তে খেলেছিলেন তিনি। এই সংস্করণে দেশের হয়ে ৫০ টি ম্যাচ খেলে ৫৯ উইকেট নিয়েছেন তিনি। এপ্রিল মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ এবং মে মাসে ইংল্যান্ডের বিপক্ষে চারটি টি-২০ ম্যাচ খেলবে পাকিস্তান। এই সময়ে দলের হয়ে খেলতে দেখা যেতে পারে আমিরকে। টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের প্রথম ম্যাচ অন্যতম আয়োজক আমেরিকা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ৬ জুন।