আগামী ১৬ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া সৈয়দ মুস্তাক আলি টি-২০ ট্রফিতে নিশ্চিতভাবেই তারকার সমাহার দেখা যাবে। শুধু আইপিএলের প্রস্ততি মঞ্চ হিসেবেই নয়, বরং ২০২৪ টি-২০ বিশ্বকাপের আগে জাতীয় নির্বাচকদের নজরে থাকার চেষ্টা করবেন অভিজ্ঞ ও উঠতি ক্রিকেটাররা। আপাতত দেখে নেওয়া যাক মুস্তাক আলির জন্য দিল্লি, মুম্বই, কর্ণাটক ও তামিলনাড়ু দলে কোন কোন চমক রয়েছে।
সৈয়দ মুস্তাক আলির জন্য দিল্লির স্কোয়াড:-
১. দিল্লিকে নেতৃত্ব দেবেন যুব বিশ্বকাপজয়ী ভারত অধিনায়ক যশ ধুল, যিনি গত এমার্জিং এশিয়া কাপে ভারতীয় দলের ক্যাপ্টেন্সি করেন।
২. দিল্লির হয়ে মাঠে নামবেন অভিজ্ঞ ইশান্ত শর্মা। জাতীয় দলের আঙিনা থেকে দূরে থাকলেও আইপিএলে লাইফ-লাইন পেয়েছেন তারকা পেসার। টি-২০ বিশ্বকাপের কথা মাথায় নিয়ে আসা মুশকিল, তবে পরবর্তী ইন্ডিয়ান প্রিমিয়র লিগের জন্য নিজেকে প্রস্তুত রাখতেই সৈয়দ মুস্তাক আলিতে খেলতে দেখা যাবে ইশান্তকে।
৩. দিল্লির হয়ে মাঠে নামতে দেখা যাবে নভদীপ সাইনি, সুয়াশ শর্মা, আয়ুষ বাদোনি, হর্ষিত রানা, ললিত যাদব, হৃত্বিক শোকিন, মায়াঙ্ক যাদবের মতো তারকাদের। উল্লেখ্য, কেকেআরের হয়ে গত আইপিএলে মাঠ মাতানোর পরে এই প্রথমবার দিল্লির হয়ে মাঠে নামতে দেখা যাবে সুয়াশকে। অর্থাৎ, বিসিসিআইয়ের ঘরোয়া ক্রিকেটে হাতেখড়ি হবে তাঁর।
স্কোয়াড:- যশ ধুল (ক্যাপ্টেন), প্রিয়াংশ আর্য, অনূজ রাওয়াত, হিম্মত সিং, আয়ুষ বাদোনি, ক্ষিতিজ শর্মা, দেব লাকরা, ইশান্ত শর্মা, নভদীপ সাইনি, হর্ষিত রানা, প্রাংশু বিজয়রণ, ললিত যাদব, শিবাঙ্ক বশিষ্ট, হৃত্বিক শোকিন, সুয়াশ শর্মা, লক্ষয় থারেজা, মায়াঙ্ক যাদব, বৈভব শর্মা ও জন্টি সিন্ধু।
সৈয়দ মুস্তাক আলির জন্য মুম্বইয়ের স্কোয়াড:-
১. মুম্বইকে নেতৃত্ব দেবেন অজিঙ্কা রাহানে। গত আইপিএলে যে রকম পারফর্ম্যান্স উপহার দেন রাহানে, তাতে ২০২৪ টি-২০ বিশ্বকাপে সুযোগ পাওয়ার আশা নিশ্চিতভাবেই ছাড়বেন না তিনি।
২. মুম্বইয়ের হয়ে মাঠে নামবেন যশস্বী জসওয়াল, সরফরাজ খান, শিবম দুবে, ধাওয়াল কুলকার্নিরা। কুলকার্নি নিশ্চিতভাবেই আইপিএলে ফেরার কথা মাথায় রেখেই ঘরোয়া টি-২০ ক্রিকেটের আঙিনায় খেলতে নামবেন।
৩. মুম্বইয়ের হয়ে মাঠে নামতে দেখা যাবে না পৃথ্বী শ-কে। কাউন্টি খেলতে গিয়ে চোট পান পৃথ্বী। সেই থেকেই মাঠের বাইরে রয়েছেন তিনি। মুম্বইয়ের মুস্তাক আলি স্কোয়াডে নাম নেই পৃথ্বীর।
স্কোয়াড:- অজিঙ্কা রাহানে (ক্যাপ্টেন), শামস মুলানি, যশস্বী জসওয়াল, অংকৃষ রঘুবংশী, সরফরাজ খান, শিবম দুবে, প্রসাদ পাওয়ার, হার্দিক তামোরে, তনুষ কোটিয়ান, অথর্ব আঙ্কোলেকর, তুষার দেশপান্ডে, ধাওয়াল কুলকার্নি, মোহিত আবস্থি, রয়স্টোন ডায়াস, অজিত যাদব ও সাইরাজ পাতিল।
সৈয়দ মুস্তাক আলির জন্য কর্ণাটকের স্কোয়াড:-
১. কর্ণাটককে নেতৃত্ব দেবেন অভিজ্ঞ মায়াঙ্ক আগরওয়াল। সাদামাটা আইপিএল মরশুমের পরে চমকপ্রদভাবে ফিরে আসার চেষ্টা করবেন তিনি।
২. কর্ণাটকের হয়ে মাঠে নামবেন দেবদূত পাডিক্কাল, মণীশ পান্ডে, প্রসিধ কৃষ্ণা, বিজয়কুমার বৈশাক, বিদ্বথ কাভেরাপ্পারা। বিশেষ করে কাভেরাপ্পার দিকে নজর থাকবে ভারতীয় ক্রিকেটমহলের।
স্কোয়াড:- মায়াঙ্ক আগরওয়াল (ক্যাপ্টেন), দেবদূত পাডিক্কাল, এলআর চেতন, মণীশ পান্ডে, অভিনব মনোহর, শুভাঙ্গ হেজ, বিআর শরৎ, কৃষ্ণাপ্পা গৌতম, প্রসিধ কৃষ্ণা, বিদ্বথ কাভেরাপ্পা, বাসুকি কৌশিক, বিজয়কুমার বৈশাক, মনোজ ভান্দাগে, প্রীবণ দুবে, কেএল শ্রীজিৎ ও রবিকুমার সামর্থ।
সৈয়দ মুস্তাক আলির জন্য তামিলনাড়ুর স্কোয়াড:-
১. তামিলনাড়ুকে নেতৃত্ব দেবেন ওয়াশিংটন সুন্দর। হঠাৎ করেই ওয়ান ডে বিশ্বকাপের দলে ঢুকে পড়ার সম্ভাবনা তৈরি হয়েছিল সুন্দরের সামনে। তিনি বোঝেন যে, টি-২০ বিশ্বকাপের আগে মুস্তাক আলি ট্রফিতে চমকপ্রদ পারফর্ম্যান্স উপহার দিতে পারলে শিকে ছিঁড়তে পারে।
২. তামিলনাড়ুর হয়ে মাঠে নামবেন সাই সুদর্শন, বিজয় শঙ্কর, শাহরুখ খান, আর সাই কিশোর, বরুণ চক্রবর্তী, টি নটরাজন, কুলদীপ সেন, সন্দীপ ওয়ারিয়ররা।
স্কোয়াড:- ওয়াশিংটন সুন্দর (ক্যাপ্টেন), সাই সুদর্শন, নারায়ণ জগদীশান, বিজয় শঙ্কর, হরি নিশান্ত, জি অজিতেশ, বাবা অপরাজিত, সঞ্জয় যাদব, এম মহম্মদ, শাহরুখ খান, আর সাই কিশোর, বরুণ চক্রবর্তী, টি নটরাজন, কুলদীপ সেন ও সন্দীপ ওয়ারিয়র।