গতবছর আইএল টি-২০'র উদ্বোধনী মরশুমে ১০ ম্যাচের মধ্যে মাত্র একটিতে জয় পায় আবু ধাবি নাইট রাইডার্স। ৬ দলের লড়াইয়ে একেবারে শেষে থেকে অভিযান শেষ করে এডিকেআর। তবে এবছর নাইট রাইডার্সের ইন্টারন্যাশনাল লিগ টি-২০ অভিযান শুরু হল দারুণভাবে।
নতুন মরশুমে নিজেদের প্রথম ম্য়াচেই গতবারের রানার্স দল ডেজার্ট ভাইপার্সকে হারিয়ে দেয় আবু ধাবি নাইট রাইডার্স। সৌজন্যে, আনকোরা প্রোটিয়া কিপার আন্দ্রিজ গাউসের ব্যাট হাতে দুর্দান্ত লড়াই। অবশ্য নাইট রাইডার্সের হয়ে নজরকাড়া বোলিং করেন আলি খান ও ক্যাপ্টেন সুনীল নারিন। আন্দ্রে রাসেল কৃপণ বোলিং করেন। তবে কোনও উইকেট পাননি তিনি।
দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে কলিন মুনরোর নেতৃত্বাধীন ডেজার্ট ভাইপার্স। তারা নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১৬৪ রান তোলে। অ্যাডাম হোস দলের হয়ে সব থেকে বেশি ৪৫ রান করেন। ৩০ বলের ইনিংসে তিনি ৪টি চার ও ১টি ছক্কা মারেন। ক্যাপ্টেন মুনরো করেন ১২ বলে ২২ রান। তিনি ৩টি চার ও ১টি ছক্কা মারেন।
এছাড়া অ্যালেক্স হেলস করেন ৬ বলে ১১ রান। তিনি ২টি চার মারেন। ১৭ বলে ১৯ রান করেন ড্যান লরেন্স। তিনি ১টি চার ও ১টি ছক্কা মারেন। ২০ বলে ২৪ রান করেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। তিনি ১টি ছক্কা মারেন। খাতা খুলতে পারেননি শেরফান রাদারফোর্ড। ১টি বাউন্ডারির সাহায্যে ১৪ বলে ১৪ রান করেন বাস ডি'লিড। ১টি বাউন্ডারির সাহায্যে ১৩ বলে ১৩ রান করে নট-আউট থাকেন রোহন মুস্তাফা। মহম্মদ আমির ৪ ও তানিশ সুরি অপরাজিত ৫ রানের যোগদান রাখেন।
আরও পড়ুন:- Ranji Trophy 2024: রঞ্জির তিন ইনিংসেই ডাহা ফেল রাহানে, রান পেলেন না শিবম দুবেও
নাইট রাইডার্সের হয়ে ৪ ওভারে ২৯ রান খরচ করে ৩টি উইকেট নেন আলি খান। সুনীল নারিন ৪ ওভারে ২৩ রান খরচ করে ২টি উইকেট দখল করেন। ১টি করে উইকেট সংগ্রহ করেন ডেভিড উইলি, ইমদ ওয়াসিম ও জোশ লিটল। আন্দ্রে রাসেল উইকেট না পেলেও ৩ ওভার বল করে মাত্র ১৮ রান খরচ করেন।
পালটা ব্যাট করতে নেমে নাইট রাইডার্স ১৭.৪ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১৬৬ রান তুলে ম্য়াচ জিতে যায়। অর্থাৎ, ১৪ বল বাকি থাকতে ৬ উইকেটে ম্যাচ জেতে তারা। নিশ্চিত শতরান হাতছাড়া করেন আন্দ্রিজ। তিনি ৫টি চার ও ৭টি ছক্কার সাহায্যে ৫০ বলে ৯৫ রান করে অপরাজিত থাকেন। ৬টি বাউন্ডারির সাহায্যে ২৫ বলে ৩৬ রান করেন মাইকেল পেপার। ২টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৮ বলে ২১ রান করেন লরি ইভান্স।
ভাইপার্সের টাইমাল মিলস ২১ রানে ২টি উইকেট নেন। ১টি করে উইকেট নেন শেল্ডন কটরেল ও ড্যান লরেন্স। ৪ ওভারে ৩৫ রান খরচ করেও উইকেট পাননি আমির। হাসারাঙ্গা ৪ ওভারে ৩৮ রান খরচ করে উইকেটহীন থাকেন। ম্যাচের সেরা হন আন্দ্রিজ।