বাংলা নিউজ > ক্রিকেট > এশিয়া কাপ > BAN vs AFG Asia Cup 2023 Live: বিরাট জয়ে সুপার ফোরের আশা জিইয়ে রাখল বাংলাদেশ
দাপুটে জয় বাংলাদেশের। ছবি- এপি।

BAN vs AFG Asia Cup 2023 Live: বিরাট জয়ে সুপার ফোরের আশা জিইয়ে রাখল বাংলাদেশ

Bangladesh vs Afghanistan Asia Cup 2023 live Score Updates: মেহেদি হাসান মিরাজ ও নাজমুল হোসেন শান্তর জোড়া শতরানের সুবাদে বাংলাদেশ ৩০০ টপকে জয়ের জন্য আফগানিস্তানের সামনে বিরাট রানের লক্ষ্যমাত্রা ঝুলিয়ে দেয়। পালটা ব্যাট করতে নেমে আফগানিস্তান আড়াইশো রানের গণ্ডিও টপকাতে পারেনি।

শ্রীলঙ্কার কাছে একতরফা হার দিয়ে এশিয়া কাপ ২০২৩ অভিযান শুরু করে বাংলাদেশ। এবার বি-গ্রুপে নিজেদের দ্বিতীয় তথা শেষ ম্যাচে শাকিব আল হাসনদের প্রতিপক্ষ ছিল আফগানিস্তান। টুর্নামেন্টে আফগানদের এটিই ছিল প্রথম ম্যাচ। সুতরাং, সুপার ফোরের আশা জিইয়ে রাখতে হলে বাংলাদেশকে এই ম্যাচটি জিততেই হতো। এমনটা নয় যে, আফগানিস্তানকে হারালে সুপার ফোরে পৌঁছনো নিশ্চিত ছিল শাকিবদের। তবে হারলে বিদায় নিশ্চিত ছিল। সেদিক থেকে মরণ বাঁচন ম্যাচে মাঠে নামে বাংলাদেশ। শেষমেশ দাপুটে জয়ে সুপার ফোরের আশা জিইয়ে রাখেন শাকিব আল হাসানরা। আফগানিস্তান এই ম্যাচে হারলেও তাদের সামনে সুপার ফোরে জায়গা করে নেওয়ার সুযোগ রয়েছে। কেননা শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে হারাতে পারলে রান-রেটের অঙ্কে পরের রাউন্ডে যাওয়ার রাস্তা খোলা রয়েছে রশিদের সামনে। সুতরাং, রবিবার লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে তুলনায় কম চাপ নিয়ে মাঠে নেমেছিল আফগানিস্তান। ঘাড়ের উপর প্রবল চাপ নিয়ে মাঠে নামতে হয় বাংলাদেশকে। গত পাকিস্তান সিরিজে যে রকম নজরকাড়া ক্রিকেট উপহার দেন আফগানরা, তাতে দুশ্চিন্তায় ছিলেন বাংলাদেশের সমর্থকরা। অনুরাগীদের স্বস্তি দিয়ে শেষমেশ ম্যাচ জিতে মাঠ ছাড়েন শাকিবরা।

04 Sep 2023, 12:50:42 AM IST

BAN vs AFG Asia Cup 2023 Live: এশিয়া কাপে বাংলাদেশ-আফগানিস্তান লড়াইয়ের বিস্তারিত বিবরণে চোখ রাখুন

রবিবার লাহোরে ব্যাটে-বলে দাপুটে ক্রিকেট উপহার দিয়ে বাংলাদেশ পরাজিত করে আফগানিস্তানকে। ব্যাট-বলের ধুন্ধুমার লড়াই দেখা যায় উভয় ইনিংসেই। দুরন্ত সেই লড়াইয়ের প্রতিটি মুহূর্তের বিবরণে চোখ রাখতে দেখে নিন সম্পূর্ণ এই ব্লগটি। বাংলাদেশ বনাম আফগানিস্তান এশিয়া কাপ ২০২৩-এর গ্রুপ ম্যাচটির লাইভ ব্লগ এখানেই শেষ করা হল।

03 Sep 2023, 11:55:44 PM IST

BAN vs AFG Asia Cup 2023 Live: ম্যাচের সেরা মেহেদি

প্রথমে ব্যাট হাতে ৭টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ১১৯ বলে ১১২ রানের অনবদ্য ইনিংস খেলেন মেহেদি হাসান মিরাজ। পরে ৮ ওভার বল করে ৪১ রানের বিনিময়ে ১টি উইকেট দখল করেন তিনি। সঙ্গত কারণেই ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন মিরাজ।

03 Sep 2023, 11:20:32 PM IST

BAN vs AFG Asia Cup 2023 Live: সুপার ফোরের আশা জিইয়ে রাখল বাংলাদেশ

আফগানিস্তানের বিরুদ্ধে বি-গ্রুপে নিজেদের শেষ ম্যাচে জয়ের সুবাদে এশিয়া কাপের সুপার ফোরে জায়গা করে নেওয়ার সম্ভাবনা জিইয়ে রাখল বাংলাদেশ। ২ ম্যাচে তাদের সংগ্রহে রয়েছে ২ পয়েন্ট। শ্রীলঙ্কা ১ ম্যাচে ২ পয়েন্ট সংগ্রহ করেছে। ১টি ম্যাচ খেলে এখনও পয়েন্টের খাতা খুলতে পারেনি আফগানিস্তান। সুতরাং, শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান ম্যাচের ফলাফলের উপর নির্ভর করছে কোন ২টি দল বি-গ্রুপ থেকে সুপার ফোরের টিকিট পাবে। শাকিবদের তাকিয়ে থাকতে হবে সেই ম্যাচের ফলাফলের দিকে।

03 Sep 2023, 10:46:36 PM IST

BAN vs AFG Asia Cup 2023 Live: বিরাট জয় বাংলাদেশের

৪৪.৩ ওভারে তাসকিনের বলে শাকিবের হাতে ধরা পড়েন রশিদ খান। ৩টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৫ বলে ২৪ রান করে মাঠ ছাড়েন তিনি। বাংলাদেশের ৫ উইকেটে ৩৩৪ রানের জবাবে ব্যাট করতে নেমে আফগানিস্তান ২৪৫ রানে অল-আউট হয়ে যায়। ৮৯ রানের বড় ব্যবধানে জয় তুলে নেয় বাংলাদেশ। তাসকিন ৪৪ রানের বিনিময়ে ৪টি উইকেট তুলে নেন। ৩৬ রানে ৩ উইকেট সংগ্রহ করেন শরিফুল।

03 Sep 2023, 10:43:53 PM IST

BAN vs AFG Asia Cup 2023 Live: হিট-উইকেট হয়ে সাজঘরে মুজিব

৪৪.১ ওভারে তাসকিনের বলে ছক্কা হাঁকান মুজিব উর রহমান। তবে শট খেলার সময় তাঁর পা স্টাম্পে লেগে যায়। ফলে ছয় রান সংগ্রহ করার বদলে আউট হয়ে মাঠ ছাড়তে হয় মুজিবকে। ৮ বলে ৪ রান করেন তিনি। আফগানিস্তান ২৪৪ রানে ৯ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ফজলহক ফারুকি।

03 Sep 2023, 10:29:29 PM IST

BAN vs AFG Asia Cup 2023 Live: রান-আউট করিম

৪১.৪ ওভারে রান-আউট হয়ে মাঠ ছাড়েন করিম জানাত। ১ বলে ১ রান করেন তিনি। ২২১ রানে ৮ উইকেট হারায় আফগানিস্তান। ব্যাট করতে নামেন মুজিব উর রহমান। ওভারের শেষ ২টি বলে ১টি ছক্কা ও ১টি চার মারেন রশিদ। ৪২ ওভার শেষে আফগানিস্তানের স্কোর ৮ উইকেটে ২৩১ রান।

03 Sep 2023, 10:23:04 PM IST

BAN vs AFG Asia Cup 2023 Live: নবিকে ফেরালেন তাসকিন

৪০.২ ওভারে তাসকিন আহমেদের বলে ছক্কা হাঁকানোর চেষ্টায় বাউন্ডারি লাইনে আফিফ হোসেনের হাতে ধরা পড়েন মহম্মদ নবি। ৬ বলে ৩ রান করে মাঠ ছাড়েন তিনি। আফগানিস্তান ২১৪ রানে ৭ উইকেট হারায়। ব্যাট করতে নামেন রশিদ খান। তিনি ওভারের চতুর্থ বলে চার মারেন। ৪১ ওভার শেষে আফগানিস্তানের স্কোর ৭ উইকেটে ২১৯ রান। জিততে ৯ ওভারে ১১৬ রান দরকার তাদের।

03 Sep 2023, 10:18:26 PM IST

BAN vs AFG Asia Cup 2023 Live: শরিফুলের তৃতীয় শিকার নায়েব

৩৯.৬ ওভারে শরিফুল ইসলামের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন গুলবদিন নায়েব। ওভারে ১টি চার ও ১টি ছক্কা মারেন তিনি। ১৩ বলে ১৫ রান করে সাজঘরে ফেরেন নায়েব। আফগানিস্তান ২১২ রানে ৬ উইকেট হারায়। ব্যাট করতে নামেন করিম জানাত।

03 Sep 2023, 10:13:07 PM IST

BAN vs AFG Asia Cup 2023 Live: ২০০ ছুঁল আফগানিস্তান

৩৯তম ওভারে দলগত ২০০ রানের গণ্ডি ছুঁয়ে ফেলে আফগানিস্তান। তাদের স্কোর ৫ উইকেটে ২০০ রান। ৩ রানে ব্যাট করছেন গুলবদিন নায়েব। ১ রান করেছেন মহম্মদ নবি।

03 Sep 2023, 10:05:59 PM IST

BAN vs AFG Asia Cup 2023 Live: হাফ-সেঞ্চুরি করে আউট শাহিদি

৩৭.২ ওভারে শরিফুল ইসলামের বলে থার্ডম্যান বাউন্ডারিতে হাসান মাহমুদের হাতে ধরা পড়েন হাশমতউল্লাহ শাহিদি। ৬টি বাউন্ডারির সাহায্যে ৬০ বলে ৫১ রান করে মাঠ ছাড়েন তিনি। আফগানিস্তান ১৯৬ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন গুলবদিন নায়েব।

03 Sep 2023, 09:59:06 PM IST

BAN vs AFG Asia Cup 2023 Live: নাজিবকে ফেরালেন মেহেদি

৩৬.১ ওভারে মেহেদি হাসান মিরাজের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন নাজিবউল্লাহ জাদরান। ২টি বাউন্ডারির সাহায্যে ২৫ বলে ১৭ রান করে সাজঘরে ফেরেন তিনি। আফগানিস্তান দলগত ১৯৩ রানের মাথায় ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন মহম্মদ নবি। ৩৭ ওভার শেষে আফগানিস্তানের স্কোর ৪ উইকেটে ১৯৬ রান।

03 Sep 2023, 09:53:25 PM IST

BAN vs AFG Asia Cup 2023 Live: হাফ-সেঞ্চুরি হাশমতউল্লাহর

৬টি বাউন্ডারির সাহায্যে ৫৪ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন হাশমতউল্লাহ শাহিদি। দরকারের সময় ব্যাট হাতে লড়াই চালাচ্ছেন আফগান দলনায়ক। ৩৬ ওভার শেষে আফগানিস্তানের স্কোর ৩ উইকেটে ১৯৩ রান। জয়ের জন্য শেষ ১৪ ওভারে তাদের দরকার ১৪২ রান। হাশমতউল্লাহ ৫০ রানে ব্যাট করছেন।

03 Sep 2023, 09:30:23 PM IST

BAN vs AFG Asia Cup 2023 Live: ১৫০ টপকাল আফগানিস্তান

৩০ তম ওভারে দলগত ১৫০ রানের গণ্ডি টপকে যায় আফগানিস্তান। তাদের স্কোর ৩ উইকেটে ১৫১ রান। জয়ের জন্য শেষ ২০ ওভারে আফগানদের দরকার ১৮৪ রান। ৩৩ রানে ব্যাট করছেন হাশমতউল্লাহ।

03 Sep 2023, 09:20:04 PM IST

BAN vs AFG Asia Cup 2023 Live: ইব্রাহিমকে ফেরালেন হাসান

২৭.৩ ওভারে হাসান মাহমুদের বলে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত ক্যাচ ধরেন মুশফিকুর রহিম। ১০টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৭৪ বলে ৭৫ রান করে মাঠ ছাড়েন জাদরান। আফগানিস্তান ১৩১ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন নাজিবউল্লাহ জাদরান। ২৮ ওভার শেষে আফগানিস্তানের স্কোর ৩ উইকেটে ১৩৮ রান। ২৩ রানে ব্যাট করছেন হাশমতউল্লাহ।

03 Sep 2023, 09:03:02 PM IST

BAN vs AFG Asia Cup 2023 Live: ১০০ টপকাল আফগানিস্তান

২৪তম ওভারে দলগত ১০০ রানের গণ্ডি টপকে যায় আফগানিস্তান। ২৪ ওভার শেষে আফগানিস্তানের স্কোর ২ উইকেটে ১০১ রান। ইব্রাহিম জাদরান ৫৭ রানে ব্যাট করছেন। ৬ রানে ব্যাট করছেন হাশমতউল্লাহ শাহিদি।

03 Sep 2023, 08:49:07 PM IST

BAN vs AFG Asia Cup 2023 Live: লড়াকু হাফ-সেঞ্চুরি জাদরানের

৮টি বাউন্ডারির সাহায্যে ৫২ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন ইব্রাহিম জাদরান। ২১ ওভার শেষে আফগানিস্তানের স্কোর ২ উইকেটে ৯০ রান। ইব্রাহিম ৫১ ও হাশমতউল্লাহ ৩ রানে ব্যাট করছেন।

03 Sep 2023, 08:37:18 PM IST

BAN vs AFG Asia Cup 2023 Live: রহমতকে ফেরালেন তাসকিন

১৭.৫ ওভারে তাসকিন আহমেদের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন রহমত শাহ। ৫টি বাউন্ডারির সাহায্যে ৫৭ বলে ৩৩ রান করে সাজঘরে ফেরেন তিনি। আফগানিস্তান ৭৯ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন হাশমতউল্লাহ শাহিদি। ইব্রাহিম ৪৩ রানে ব্যাট করছেন।

03 Sep 2023, 08:18:05 PM IST

BAN vs AFG Asia Cup 2023 Live: ৫০ টপকাল আফগানিস্তান

১৩তম ওভারে দলগত ৫০ রানের গণ্ডি ছুঁয়ে ফেলে আফগানিস্তান। ১৪ ওভার শেষে আফগানিস্তানের স্কোর ১ উইকেটে ৬১ রান। ১৪তম ওভারে শাকিবকে ২টি চার মারেন রহমত। তিনি ২৬ রানে ব্যাট করছেন। ৩৪ রান করেছেন ইব্রাহিম।

03 Sep 2023, 08:02:38 PM IST

BAN vs AFG Asia Cup 2023 Live: প্রথম পাওয়ার প্লে-র খেলা শেষ

প্রথম পাওয়ার প্লে-র ১০ ওভারে আফগানিস্তান ১ উইকেট হারিয়ে ৩৭ রান তুলেছে। ২৩ বলে ২১ রান করেছেন ইব্রাহিম জাদরান। মেরেছেন ৪টি চার। ৩০ বলে ১৫ রান করেছেন রহমত শাহ। মেরেছেন ৩টি চার।

03 Sep 2023, 07:46:03 PM IST

BAN vs AFG Asia Cup 2023 Live: ধাক্কা সামলাচ্ছেন রহমত-ইব্রাহিম

৬ ওভার শেষে আফগানিস্তানের স্কোর ১ উইকেটে ২২ রান। ১৩ বলে ১৪ রান করেছেন ইব্রাহিম জাদরান। মেরেছেন ৩টি চার। ১৬ বলে ৭ রান করেছেন রহমত শাহ। মেরেছেন ১টি চার।

03 Sep 2023, 07:33:41 PM IST

BAN vs AFG Asia Cup 2023 Live: তাসকিনকে জোড়া বাউন্ডারি ইব্রাহিমের

তৃতীয় ওভারে তাসকিন আহমেদের বলে ২টি চার মারেন ইব্রাহিম জাদরান। ওভারে ৯ রান ওঠে। ৩ ওভার শেষে আফগানিস্তানের স্কোর ১ উইকেটে ১০ রান।

03 Sep 2023, 07:26:28 PM IST

BAN vs AFG Asia Cup 2023 Live: গুরবাজকে ফেরালেন শরিফুল

১.৪ ওভারে শরিফুল ইসলামের বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন রহমানউল্লাহ গুরবাজ। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি রহমানউল্লাহ। ৩ মিটারের থেকে বেশি দূরে ইমপ্যাক্ট হলেও আম্পায়ার্স কলে সাজঘরে ফিরতে হয় গুরবাজকে। ৭ বলে ১ রান করে মাঠ ছাড়েন আফগান ওপেনার। আফগানিস্তান ১ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন রহমত শাহ।

03 Sep 2023, 07:20:11 PM IST

BAN vs AFG Asia Cup 2023 Live: রান তাড়া শুরু আফগানিস্তানের

ইব্রাহিম জাদরানকে সঙ্গে নিয়ে ওপেন করতে নামেন রহমানউল্লাহ গুরবাজ। বাংলাদেশের হয়ে নতুন বলে দৌড় শুরু করেন তাসকিন আহমেদ। তৃতীয় বলে ১ রান নিয়ে খাতা খোলেন গুরবাজ। প্রথম ওভারে ১ রান ওঠে।

03 Sep 2023, 06:46:08 PM IST

BAN vs AFG Asia Cup 2023 Live: আফগানিস্তানকে বিরাট টার্গেট দিল বাংলাদেশ

টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে বাংলাদেশ নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ৩৩৪ রান সংগ্রহ করে। সুতরাং, জয়ের জন্য আফগানিস্তানের দরকার ৩৩৫ রান। শাকিব আল হাসান ৪টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৮ বলে ৩২ রান করে অপরাজিত থাকেন। ৩ বলে ৪ রান করে নট-আউট তাকেন আফিফ। আফগানিস্তানের হয়ে ১টি করে উইকেট নেন মুজিব ও নায়েব। রশিদ ১০ ওভারে ৬৬ রান খরচ করেও কোনও উইকেট পাননি।

03 Sep 2023, 06:39:57 PM IST

BAN vs AFG Asia Cup 2023 Live: রান-আউট শামিম

৪৮.৬ ওভারে ২ রান নেওয়ার চেষ্টায় রান-আউট হন শামিম হোসেন। ১টি ছক্কার সাহায্যে ৬ বলে ১১ রান করে মাঠ ছাড়েন তিনি। বাংলাদেশ ৩২৪ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন আফিফ হোসেন। ২৬ রানে ব্যাট করছেন শাকিব।

03 Sep 2023, 06:31:25 PM IST

BAN vs AFG Asia Cup 2023 Live: রান-আউট মুশফিকুর

৪৬.৩ ওভারে রান-আউট হয়ে মাঠ ছাড়েন মুশফিকুর রহিম। ১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৫ বলে ২৫ রান করে মাঠ ছাড়েন তিনি। বাংলাদেশ ২৯৪ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন শামিম হোসেন। তিনি ওভারের পঞ্চম বলে ছক্কা মারেন। ৪৭ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৪ উইকেটে ৩০২ রান। ৮ রানে ব্যাট করছেন শাকিব।

03 Sep 2023, 06:20:07 PM IST

BAN vs AFG Asia Cup 2023 Live: রান-আউট শান্ত

৪৪.৩ ওভারে রান-আউট হয়ে মাঠ ছাড়েন নাজমুল হোসেন শান্ত। ৯টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১০৫ বলে ১০৪ রান করে আউট হন তিনি। বাংলাদেশ ২৭৮ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন শাকিব আল হাসান। ৪৫ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৩ উইকেটে ২৮২ রান। ১৯ রানে ব্যাট করছেন মুশফিক।

03 Sep 2023, 06:16:30 PM IST

BAN vs AFG Asia Cup 2023 Live: দাপুটে শতরান শান্তর

৯টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১০১ বলে ব্যক্তিগত শতরান পূর্ণ করেন নাজমুল হোসেন শান্ত। ওয়ান ডে কেরিয়ারে এটি তাঁর দ্বিতীয় শতরান। ৪৪ ওভার শেষে বাংলাদেশের স্কোর ২ উইকেটে ২৭৩ রান। শান্ত ১০৪ ও মুশফিকুর ১১ রানে ব্যাট করছেন। রশিদকে ১টি ছক্কা মারেন মুশফিক।

03 Sep 2023, 06:14:15 PM IST

BAN vs AFG Asia Cup 2023 Live: চোট পেয়ে মাঠ ছাড়লেন মেহেদি 

৪২.১ ওভারে মুজিবের বলে ছক্কা হাঁকিয়ে হাতে চোট পান মেহেদি হাসান মিরাজ। হাতে টান ধরায় তিনি মাঠ ছাড়েন। ৭টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ১১৯ বলে ১১২ রান করে অবসৃত হন মেহেদি। ব্যাট করতে নামেন মুশফিকুর রহিম।

03 Sep 2023, 06:04:30 PM IST

BAN vs AFG Asia Cup 2023 Live: দুরন্ত শতরান মেহেদির

৬টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১১৫ বলে ব্যক্তিগত শতরান পূর্ণ করেন মেহেদি হাসান মিরাজ। ওয়ান ডে কেরিয়ারে এটি তাঁর দ্বিতীয় সেঞ্চুরি। ৪১ ওভার শেষে বাংলাদেশের স্কোর ২ উইকেটে ২৩৯ রান। ১০৪ রানে ব্যাট করছেন মিরাজ। ৮৯ রান করেছেন শান্ত।

03 Sep 2023, 05:35:02 PM IST

BAN vs AFG Asia Cup 2023 Live: ২০০ টপকাল বাংলাদেশ

৩৫তম ওভারে দলগত ২০০ রানের গণ্ডি টপকে যায় বাংলাদেশ। তাদের স্কোর ২ উইকেটে ২০২ রান। মেহেদি হাসান মিরাজ ৯৮ বলে ৮২ রান করেছেন। মেরেছেন ৬টি চার ও ১টি ছক্কা। ৭৮ বলে ৭৪ রান করেছেন নাজমুল। মেরেছেন ৭টি চার ও ২টি ছক্কা।

03 Sep 2023, 05:28:55 PM IST

BAN vs AFG Asia Cup 2023 Live: খরুচে বোলিং ফারুকির

৩৩তম ওভারে ফজলহক ফারুকির বলে ১টি চার ও ১টি ছক্কা মারেন নাজমুল হোসেন শান্ত। লেগ-বাই হিসেবে ৪ রান সংগ্রহ করে বাংলাদেশ। ওভারে মোট ১৭ রান ওঠে। ৩৩ ওভার শেষে বাংলাদেশের স্কোর ২ উইকেটে ১৯৪ রান। মেহেদি ৮০ ও শান্ত ৬৮ রানে ব্যাট করছেন। ফারুকি ৬ ওভারে ১টি মেডেন-সহ ৫৩ রান খরচ করেছেন।

03 Sep 2023, 05:15:10 PM IST

BAN vs AFG Asia Cup 2023 Live: হাফ-সেঞ্চুরি শান্তর

৬টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৫৭ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন নাজমুল হোসেন শান্ত। তৃতীয় উইকেটের জুটিতে ১০০ রান পূর্ণ করলেন মেহেদি হাসান মিরাজ ও নাজমুল। ৩১ ওভার শেষে বাংলাদেশের স্কোর ২ উইকেটে ১৭১ রান। মেহেদি ৭৫ ও শান্ত ৫৪ রানে ব্যাট করছেন।

03 Sep 2023, 05:02:32 PM IST

BAN vs AFG Asia Cup 2023 Live: ১৫০ টপকাল বাংলাদেশ

২৯তম ওভারে দলগত ১৫০ রানের গণ্ডি টপকাল বাংলাদেশ। ২৯ ওভার শেষে তাদের স্কোর ২ উইকেটে ১৫৫ রান। মেহেদি হাসান মিরাজ ৮৬ বলে ৬৮ রান করেছেন। মেরেছেন ৫টি চার ও ১টি ছক্কা। ৫৪ বলে ৪৫ রান করেছেন নাজমুল হোসেন শান্ত। তিনি ৬টি চার মেরেছেন।

03 Sep 2023, 04:39:56 PM IST

BAN vs AFG Asia Cup 2023 Live: লড়াকু হাফ-সেঞ্চুরি মেহেদির

৪টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৬৫ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন মেহেদি হাসান মিরাজ। ওয়ান ডে কেরিয়ারে এটি মিরাজের তৃতীয় অর্ধশতরান। এই প্রথম ওপেন করতে নেমে ব্যক্তিগত ৫০ রানের গণ্ডি টপকান তিনি। ২৪ ওভার শেষে বাংলাদেশের স্কোর ২ উইকেটে ১২৯ রান। মিরাজ ৫৩ ও শান্ত ৩৫ রানে ব্যাট করছেন।

03 Sep 2023, 04:26:50 PM IST

BAN vs AFG Asia Cup 2023 Live: ১০০ টপকাল বাংলাদেশ

২০তম ওভারে দলগত ১০০ রানের গণ্ডি টপকে যায় বাংলাদেশ। ২০ ওভার শেষে তাদের সংগ্রহ ২ উইকেটে ১০৩ রান। নাজমুল হোসেন শান্ত ৩০ রানে ব্যাট করছেন। ৩২ রান করেছেন মেহেদি হাসান মিরাজ।

03 Sep 2023, 04:17:42 PM IST

BAN vs AFG Asia Cup 2023 Live: আক্রমণে রশিদ খান

১৭তম ওভারে প্রথমবার বল করতে আসেন রশিদ খান। নিজের প্রথম ওভারে কোনও রান খরচ করেননি তিনি। মেহেদি হাসান মিরাজ সতর্ক হয়ে সামলান রশিদকে। ১৭ ওভার শেষে বাংলাদেশের স্কোর ২ উইকেটে ৮৮ রান। মিরাজ ২৮ ও শান্ত ১৯ রানে ব্যাট করছেন।

03 Sep 2023, 04:08:21 PM IST

BAN vs AFG Asia Cup 2023 Live: পরিস্থিতি সামলাচ্ছেন শান্ত-মিরাজ

১৫ ওভার শেষে বাংলাদেশের স্কোর ২ উইকেটে ৮৬ রান। ৩৯ বলে ২৭ রান করেছেন মেহেদি হাসান মিরাজ। মেরেছেন ৩টি চার। ১৭ বলে ১৮ রান করেছেন নাজমুল হোসেন শান্ত। মেরেছেন ৪টি চার।

03 Sep 2023, 03:51:07 PM IST

BAN vs AFG Asia Cup 2023 Live: তৌহিদকে ফেরালেন নায়েব

পরপর ২ ওভারে ২টি উইকেট হারাল বাংলাদেশ। ১০.৩ ওভারে গুলবদিন নায়েবের বলে স্লিপে ইব্রাহিম জাদরানের হাতে ধরা পড়েন সদ্য ক্রিজে আসা তৌহিদ হৃদয়। ২ বল খেলেও খাতা খুলতে পারেননি তৌহিদ। বাংলাদেশ ৫৩ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন নাজমুল হোসেন শান্ত।

03 Sep 2023, 03:44:46 PM IST

BAN vs AFG Asia Cup 2023 Live: নইমকে ফেরালেন মুজিব

৯.৬ ওভারে মুজিব উর রহমানের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন মহম্মদ নইম। ৫টি বাউন্ডারির সাহায্যে ৩২ বলে ২৮ রান করে মাঠ ছাড়েন তিনি। বাংলাদেশ ৬০ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন তৌহিদ হৃদয়। ২১ রানে ব্যাট করছেন মেহেদি হাসান মিরাজ।

03 Sep 2023, 03:35:38 PM IST

BAN vs AFG Asia Cup 2023 Live: ৫০ ছুঁল বাংলাদেশ

অষ্টম ওভারে দলগত ৫০ রানের গণ্ডি ছুঁয়ে ফেলে বাংলাদেশ। ৮ ওভার শেষে বাংলাদেশের স্কোর বিনা উইকেটে ৫০ রান। ২৫ বলে ২৪ রান করেছেন মহম্মদ নইম। ২৩ বলে ১৬ রান করেছেন মেহেদি হাসান মিরাজ। নইম ৪টি ও মেহেদি ২টি চার মেরেছেন।

03 Sep 2023, 03:31:33 PM IST

BAN vs AFG Asia Cup 2023 Live: ফারুকিকে জোড়া বাউন্ডারি মেহেদির

সপ্তম ওভারে ফজলহক ফারুকির বলে ২টি চার মারেন মেদেহি হাসান মিরাজ। ওভারে ১০ রান ওঠে। ৭ ওভার শেষে বাংলাদেশের স্কোর বিনা উইকেটে ৪৭ রান। নইম ২২ ও মেহেদি হাসান ১৫ রানে ব্যাট করছেন।

03 Sep 2023, 03:27:29 PM IST

BAN vs AFG Asia Cup 2023 Live: রানের গতিতে বাঁধ দিল আফগানিস্তান

প্রথম ৩ ওভারে ৩০ রান খরচ করে আফগানিস্তান। পরের ৩ ওভারে মোটে ৭ রান খরচ করে তারা। ৬ ওভার শেষে বাংলাদেশের স্কোর বিনা উইকেটে ৩৭ রান। নইম ২২ রানে ব্যাট করছেন। ৫ রান করেছেন মেহেদি।

03 Sep 2023, 03:15:28 PM IST

BAN vs AFG Asia Cup 2023 Live: ৩ ওভারে ৩০ রান তুলল বাংলাদেশ

দ্বিতীয় ওভারেও ওয়াইড হিসেবে ৫ রান উপহার পায় বাংলাদেশ। মুজিব উর রহমানের ওভারে ৮ রান ওঠে। তৃতীয় ওভারে ফারুকির বলে ফের জোড়া বাউন্ডারি মারেন নইম। ৩ ওভার শেষে বাংলাদেশের স্কোর বিনা উইকেটে ৩০ রান। ১৫ বলে ২০ রান করেছেন নইম।

03 Sep 2023, 03:07:20 PM IST

BAN vs AFG Asia Cup 2023 Live: প্রথম ওভারেই ১৪ রান তুলল বাংলাদেশ

মেহেদি হাসান মিরাজকে সঙ্গে নিয়ে ওপেন করতে নামেন মহম্মদ নইম। আফগানিস্তানের হয়ে নতুন বলে দৌড় শুরু করেন ফজলহক ফারুকি। দ্বিতীয় বলে চার মেরে খাতা খোলেন নইম। পঞ্চম বলে আরও ১টি চার মারেন তিনি। মাঝে ওয়াইড হিসেবে ৫ রান উপহার পায় বাংলাদেশ। প্রথম ওভারে সাকুল্যে ১৪ রান সংগ্রহ করে তারা। ৯ রান করেছেন নইম।

03 Sep 2023, 02:50:36 PM IST

BAN vs AFG Asia Cup 2023 Live: আফগানিস্তানের প্রথম একাদশ

রহমানউল্লাহ গুরবাজ (উইকেটকিপার), ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শাহিদি (ক্যাপ্টেন), নাজিবউল্লাহ জাদরান, মহম্মদ নবি, করিম জানাত, গুলবদিন নায়েব, রশিদ খান, মুজিব উর রহমান ও ফজলহক ফারুকি।

03 Sep 2023, 02:46:08 PM IST

BAN vs AFG Asia Cup 2023 Live: বাংলাদেশের প্রথম একাদশ

মহম্মদ নইম, মেহেদি হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, শাকিব আল হাসান (ক্যাপ্টেন), তৌহিদ হৃদয়, মুশফিকুর রহিম (উইকেটকিপার), শামিম হোসেন, আফিফ হোসেন, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম।

03 Sep 2023, 02:33:14 PM IST

BAN vs AFG Asia Cup 2023 Live: টস জিতলেন শাকিব

আফগানিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপ ২০২৩-এর ডু অর ডাই ম্যাচে টস জিতল বাংলাদেশ। টস জিতে শাকিব আল হাসান শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেন। সুতরাং, লাহোরে রান তাড়া করবে আফগানিস্তান। যদিও আফগান দলনায়ক হাশমতউল্লাহ স্পষ্ট জানান যে, টস জিতলে তিনিও শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নিতেন। বাংলাদেশ এই ম্যাচের প্রথম একাদশে একসঙ্গে তিনটি বদল করার সিদ্ধান্ত নেয়।

03 Sep 2023, 02:24:48 PM IST

BAN vs AFG Asia Cup 2023 Live: পিচ রিপোর্ট

লাহোরের পিচে হালকা ঘাস রয়েছে। তাই পেসাররা অল্প-বিস্তর সুবিধা পেতে পারেন। তবে বরাবরের মতো লাহোরের পিচে বিস্তর রান ওঠার হাতছানি রয়েছে বলে পিচ রিপোর্টে দাবি করেন দীপ দাশগুপ্ত। ঘাসের আস্তরণের নীচে কয়েক জায়গায় ফাটল রয়েছে। তাই হঠাৎ করে বল লাফিয়ে ওঠার সম্ভাবনাও রয়েছে গদ্দাফির বাইশগজে।

03 Sep 2023, 01:43:34 PM IST

BAN vs AFG Asia Cup 2023 Live: সব থেকে কম ওয়ান ডে খেলেছে আফগানিস্তান

২০১৯ সালের অগস্ট থেকে এশিয়া কাপের আগে পর্যন্ত পূর্ণ সদস্য দেশগুলির মধ্যে সব থেকে কম ওয়ান ডে খেলেছে আফগানিস্তান। এই সময়ের মধ্যে তারা মোটে ২৭টি ওয়ান ডে ম্যাচে মাঠে নেমেছে। বাংলাদেশ সেই সময় থেকে এখনও পর্যন্ত ৪৩টি ওয়ান ডে ম্যাচ খেলেছে। সুতরাং, ওয়ান ডে ফর্ম্যাটে কম ম্যাচ খেলার জন্যই বড় মঞ্চের চাপ সামলানো কঠিন হয়ে দাঁড়াতে পারে আফগানদের কাছে।

03 Sep 2023, 01:36:10 PM IST

BAN vs AFG Asia Cup 2023 Live: কোমর বেঁধে মাঠে নামছেন রশিদরা

বাংলাদেশের বিরুদ্ধে এশিয়া কাপ অভিযান শুরুর আগে রীতিমতো গেম প্ল্যান ছকে নেন রশিদ খানরা। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের তরফে সোশ্যাল মিডিয়ায় কিছু ছবি পোস্ট করা হয়, যেখানে আফগান ক্রিকেট দলকে রীতিমতো খাতায়-কলমে পরিকল্পনা বুঝিয়ে দিতে দেখা যাচ্ছে কোচিং স্টাফদের।

03 Sep 2023, 01:16:45 PM IST

BAN vs AFG Asia Cup 2023 Live: বৃষ্টি বাধ সাধবে ম্যাচে?

শনিবার পাল্লেকেলেতে ভারত বনাম পাকিস্তান ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যায়। তবে রবিবার গদ্দাফি স্টেডিয়ামে তেমন কিছু হওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। কেননা রবিবার লাহোরে বৃষ্টির পূর্বাভাস নেই। আকাশ পরিষ্কার থাকবে এবং সন্ধ্যার দিকে তাপমাত্রা থাকতে পারে ২৫ ডিগ্রি সেলসিয়াসের মতো।

03 Sep 2023, 01:01:46 PM IST

BAN vs AFG Asia Cup 2023 Live: এশিয়া কাপের জন্য আফগানিস্তানের স্কোয়াড

রহমানউল্লাহ গুরবাজ (উইকেটকিপার), ইব্রাহিম জাদরান, রিয়াজ হাসান, রহমত শাহ, হাশমতউল্লাহ শাহিদি (ক্যাপ্টেন), নাজিবউল্লাহ জাদরান, মহম্মদ নবি, ইক্রম আলিখিল (উইকেটকিপার), রশিদ খান, গুলবদিন নায়েব, করিম জানাত, আবদুল রহমান, শরাফউদ্দিন আশরফ, মুজিব উর রহমান, নূর আহমদ, মহম্মদ সেলিম, ফজলহক ফারুকি।

03 Sep 2023, 12:50:35 PM IST

BAN vs AFG Asia Cup 2023 Live: এশিয়া কাপের জন্য বাংলাদেশের স্কোয়াড

এনামুল হক, মহম্মদ নইম, মুশফিকুর রহিম (উইকেটকিপার), নাজমুল হোসেন শান্ত, তানজিদ হাসান তামিম, তৌহিদ হৃদয়, শাকিব আল হাসান (ক্যাপ্টেন), আফিফ হোসেন, মেহেদি হাসান, মেহেদি হাসান মিরাজ, শামিম হোসেন, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান শাকিব ও তাসকিন আহমেদ।

03 Sep 2023, 12:28:43 PM IST

BAN vs AFG Asia Cup 2023 Live: হারলেই বিদায় বাংলাদেশের

আজ এশিয়া কাপ ২০২৩-এর বি-গ্রুপের ম্যাচে আফগানিস্তানের কাছে হেরে গেলে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হবে বাংলাদেশকে। কেননা তারা ইতিমধ্যেই গ্রুপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে পরাজিত হয়েছে। সেক্ষেত্রে ২ ম্যাচ খেলেও পয়েন্টের খাতা খুলতে পারবেন না শাকিবরা। রশিদরা জিতলে বি-গ্রুপ থেকে সুপার ফোরের টিকিট নিশ্চিত হয়ে যাবে শ্রীলঙ্কা ও আফগানিস্তানের। সুতরাং, লড়াইয়ে ভেসে থাকতে জয় তুলে নেওয়া ছাড়া উপায় নেই বাংলাদেশের সামনে। জিতলেও যে বাংলাদেশের সুপার ফোরের টিকিট নিশ্চিত হয়ে যাবে, এমনটা নয় মোটেও। সেক্ষেত্রে শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান গ্রুপের শেষ ম্যাচের ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে শাকিবদের।

03 Sep 2023, 12:28:43 PM IST

BAN vs AFG Asia Cup 2023 Live: হিন্দুস্তান টাইমস বাংলার লাইভ ব্লগে স্বাগত

আজ এশিয়া কাপ ২০২৩-এর চতুর্থ ম্যাচে সম্মুখসমরে দুই প্রতিবেশী দেশ বাংলাদেশ ও আফগানিস্তান। লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। বি-গ্রুপের মহা গুরুত্বপূর্ণ এই লড়াইয়ের স্কোর-সহ প্রতিটি মুহূর্তের লাইভ আপডেট পাবেন এই ব্লগে। হিন্দুস্তান টাইমস বাংলার লাইভ ব্লগে আপনাদের স্বাগত। এছাড়া এশিয়া কাপের যাবতীয় খবর ও তথ্য পরিসংখ্যানের জন্য ক্লিক করুন এখানে।

ক্রিকেট খবর

Latest News

ধনু-মকর-কুম্ভ-মীনের শনিবার কেমন কাটবে? জানুন রাশিফল DA বাড়ছে রাজ্য সরকারি কর্মচারীদের! তবে এখনই হাতে আসবে না, কবে মিলবে বেশি টাকা? শনিতে ভারী বৃষ্টি চলবে, ১৬টি জেলায় জারি হলুদ সতর্কতা! সপ্তমীতেও ভাসবে বাংলা? সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে শনিবার? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে শনিবার? জানুন রাশিফল নবরাত্রির তৃতীয় দিনে দেবী চন্দ্রঘণ্টার পুজো, এই বছরের শুভ সময়, মন্ত্র জেনে নিন রিভিউ পিটিশন খারিজ,তফসিলি জাতি-উপজাতির উপশ্রেণিতে বাধা নেই,ফের বলল সুপ্রিম কোর্ট গলায় গভীর ক্ষত, পুণের ফ্ল্যাটে উদ্ধার প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের মায়ের মৃতদেহ মিঠুন আ-নারী, মিঠুন প্রেমিক! যাঁর জন্য এক নায়িকা সই করতেন শ্রী চক্রবর্তী নামে টানা ১০ ম্যাচে হারের ধারা কাটিয়ে ভারতের বিরুদ্ধে রেকর্ড জয় নিউজিল্যান্ডের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.