ভারতের বিরুদ্ধে এশিয়া কাপের মহারণে নামার আগে মহেন্দ্র সিং ধোনির একটি সর্বকালীন রেকর্ড ছুঁয়ে ফেলেন ইফতিকার আহমেদ। নেপালের বিরুদ্ধে চলতি এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে ঝোড়ো শতরান করার পথে ১৫ বছর আগে এই টুর্নামেন্টে গড়া মাহির নজিরে ভাগ বসান পাক তারকা।
মুলতানে নেপালের বিরুদ্ধে এশিয়া কাপ ২০২৩-এর প্রথম ম্যাচে পাকিস্তানের হয়ে ৬ নম্বরে ব্যাট করতে নামেন ইফতিকার। তিনি ১১টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৭১ বলে ১০৯ রান করে অপরাজিত থাকেন। ইফতিকারের ওয়ান ডে কেরিয়ারের এটি ছিল ১৫ নম্বর ম্যাচ। তিনি এই প্রথমবার ওয়ান ডে ফর্ম্যাটের এশিয়া কাপে মাঠে নামেন।
উল্লেখযোগ্য বিষয় হল, ওয়ান ডে ফর্ম্যাটের এশিয়া কাপে প্রথমবার মাঠে নেমেই সব থেকে বেশি রানের ইনিংস খেলার যুগ্ম রেকর্ড গড়েন ইফতিকার। এতদিন এককভাবে এই রেকর্ড ছিল মহেন্দ্র সিং ধোনির নামে। ২০০৮ সালে করাচিতে হংকংয়ের বিরুদ্ধে এশিয়া কাপের ম্যাচে ধোনি ভারতের হয়ে ৪ নম্বরে ব্যাট করতে নামেন। সেই ম্যাচে ৬টি চার ও ৬টি ছক্কার সাহায্যে ৯৬ বলে ১০৯ রান করে অপরাজিত থাকেন ধোনি। সেটি ছিল ওয়ান ডে ফর্ম্যাটের এশিয়া কাপে মাহির প্রথম ম্যাচ। অর্থাৎ, ওয়ান ডে ফর্ম্যাটের এশিয়া কাপে প্রথমবার মাঠে নেমে ধোনি ও ইফতিকার উভয়েই ১০৯ রান করে অপরাজিত থাকেন।
আরও পড়ুন:- UP T20 League: একই দিনে জোড়া সুপার ওভার, পরপর ৩ ছক্কায় ম্যাচ জেতালেন রিঙ্কু সিং- ভিডিয়ো
হংকংয়ের বিরুদ্ধে এশিয়া কাপের সেই ম্যাচে সুরেশ রায়না ৬৬ বলে ব্যক্তিগত শতরান পূর্ণ করেন। ওয়ান ডে ফর্ম্যাটের এশিয়া কাপের ইতিহাসে সেটি তৃতীয় দ্রুততম শতরানের রেকর্ড। ইফতিকার ধোনির নজিরে ভাগ বসালেও অল্পের জন্য ১৫ বছর আগে গড়া রায়নায় সেই রেকর্ড ছুঁতে পারেননি। মুলতানে ৬৭ বলে সেঞ্চুরি করে এশিয়া কাপের ইতিহাসে চতুর্থ দ্রুততম শতরানের নজির গড়েন পাক তারকা। সেঞ্চুরিতে পৌঁছতে আর ১টি বল কম খেললেই ইফতিকার ১৫ বছর আগে হংকংয়ের বিরুদ্ধে একই ম্যাচে গড়া ধোনি ও রায়নার জোড়া রেকর্ড ছুঁয়ে ফেলতে পারতেন।
এশিয়া কাপ সংক্রান্ত যাবতীয় খবর, তথ্য-পরিসংখ্যান ও লাইভ স্কোর আপডেটে চোখ রাখতে ক্লিক করুন এখানে
উল্লেখ্য, ইফতিকার নেপালের বিরুদ্ধে ৪টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৪৩ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন। তিনি ১০টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৬৭ বলে ব্যক্তিগত শতরানের গণ্ডি টপকে যান। ইফতিকারের ওয়ান ডে কেরিয়ারের এটি প্রথম সেঞ্চুরি। পাকিস্তান নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ৩৪২ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে নেপাল ২৩.৪ ওভারে মাত্র ১০৪ রানে অল-আউট হয়ে যায়। ২৩৮ রানের বিশাল ব্যবধানে ম্যাচ জেতে পাকিস্তান।