এশিয়া কাপ ২০২৩-এর জন্য ভারতীয় দল ঘোষণা করেছে ভারতের ক্রিকেট বোর্ড। ১৭ সদস্যের দলে ফিরেছেন কেএল রাহুল, শ্রেয়স আইয়ার। তবে এরা কিছুদিন আগেও চোটের কারণে দল থেকে বাদ পড়েছিলেন। পেসার জসপ্রীত বুমরাহ এবং প্রসিধ কৃষ্ণাকেও দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। এরা দুজনেই অবশ্য বর্তমানে আয়ারল্যান্ড সফরে রয়েছেন এবং ভারতীয় দলের একাদশে রয়েছেন। প্রথমবারের মতো ওয়ানডে দলে নির্বাচিত হয়েছেন তিলক বর্মাও। তবে লেগ-স্পিনার যুজবেন্দ্র চাহালের অনির্বাচন অনেক ক্রিকেট ভক্তকে অবাক করেছে। এছাড়াও, অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন এবং অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরকে এশিয়া কাপের বাইরে রাখার বিষয়েও ভক্তেরা প্রশ্ন তুলছেন।
বলা হচ্ছে এশিয়া কাপ স্কোয়াড থেকে ভারতীয় খেলোয়াড়দের আইসিসি ওয়ানডে বিশ্বকাপ ২০২৩-এর জন্য বাছাই করা হবে। তবে, টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা স্পষ্ট করে দিয়েছেন যে যুজবেন্দ্র চাহাল হোক কিমবা রবিচন্দ্রন অশ্বিন, ওয়াশিংটন সুন্দর সহ বাকি খেলোয়াড়দের জন্য এখনও বিশ্বকাপের দরজা বন্ধ হয়ে যায়নি। সকলেরই বিশ্বকাপ দলে জায়গা করে নেওয়ার আশা রয়েছে। এশিয়া কাপের জন্য ভারতীয় দল ঘোষণার পর সোমবার একথা বলেন ভারতীয় দলের অধিনায়ক। সাংবাদিক সম্মেলনে রোহিত শর্মা বলেন, ‘যুজবেন্দ্র চাহাল, রবিচন্দ্রন অশ্বিন এবং ওয়াশিংটন সুন্দর সহ অন্যান্য খেলোয়াড়দের জন্য বিশ্বকাপের দরজা এখনও বন্ধ হয়নি।’ এই সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচক অজিত আগরকারও উপস্থিত ছিলেন।
আসন্ন বিশ্বকাপ পাঁচ অক্টোবর থেকে ১৯ নভেম্বর ভারতে অনুষ্ঠিত হবে। ভারত প্রথমবারের মতো একা বিশ্বকাপ আয়োজন করতে চলেছে। এই টুর্নামেন্টে ১০টি দল অংশগ্রহণ করবে। ৫ সেপ্টেম্বরের মধ্যে সব দলকে নিজ নিজ দলের তালিকা আইসিসির কাছে হস্তান্তর করতে হবে। তবে দলগুলোকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত দল পরিবর্তন করার অনুমতি দেওয়া হয়েছে। সমস্ত দল তাদের স্কোয়াডে ১৫ জন খেলোয়াড় রাখতে পারে। ৫ সেপ্টেম্বর থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত, দলগুলিকে তাদের স্কোয়াডে পরিবর্তন করার অনুমতি দেওয়া হবে কোনও অনুমতি ছাড়াই তবে তাদের স্কোয়াডে পরিবর্তন করতে আইসিসির অনুমোদনের প্রয়োজন হবে। এমন অবস্থায় এশিয়া কাপের দল ঘোষণা করা হয়েছ। এই দল থেকেই হয়তো আসন্ন বিশ্বকাপের দল নির্বাচন করা হবে। তবে সবটাই ভবিষ্যতের দিকে তাকিয়ে করা হবে। এশিয়া কাপে দল কেমন পারফর্ম করে সেই দিক বিচার করেই বিশ্বকাপের দল নির্বাচন করা হবে।