বাংলা নিউজ > ক্রিকেট > NZ vs AUS: ক্রাইস্টচার্চে অস্ট্রেলিয়াকে জিতিয়ে পন্তের অনবদ্য নজির ছাপিয়ে গেলেন ক্যারি, সামনে শুধু গিলক্রিস্ট

NZ vs AUS: ক্রাইস্টচার্চে অস্ট্রেলিয়াকে জিতিয়ে পন্তের অনবদ্য নজির ছাপিয়ে গেলেন ক্যারি, সামনে শুধু গিলক্রিস্ট

অস্ট্রেলিয়াকে জিতিয়ে উচ্ছ্বসিত ক্যারি। ছবি- এএফপি।

New Zealand vs Australia: নিউজিল্যান্ডের বিরুদ্ধে ক্রাইস্টচার্চ টেস্টের দুই ইনিংস মিলিয়ে ১০টি ক্যাচ ধরে অ্যাডাম গিলক্রিস্টের একটি সর্বকালীন নজিরে ভাগ বসান অ্যালেক্স ক্যারি।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ক্রাইস্টচার্চ টেস্টের দ্বিতীয় ইনিংসে চাপের মুখে দুর্দান্ত ইনিংস খেলে অস্ট্রেলিয়াকে জেতান উইকেটকিপার-ব্যাটার অ্যালেক্স ক্যারি। সেই সঙ্গে অনবদ্য কিপিংও করেন তিনি। অজি তারকা নিশ্চিত শতরান মাঠে ফেলে এলেও ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন। সেই সঙ্গে গড়ে ফেলেন দুর্দান্ত এক ব্যক্তিগত নজির। এই নিরিখে অ্যাডাম গিলক্রিস্ট, ঋষভ পন্তদের সঙ্গে একসারিকে বসে পড়েন ক্যারি। আসলে টেস্ট ক্রিকেটের সর্বকালীন ইতিহাসে পন্তের এক অনবদ্য কৃতিত্বকে টপকে যান অজি উইকেটকিপার।

ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের ঝুলিয়ে দেওয়া ২৭৯ রানের টার্গেট তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া তাদের শেষ ইনিংসে একসময় ৮০ রানে ৫ উইকেট হারিয়ে বসে। সেখান থেকে মিচেল মার্শকে সঙ্গে নিয়ে পালটা লড়াই শুরু করেন ক্যারি। শেষমেশ অপরাজিত ৯৮ রানের অসাধারণ ইনিংস খেলে অস্ট্রেলিয়াকে জয় এনে দেন তিনি।

উল্লেখযোগ্য বিষয় হল, টেস্টে রান তাড়া করে জেতা ম্যাচের শেষ ইনিংসে উইকেটকিপার-ব্যাটার হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস খেলেন ক্যারি। এই নিরিখে ঋষভ পন্তকে পিছনে ফেলে দেন অজি তারকা। এখনও পর্যন্ত রান তাড়া করে জেতা টেস্টের শেষ ইনিংসে উইকেটকিপার-ব্যাটার হিসেবে সব থেকে বেশি রানের ব্যক্তিগত ইনিংস খেলেছেন অস্ট্রেলিয়ারই অ্যাডাম গিলক্রিস্ট।

আরও পড়ুন:- PSL 2024: ৯ ম্যাচে এই নিয়ে ৬ বার ৫০ টপকালেন বাবর আজম, পোলার্ডদের হারিয়ে টেবিল টপার পেশোয়ার

১৯৯৯ সালে হবার্টে পাকিস্তানের ঝুলিয়ে দেওয়া ৩৬৯ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে গিলক্রিস্ট করেন ১৬৩ বলে অপরাজিত ১৪৯ রান। তালিকায় ঠিক তার পরেই জায়গা করে নেয় ক্রাইস্টচার্চে অ্যালেক্স ক্যারির খেলা ১২৩ বলে অপরাজিত ৯৮ রানের ইনিংসটি। তালিকায় তৃতীয় স্থানে পিছিয়ে যায় গাব্বায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলা ঋষভ পন্তের ১৩৮ বলে অপরাজিত ৮৯ রানের ইনিংসটি।

আরও পড়ুন:- Ashwin Breaks World Record: এই কৃতিত্বে অশ্বিনের সামনে বাকি সবাই ফেল, মুরলি-ওয়ার্নের বিশ্বরেকর্ড ভাঙলেন রবিচন্দ্রন

রান তাড়া করে জেতা টেস্টের শেষ ইনিংসে উইকেটকিপার-ব্যাটারের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস:-

১. অ্যাডাম গিলক্রিস্ট- অপরাজিত ১৪৯ রান বনাম পাকিস্তান (হবার্ট, ১৯৯৯)।
৪. অ্যালেক্স ক্যারি- অপরাজিত ৯৮ রান বনাম নিউজিল্যান্ড (ক্রাইস্টচার্চ, ২০২৪)।
৪. ঋষভ পন্ত- অপরাজিত ৮৯ রান বনাম অস্ট্রেলিয়া (ব্রিসবেন, ২০২১)।

আরও পড়ুন:- IND vs ENG: সাজঘরে গিয়ে রোহিত, গিল ও কুলদীপকে পুরস্কৃত করলেন জয় শাহ, কোন কৃতিত্বের জন্য?

ক্রাইস্টচার্চ টেস্টের দুই ইনিংস, মিলিয়ে ক্যারি মোট ১০টি ক্যাচ ধরেন। এই নিরিখে তিনি গিলক্রিস্টের সর্বকালীন রেকর্ড ছুঁয়ে ফেলেন। গিলক্রিস্ট ২০০০ সালে হ্যামিল্টনে নিউজিল্যান্ডের বিরুদ্ধেই একটি টেস্টের দুই ইনিংস মিলিয়ে ১০টি ক্যাচ ধরেন। অর্থাৎ, অজি উইকেটকিপার হিসেবে একটি টেস্টে সব থেকে বেশি ক্যাচ ধরার যুগ্ম রেকর্ড করেন ক্যারি।

ক্রিকেট খবর

Latest News

দুর্নীতি নিয়ে প্রশ্ন তোলায় নির্যাতিতাকে সরাসরি হুমকি দিয়েছিলেন সন্দীপ: রিপোর্ট বন্যার্তদের পাশে জুনিয়র ডাক্তাররা, তুলে দেওয়া হচ্ছে খাবার-জল! ছবি দিলেন কিঞ্জল IND vs BAN 1st Test Day 3 Live: দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট হারিয়ে ১০০ টপকাল ভারত মোদীর US সফরের আগে ভারত সরকারের নামে সেদেশে মামলা পান্নুনের, পঞ্জাবে তৎপর NIA অতিরিক্ত জাঙ্ক ফুড খেলে হতে পারে স্মৃতিশক্তি নষ্ট, বলছে গবেষণা IND vs BAN: অফ-স্পিনে ৩৯ বার আউট! কোহলিকে রোগ সারানোর কড়া দাওয়াই শাস্ত্রীর মলদ্বীপকে ৮৩৪ কোটি টাকার 'স্বস্তি' ভারতের, সাহায্যে আপ্লুত মুইজ্জুর সরকার India Under-19 বনাম Australia Under-19 ম্যাচ শুরু হতে চলেছে, পাল্লা ভারি কোন দিকে? মশাল মিছিলের রাতে হঠাৎ দুর্যোগ! আরজি কর নিয়ে অদম্য কলকাতা,‘যতই আসুক বৃষ্টি ঝড়…’ গণঅভ্যুত্থানের পর প্রথম নির্বাচন শ্রীলঙ্কায়, কেন দ্বীপরাষ্ট্রের ভোটে নজর ভারতের?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.