নিজের দেশেই ক্রমাগত কটুক্তি হজম করতে হচ্ছে বাবর আজমকে। পাকিস্তান সুপার লিগের আসরে বিষয়টি এমন পর্যায়ে পৌঁছয় যে, নিজের বিরক্তি লুকিয়ে রাখতে পারলেন না তারকা ক্রিকেটার। রেগে গিয়ে তিনি এমন এক কাণ্ড ঘটিয়ে বসেন, যা মোটেও শোভা পায় না তাঁর মতো তারকা ভাবমূর্তির খেলোয়াড়ের।
গত শুক্রবার মুলতান ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তান সুপার লিগের ম্যাচ ছিল মুলতান সুলতানস ও পেশোয়ার জালমির মধ্যে। সেই ম্যাচ চলাকালীন সাইড লাইনে সতীর্থ ও সাপোর্ট স্টাফদের সঙ্গে বসে ছিলেন পেশোয়ার দলনায়ক বাবর আজম। ঠিক তখনই গ্যালারি থেকে একদল দর্শককে বাবরকে উদ্দেশ্য করে ‘জিম্বাবর-জিম্বাবর’ বলে বিদ্রুপ করতে শোনা যায়।
বেশ কিছুক্ষণ মুখ বুজে সহ্য করেছিলেন বাবর। তবে সহ্যের সীমা ছাড়ানোর পরেই দর্শকদের দিকে জলের বোতল ছুঁড়ে মারতে উদ্যত হন তিনি। যদিও শেষ মুহূর্তে নিজেকে সংযত করে নেন বাবর। সোশ্যাল মিডিয়ায় এমন ভিডিয়ো মুহূর্তে ছড়িয়ে পড়ে। যদিও বেশিরভাগ নেটিজেনের মত, বাবরের মতো তারকা ক্রিকেটারের সঙ্গে এমন আচরণ করা উচিত নয় দর্শকদের।
রাঁচিতে ভারত-ইংল্যান্ড চতুর্থ টেস্টের তৃতীয় দিনের খেলার লাইভ আপডেটে চোখ রাখতে ক্লিক করুন এখানে
যদিও ম্যাচে হোম টিম মুলতান সুলতানকে হারিয়ে চলতি পাকিস্তান সুপার লিগে প্রথম জয় তুলে নেয় বাবর আজমের পেশোয়ার জালমি। টস জিতে শুরুতে ব্যাট করতে নামে পেশোয়ার জালমি। তারা নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১৭৯ রান তোলে। ঠুকঠুকে ব্যাটিং করেন বাবর আজম। তিনি ৩১ রান সংগ্রহ করতে খরচ করেন ২৬টি বল। সাহায্য নেন ৫টি বাউন্ডারির।
এছাড়া হাসিবুল্লা খান ৩৭, মহম্মদ হ্যারিস ১৯, পল ওয়াল্টার ১৬, রোভম্যান পাওয়েল ২৩, আসিফ আলি ১৩ ও লিউক উড অপরাজিত ১৭ রান করেন। সইম আয়ুব ৭ ও নবীন উল হক ৬ রান করে মাঠ ছাড়েন। মুলতানের হয়ে ২টি করে উইকেট নেন ডেভিড উইলি, মহম্মদ আলি ও উসামা মীর।
পালটা ব্যাট করতে নেমে মুলতান সুলতানস ২০ ওভারে ১৭৪ রানে অল-আউট হয়ে যায়। ৫ রানের সংক্ষিপ্ত ব্যবধানে ম্যাচ জেতে পেশোয়ার জালমি। ইয়াসির খান ৪৩, রিজা হেনড্রিক্স ২৮, ডেভিড মালান ৫২, ইফতিকার আহমেদ ১৬ ও উসামা মীর ১২ রান করেন। খাতা খুলতে পারেননি ক্যাপ্টেন মহম্মদ রিজওয়ান। পেশোয়ারের আরিফ ইয়াকুব ৩টি এবং লিউক উড, নবীন উল হক ও সলমন ইর্শাদ ২টি করে উইকেট দখল করেন।