বাংলা নিউজ > ক্রিকেট > IND vs ENG 4th Test: অশ্বিনদের সৌজন্যে ঘুরে দাঁড়াল ভারত, জিততে রোহিতদের দরকার আরও ১৫২
ব্যাট চালাচ্ছেন রোহিত। ছবি- এএনআই।

IND vs ENG 4th Test: অশ্বিনদের সৌজন্যে ঘুরে দাঁড়াল ভারত, জিততে রোহিতদের দরকার আরও ১৫২

India vs England 4th Test Day 3 Live Score: ভারত-ইংল্যান্ড চতুর্থ টেস্টের প্রথম দু'দিনে বেন স্টোকসদের দাপট দেখা যায়। তৃতীয় দিনে ঘুরে দাঁড়ান রোহিতরা। ইংল্যান্ডের ৩৫৩ রানের জবাবে ভারত প্রথম ইনিংসে তোলে ৩০৭ রান। ইংল্যান্ড তাদের দ্বিতীয় ইনিংসে দেড়শো রানের গণ্ডিও টপকাতে পারেনি।

রাঁচি টেস্টের প্রথম ইনিংসে ইংল্যান্ডকে বাগে পেয়েও সাড়ে তিনশো রানের কমে বাঁধতে পারেনি ভারত। দুরন্ত শতরান করে জো রুট একাই ইংল্যান্ডকে লড়াই করার রসদ এনে দেন। যদিও রবীন্দ্র জাদেজা তড়িঘড়ি ইংল্যান্ডের লেজ ছেঁটে না দিলে প্রথম দফায় আরও বড় ইনিংস গড়তে পারতেন বেন স্টোকসরা। পালটা ব্যাট করতে নেমে ভারত দ্বিতীয় দিনের শেষে স্বস্তিতে ছিল না মোটেও। যশস্বী জসওয়াল ছাড়া টিম ইন্ডিয়ার আর কোনও ব্যাটার ব্রিটিশ বোলারদের সামনে তেমন একটা প্রতিরোধ গড়ে তুলতে পারেননি। শেষবেলায় কুলদীপ যাদবকে সঙ্গে নিয়ে ধসের মুখে বাঁধ দেন ধ্রুব জুরেল। প্রথম ইনিংসে ভারতের শেষ প্রতিষ্ঠিত ব্যাটসম্যান হিসেবে টেল এন্ডারদের নিয়ে লড়াই চালান নবাগত উইকেটকিপার-ব্যাটার। তৃতীয় দিনে ভারতকে প্রথম ইনিংসে তিনশো রানের গণ্ডি পার করান জুরেল। যদিও নিশ্চিত শতরান মাঠে ফেলে আসেন তিনি। ইংল্যান্ড প্রথম ইনিংসের নিরিখে ৪৬ রানের লিড নেয়। দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডকে নাগালের মধ্যে বেঁধে রাখেন রবিচন্দ্রন অশ্বিনরা।

25 Feb 2024, 04:33:24 PM IST

IND vs ENG 4th Test LIVE: তৃতীয় দিনের খেলা শেষ

জয়ের জন্য ১৯২ রানের লক্ষ্যমাত্রা সামনে নিয়ে শেষ ইনিংসে ব্যাট করতে নেমে ভারত তৃতীয় দিনের শেষে বিনা উইকেটে ৪০ রান তুলেছে। ২৭ বলে ২৪ রান করেছেন রোহিত শর্মা। তিনি ৪টি চার মেরেছেন। ২১ বলে ১৬ রান করেছেন যশস্বী জসওয়াল। তিনি ১টি চার মেরেছেন। জিততে ভারতের দরকার আরও ১৫২ রান। হাতে পড়ে রয়েছে ২টি দিন। জিততে হলে ইংল্যান্ডের দরকার ১০টি উইকেট।

25 Feb 2024, 04:20:50 PM IST

IND vs ENG 4th Test LIVE: আগ্রাসী শুরু ভারতের

দ্বিতীয় ওভারে হার্টলির বলে ২টি চার মারেন রোহিত শর্মা। তৃতীয় ওভারে জো রুটের বলে ১টি চার মারেন যশস্বী জসওয়াল। ৩ ওভার শেষে দ্বিতীয় ইনিংসে ভারতের স্কোর বিনা উইকেটে ২০ রান। রোহিত ১২ রানে ব্যাট করছেন। ৮ রান করেছেন যশস্বী। আরও পড়ুন:- টেস্টে এক বছরে সব থেকে বেশি ছক্কা, সেহওয়াগকে টপকে ভারতীয়দের মধ্যে শীর্ষে যশস্বী- দেখুন সেরা পাঁচের তালিকা

25 Feb 2024, 04:09:34 PM IST

IND vs ENG 4th Test LIVE: রান তাড়া শুরু ভারতের

জয়ের জন্য ১৯২ রানের লক্ষ্যমাত্রা সামনে নিয়ে শেষ ইনিংসে ব্যাট করতে নামে ভারত। যশস্বীকে সঙ্গে নিয়ে ওপেন করতে নামেন রোহিত শর্মা। বোলিং শুরু করেন জো রুট। প্রথম ওভারে ৪ রান তোলে ভারত।

25 Feb 2024, 03:58:50 PM IST

IND vs ENG 4th Test LIVE: ৫ উইকেট অশ্বিনের, অল-আউট ইংল্যান্ড

৫৩.৫ ওভারে অশ্বিনের বলে ধ্রুব জুরেলের দস্তানায় ধরা পড়েন জেমস অ্যান্ডারসন। ৩ বল খেলে খাতা খুলতে পারেননি জিমি। ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে ১৪৫ রানে অল-আউট হয়ে যায়। ২০ বলে ১ রান করে নট-আউট থাকেন শোয়েব বশির। প্রথম ইনিংসের লিড মিলিয়ে ইংল্যান্ড এগিয়ে ১৯১ রানে। অর্থাৎ জিততে হলে শেষ ইনিংসে ভারতকে তুলতে হবে ১৯২ রান। অশ্বিন ৫১ রানে ৫ উইকেট দখল করেন। ২২ রানে ৪ উইকেট নেন কুলদীপ যাদব। ৫৬ রানে ১টি উইকেট নেন রবীন্দ্র জাদেজা। আরও পড়ুন:- Most 5-Wicket Haul In Test: ৩৩টি টেস্ট কম খেলেই সব থেকে বেশি ৫ উইকেটে কুম্বলের সর্বকালীন রেকর্ড ছুঁলেন অশ্বিন

25 Feb 2024, 03:54:21 PM IST

IND vs ENG 4th Test LIVE: ফোকসকে ফেরালেন অশ্বিন

৫৩.২ ওভারে অশ্বিনের বলে তাঁর হাতেই ফিরতি ক্যাচ দেন বেন ফোকস। ৭৬ বলে ১৭ রান করেন তিনি। ইংল্যান্ড ১৪৫ রানে ৯ উইকেট হারায়। ব্যাট করতে নামেন জেমস অ্যান্ডারসন। ইংল্যান্ডের হাতে লিড রয়েছে ১৯১ রানের।

25 Feb 2024, 03:46:49 PM IST

IND vs ENG 4th Test LIVE: রিভিউ নিয়ে বাঁচলেন ফোকস

৫১.৫ ওভারে অশ্বিনের বলে ফোকসকে এলবিডব্লিউ দেন আম্পায়ার। তবে রিভিউ নিয়ে বেঁচে যান ব্রিটিশ তারকা। বল ব্যাটের কানায় লেগে প্যাডে লাগে ফোকসের। ৫২ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ৮ উইকেটে ১৪৪ রান। ফোকস ১৬ রানে ব্যাট করছেন।

25 Feb 2024, 03:30:39 PM IST

IND vs ENG 4th Test LIVE: ২০০ ছুঁই ছুঁই ইংল্যান্ডের লিড

৫০ ওভারের খেলা শেষ। দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের স্কোর ৮ উইকেটে ১৪২ রান। প্রথম ইনিংসের লিড মিলিয়ে ইংল্যান্ড এগিয়ে ১৮৮ রানে। ১৪ রানে ব্যাট করছেন বেন ফোকস। ১ রানে ব্যাট করছেন শোয়েব বশির।

25 Feb 2024, 03:14:36 PM IST

IND vs ENG 4th Test LIVE: ৫ উইকেটের খোঁজে কুলদীপ

৪৫ ওভার শেষে দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের স্কোর ৮ উইকেটে ১৩৭ রান। ৯ রানে ব্যাট করছেন বেন ফোকস। তিনি ৩৯টি বল খেলেছেন এখনও পর্যন্ত। ৮ বলে ১ রান করেছেন শোয়েব বশির। কুলদীপ ১১ ওভার বল করে ১৮ রানের বিনিময়ে ৪টি উইকেট নিয়েছেন। তিনি দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটের খোঁজে রয়েছেন।

25 Feb 2024, 03:00:07 PM IST

IND vs ENG 4th Test LIVE: রবিনসনকে ফেরালেন কুলদীপ

একই ওভারে টম হার্টলি ও ওলি রবিনসনের উইকেট তুলে নিলেন কুলদীপ যাদব। ৪০.৬ ওভারে কুলদীপের বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন রবিনসন। রিভিউ নিলেও আম্পায়ার্স কলে সাজঘরে ফিরতে হয় তাঁকে। ৩ বল খেলেও খাতা খুলতে পারেননি রবিনসন। ইংল্যান্ড ১৩৩ রানে ৮ উইকেট হারায়। ব্যাট করতে নামেন শোয়েব বশির।

25 Feb 2024, 02:54:53 PM IST

IND vs ENG 4th Test LIVE: কুলদীপের তৃতীয় শিকার হার্টলি

৪০.৩ ওভারে কুলদীপ যাদবের বলে সরফরাজ খানের হাতে ধরা পড়েন টম হার্টলি। ২৫ বলে ৭ রান করেন তিনি। মারেন ১টি ছক্কা। ১৩৩ রানে ৭ উইকেট হারায় ইংল্যান্ড। ব্যাট করতে নামেন ওলি রবিনসন।

25 Feb 2024, 02:50:33 PM IST

IND vs ENG 4th Test LIVE: ১৭৯ রানে এগিয়ে ইংল্যান্ড

৩৯ ওভার শেষে দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের স্কোর ৬ উইকেটে ১৩৩ রান। প্রথম ইনিংসের লিড মিলিয়ে তারা এগিয়ে ১৭৯ রানে। হার্টলি ৭ ও ফোকস ৬ রানে ব্যাট করছেন।

25 Feb 2024, 02:33:51 PM IST

IND vs ENG 4th Test LIVE: চায়ের বিরতির পরেই আউট বেয়ারস্টো

চায়ের বিরতির পরে প্রথম বলেই আউট জনি বেয়ারস্টো। ৩৩.১ ওভারে জাদেজার বলে রজত পতিদারের হাতে ধরা পড়েন বেয়ারস্টো। ৪২ বলে ৩০ রান করেন তিনি। মারেন ৩টি চার। ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে ১২০ রানে ৬ উইকেট হারায়। ব্যাট করতে নামেন টম হার্টলি।

25 Feb 2024, 02:12:33 PM IST

IND vs ENG 4th Test LIVE: তৃতীয় দিনের চায়ের বিরতি

তৃতীয় দিনের চায়ের বিরতিতে ইংল্যান্ড তাদের দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটের বিনিময়ে ১২০ রান তুলেছে। প্রথম ইনিংসের লিড মিলিয়ে তারা এগিয়ে রয়েছে ১৬৬ রানে। জনি বেয়ারস্টো ৩০ রানে অপরাজিত রয়েছেন। ৪১ বলের ইনিংসে তিনি ৩টি চার মেরেছেন। ৩ বলে খেলে এখনও খাতা খুলতে পারেননি বেন ফোকস। কুলদীপ ১০ রানে ২টি উইকেট নিয়েছেন। ৪৮ রানে ৩টি উইকেট নিয়েছেন অশ্বিন।

25 Feb 2024, 02:08:21 PM IST

IND vs ENG 4th Test LIVE: কুলদীপের বলে বোল্ড স্টোকস

৩২.৩ ওভারে কুলদীপ যাদবের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন বেন স্টোকস। ১৩ বলে ৪ রান করেন তিনি। ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে ১২০ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন বেন ফোকস।

25 Feb 2024, 01:58:23 PM IST

IND vs ENG 4th Test LIVE: আম্পায়ার্স কলে বেঁচে গেলেন স্টোকস

২৯.৪ ওভারে রবীন্দ্র জাদেজার বলে বেন স্টোকসের বিরুদ্ধে এলবিডব্লিউর আবেদন জানায় ভারত। আম্পায়র আউট দেননি। ভারত রিভিউ নিলে আম্পায়ার্স কলে বেঁচে যান স্টোকস। উল্লেখযোগ্য বিষয় হল, প্রথম ইনিংসে ভারতের চারজন ব্যাটার আম্পায়ার্স কলে সাজঘরে ফেরেন। ৩০ ওভার শেষে দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের স্কোর ৪ উইকেটে ১১৭ রান। ২৭ রানে ব্যাট করছেন বেয়ারস্টো।

25 Feb 2024, 01:49:44 PM IST

IND vs ENG 4th Test LIVE: কুলদীপের বলে বোল্ড ক্রলি

২৮.১ ওভারে কুলদীপ যাদবের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন জ্যাক ক্রলি। ৯১ বলে ৬০ রান করেন তিনি। মারেন ৭টি চার। ইংল্যান্ড ১১০ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন বেন স্টোকস।

25 Feb 2024, 01:40:37 PM IST

IND vs ENG 4th Test LIVE: ১০০ টপকাল ইংল্যান্ড

২৬তম ওভারে দ্বিতীয় ইনিংসে দলগত ১০০ রানের গণ্ডি টপকে যায় ইংল্যান্ড। তাদের স্কোর ৩ উইকেটে ১০৬ রান। ২৩ রানে ব্যাট করছেন জনি বেয়ারস্টো। ৫৭ রানে ব্যাট করছেন জ্যাক ক্রলি। ২৫.৬ ওভারে জাদেজার বলে বেয়ারস্টোকে স্টাম্প করার সুযোগ নষ্ট করেন জুরেল।

25 Feb 2024, 01:36:30 PM IST

IND vs ENG 4th Test LIVE: হাফ-সেঞ্চুরি জ্যাক ক্রলির

৬টি বাউন্ডারির সাহায্যে ৭১ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন জ্যাক ক্রলি। ২৪ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ৩ উইকেটে ৯৭ রান। ক্রলি ৫০ ও বেয়ারস্টো ২১ রানে ব্যাট করছেন।

25 Feb 2024, 01:23:55 PM IST

IND vs ENG 4th Test LIVE: হাফ-সেঞ্চুরির দোরগোড়ায় ক্রলি

২০ ওভার শেষে দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের স্কোর ৩ উইকেটে ৮৫ রান। ৪৪ রানে ব্যাট করছেন জ্যাক ক্রলি। ৫৯ বলের ইনিংসে তিনি ৬টি চার মেরেছেন। ১১ বলে ১৫ রান করেছেন জনি বেয়ারস্টো। তিনি ২টি চার মেরেছেন। 

25 Feb 2024, 01:08:49 PM IST

IND vs ENG 4th Test LIVE: অশ্বিনের তৃতীয় শিকার রুট

১৬.৬ ওভারে রবিচন্দ্রন অশ্বিনের বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন জো রুট। আম্পায়ার প্রাথমিকভাবে আউট দেননি। তবে রিভিউ নিয়ে সাফল্য পায় ভারত। ৩৪ বলে ১১ রান করেন রুট। ইংল্যান্ড ৬৫ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন জনি বেয়ারস্টো।

25 Feb 2024, 01:03:39 PM IST

IND vs ENG 4th Test LIVE: ইংল্যান্ডের লিড ছাড়িয়েছে ১০০

১৬ ওভার শেষে দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের স্কোর ২ উইকেটে ৬৪ রান। সুতরাং, প্রথম ইনিংসের লিড মিলিয়ে ইংল্যান্ড এগিয়ে ১১০ রানে। জ্যাক ক্রলি ৩৮ রানে ব্যাট করছেন। ১১ রানে ব্যাট করছেন জো রুট।

25 Feb 2024, 12:50:15 PM IST

IND vs ENG 4th Test LIVE: ৫০ টপকাল ইংল্যান্ড

১২তম ওভারে দলগত ৫০ রানের গণ্ডি টপকে যায় ইংল্যান্ড। দ্বিতীয় ইনিংসে ব্রিটিশদের সংগ্রহ ২ উইকেটে ৫২ রান। ক্রলি ২৮ রানে ব্যাট করছেন। ৯ রানে ব্যাট করছেন জো রুট।

25 Feb 2024, 12:43:06 PM IST

IND vs ENG 4th Test LIVE: ব্যাট চালাচ্ছেন ক্রলি

ব্যাট চালিয়ে চাপ কাটানোর চেষ্টায় জ্যাক ক্রলি। নবম ওভারে অশ্বিনের বলে ৩টি চার মারেন তিনি। দশম ওভারে জাদেজার বলে ১টি চার মারেন ক্রলি। ১০ ওভার শেষে দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের স্কোর ২ উইকেটে ৪৫ রান। ক্রলি ২৫ রানে ব্যাট করছেন।

25 Feb 2024, 12:31:31 PM IST

IND vs ENG 4th Test LIVE: পোপকে ফেরালেন অশ্বিন

পরপর ২ বলে বেন ডাকেট ও ওলি পোপের উইকেট তুলে নিলেন রবিচন্দ্রন অশ্বিন। ৪.৬ ওভারে অশ্বিনের বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন সদ্য ক্রিজে আসা পোপ। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি তিনি। গোল্ডেন ডাকে মাঠ ছাড়েন পোপ। ইংল্যান্ড ১৯ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন জো রুট।

25 Feb 2024, 12:28:32 PM IST

IND vs ENG 4th Test LIVE: শুরুতেই ডাকেটকে ফেরালেন অশ্বিন

৪.৫ ওভারে রবিচন্দ্রন অশ্বিনের বলে সরফরাজ খানের হাতে ধরা পড়েন বেন ডাকেট। ১৫ বলে ১৫ রান করেন তিনি। মারেন ২টি চার। ইংল্যান্ড ১৯ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ওলি পোপ।

25 Feb 2024, 12:22:32 PM IST

IND vs ENG 4th Test LIVE: দুই প্রান্ত দিয়ে স্পিন আক্রমণ ভারতের

নতুন বলে পিচের উভয় প্রান্ত দিয়ে স্পিন আক্রমণ শানায় টিম ইন্ডিয়া। একদিক দিয়ে বল করেন অশ্বিন। অপর প্রান্ত দিয়ে বল করতে আসেন জাদেজা। ৪ ওভার শেষে দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের স্কোর বিনা উইকেটে ১৭ রান।

25 Feb 2024, 12:14:51 PM IST

IND vs ENG 4th Test LIVE: ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস শুরু

প্রথম ইনিংসের নিরিখে ৪৬ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে ইংল্যান্ড। যথারীতি ইংল্যান্ডের হয়ে ওপেন করতে নামেন জ্যাক ক্রলি ও বেন ডাকেট। ভারতের হয়ে বোলিং শুরু করেন রবিচন্দ্রন অশ্বিন। তৃতীয় বল ১ রান নিয়ে খাতা খোলেন ক্রলি। প্রথম ওভারে ১ রান ওঠে।

25 Feb 2024, 12:07:42 PM IST

IND vs ENG 4th Test LIVE: ক্যামেরাম্যানদের হাতে কালো আর্মব্যান্ড কেন?

রাঁচি টেস্টের দ্বিতীয় দিনে ক্যামেরাম্যানদের কালো আর্মব্যান্ড পরে থাকতে দেখা যায়। কারণ জানতে বিস্তারিত পড়ুন:- IND vs ENG: রাঁচি টেস্টের দ্বিতীয় দিনে কালো আর্মব্যান্ড পরলেন ক্যামেরাম্যানরা, জেনে নিন কারণ

25 Feb 2024, 11:33:39 AM IST

IND vs ENG 4th Test LIVE: লাঞ্চে প্রথম ইনিংসে অল-আউট ভারত

নিশ্চিত শতরান হাতছাড়া করলেন ধ্রুব জুরেল। ১০৩.২ ওভারে টম হার্টলির বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন তিনি। ১৪৯ বলে ৯০ রান করে সাজঘরে ফেরেন জুরেল। ৬টি চার ও ৪টি ছক্কা মারেন তিনি। ভারত প্রথম ইনিংসে ৩০৭ রানে অল-আউট হয়। সুতরাং, প্রথম ইনিংসের নিরিখে ৪৬ রানের লিড নেয় ইংল্যান্ড। ভারতের ইনিংস শেষ হওয়া মাত্রই তৃতীয় দিনের লাঞ্চের বিরতি ঘোষিত হয়। শোয়েব বশির ১১৯ রানে ৫ উইকেট নিয়েছেন। ৬৮ রানে ৩টি উইকেট নিয়েছেন হার্টলি। ৪৮ রানে ২টি উইকেট নিয়েছেন অ্যান্ডারসন।

25 Feb 2024, 11:28:42 AM IST

IND vs ENG 4th Test LIVE: ৩০০ টপকাল ভারত

১০২ ওভার শেষে ভারতের স্কোর ৯ উইকেটে ৩০৩ রান। টম হার্টলের বলে ১টি চার ও ১টি ছক্কা মারেন ধ্রুব জুরেল। ভারত পিছিয়ে রয়েছে ৫০ রানে। জুরেল ব্যাট করছেন ব্যক্তিগত ৯০ রানে। ১৪৭ বলের ইনিংসে তিনি ৬টি চার ও ৪টি ছক্কা মেরেছেন।

25 Feb 2024, 11:24:29 AM IST

IND vs ENG 4th Test LIVE: আম্পায়ার্স কলে আউট আকাশ

ভারতীয় ইনিংসে চতুর্থ ব্যাটার হিসেবে আম্পায়ার্স কলে আউট হলেন আকাশ দীপ। ১০০.৬ ওভারে শোয়েব বশিরের বলে এলবিডব্লিউ হন আকাশ। রিভিউ নিয়েও কোনও লাভ হয়নি। ১টি ছক্কার সাহায্যে ২৯ বলে ৯ রান করে মাঠ ছাড়েন আকাশ। ভারত ২৯৩ রানে ৯ উইকেট হারায়। ব্যাট করতে নামেন মহম্মদ সিরাজ। ভারত এখনও পিছিয়ে ৬০ রানে। শোয়েব বশির তাঁর ফার্স্ট ক্লাস কেরিয়ারে প্রথমবার ইনিংসে ৫ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেন।

25 Feb 2024, 11:18:53 AM IST

IND vs ENG 4th Test LIVE: ৬৬ রানে পিছিয়ে ভারত

১০০ ওভার শেষে প্রথম ইনিংসে ভারতের স্কোর ৮ উইকেটে ২৮৭ রান। অর্থাৎ, এখনও ৬৬ রানে পিছিয়ে রয়েছে টিম ইন্ডিয়া। ধ্রুব জুরেল ৮০ রানে ব্যাট করছেন। ১৪১ বলের ইনিংসে তিনি ৫টি চার ও ৩টি ছক্কা মেরেছেন। ২৩ বলে ৩ রান করেছেন আকাশ দীপ।

25 Feb 2024, 11:10:53 AM IST

IND vs ENG 4th Test LIVE: বশিরকে চার-ছক্কা জুরেলের

৯৭তম ওভারে শোয়েব বশিরের বলে ১টি চার ও ১টি ছক্কা মারেন ধ্রুব জুরেল। ওভারে ১১ রান ওঠে। টিম ইন্ডিয়ার স্কোর ৮ উইকেটে ২৭৯ রান। ৭২ রানে ব্যাট করছেন জুরেল। ৩ রান করেছেন আকাশ দীপ।

25 Feb 2024, 11:02:26 AM IST

IND vs ENG 4th Test LIVE: আকাশকে নিয়ে লড়ছেন জুরেল

কুলদীপ যাদব আউট হওয়ার পরে আকাশ দীপকে নিয়ে লড়াই জারি রাখেন ধ্রুব জুরেল। ৯৫ ওভার শেষে ভারতের স্কোর ৮ উইকেটে ২৬৭ রান। জুরেল ৬০ রানে ব্যাট করছেন। ৩ রান করেছেন আকাশ।

25 Feb 2024, 10:49:31 AM IST

IND vs ENG 4th Test LIVE: ব্যবধান কমাচ্ছে ভারত

৯২ ওভার শেষে প্রথম ইনিংসে ভারতের স্কোর ৮ উইকেটে ২৬০ রান। সুতরাং, ইংল্যান্ডের থেকে ৯৩ রানে পিছিয়ে রয়েছে টিম ইন্ডিয়া। ধ্রুব জুরেল ৫৪ রানে ব্যাট করছেন। ২ রান করেছেন আকাশ দীপ।

25 Feb 2024, 10:38:41 AM IST

IND vs ENG 4th Test LIVE: হাফ-সেঞ্চুরি জুরেলের

দরকারের সময় ব্যাট হাতে দলকে নির্ভরতা দিলেন ধ্রুব জুরেল। ৩টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৯৬ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। কেরিয়ারের দ্বিতীয় টেস্টে মাঠে নেমে প্রথম হাফ-সেঞ্চুরি করলেন তিনি। ৯০ ওভার শেষে প্রথম ইনিংসে টিম ইন্ডিয়ার স্কোর ৮ উইকেটে ২৫৬ রান। জুরেল ৫০ ও আকাশ দীপ ২ রানে ব্যাট করছেন।

25 Feb 2024, 10:32:00 AM IST

IND vs ENG 4th Test LIVE: কুলদীপকে ফেরালেন অ্যান্ডারসন

৮৮.৩ ওভারে অ্যান্ডারসনের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন কুলদীপ যাদব। বল তাঁর ব্যাটে লেগে স্টাম্প ভেঙে দেয়। ১৩১ বলে ২৮ রান করেন কুলদীপ। মারেন ২টি চার। ধ্রুব জুরেলের সঙ্গে ৭৬ রানের পার্টনারশিপ গড়েন তিনি। ভারত ২৫৩ রানে ৮ উইকেট হারায়। প্রথম ইনিংসের নিরিখে এখনও ইংল্যান্ডের থেকে ১০০ রানে পিছিয়ে টিম ইন্ডিয়া। ব্যাট করতে নামেন আকাশ দীপ। 

25 Feb 2024, 10:25:05 AM IST

IND vs ENG 4th Test LIVE: ২৫০ ছুঁল ভারত

৮৬তম ওভারে দলগত ২৫০ রানের গণ্ডি ছুঁয়ে ফেলে ভারত। টিম ইন্ডিয়ার স্কোর ৭ উইকেটে ২৫০ রান। ধ্রুব জুরেল ব্যক্তিগত হাফ-সেঞ্চুরির সামনে দাঁড়িয়ে রয়েছেন। তিনি ব্যাট করছেন ৪৬ রানে। ২৮ রান করেছেন কুলদীপ যাদব।

25 Feb 2024, 10:13:30 AM IST

IND vs ENG 4th Test LIVE: জুরেলকে যথাযথ সঙ্গ দিচ্ছেন কুলদীপ

দরকারের সময় ধ্রুব জুরেলকে যথাযথ সঙ্গ দিচ্ছেন কুলদীপ যাদব। ৮৪ ওভার শেষে ভারতের স্কোর ৭ উইকেটে ২৪২ রান। ৪১ রানে ব্যাট করছেন ধ্রুব। ২৫ রানে অপরাজিত রয়েছেন কুলদীপ। ১১৬টি বল খেলেছেন যাদব। মেরেছেন ২টি চার।

25 Feb 2024, 10:01:12 AM IST

IND vs ENG 4th Test LIVE: দ্বিতীয় নতুন বল নিল ইংল্যান্ড

৮০ ওভারের খেলা শেষ হওয়া মাত্রই ইংল্যান্ড দ্বিতীয় নতুন বল নিয়ে নেয়। ৮১তম ওভারে ওলি রবিনসনের বলে ১টি চার মারেন ধ্রুব জুরেল। ৮১ ওভার শেষে প্রথম ইনিংসে ভারতের স্কোর ৭ উইকেটে ২৩৬ রান। জুরেল ৩৯ ও কুলদীপ ২১ রানে ব্যাট করছেন। ভারত পিছিয়ে ১১৭ রানে।

25 Feb 2024, 09:47:27 AM IST

IND vs ENG 4th Test LIVE: সতর্ক শুরু জুরেলদের

তৃতীয় দিনের শুরুতে সতর্ক দেখাচ্ছে জুরেলদের। ৭৭ ওভার শেষে প্রথম ইনিংসে ভারতের স্কোর ৭ উইকেটে ২২৬ রান। ৬৭ বহলে ৩৩ রান করেছেন ধ্রুব। ৮৮ বলে ১৯ রান করেছেন কুলদীপ যাদব। ভারত পিছিয়ে রয়েছে ১২৭ রানে।

25 Feb 2024, 09:31:22 AM IST

IND vs ENG 4th Test LIVE: তৃতীয় দিনের খেলা শুরু

রাঁচিতে ভারত বনাম ইংল্যান্ড চতুর্থ টেস্টের তৃতীয় দিনের খেলা শুরু। ব্যাট হাতে মাঠে নামেন গত দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান ধ্রুব জুরেল ও কুলদীপ যাদব। বোলিং শুরু করেন শোয়েব বশির। দিনের প্রথম ওভারে কোনও রান ওঠেনি।

25 Feb 2024, 09:16:10 AM IST

IND vs ENG 4th Test LIVE: দ্বিতীয় দিনের স্কোর

দ্বিতীয় দিনে ইংল্যান্ড তাদের প্রথম ইনিংস শেষ করে ৩৫৩ রানে। তারা সাকুল্যে ১০৪.৫ ওভার ব্যাট করে। ১২২ রানে নট-আউট থাকেন জো রুট। ২৭৪ বলের ইনিংসে তিনি ১০টি চার মারেন। ৫৮ রান করেন ওলি রবিনসন। রবীন্দ্র জাদেজা ৪টি, আকাশ দীপ ৩টি, মহম্মদ সিরাজ ২টি ও রবিচন্দ্রন অশ্বিন ১টি উইকেট নেন। পালটা ব্যাট করতে নেমে ভারত দ্বিতীয় দিনের খেলা শেষ করে তাদের প্রথম ইনিংসে ৭ উইকেটের বিনিময়ে ২১৯ রান তুলে। ভারত ৭৩ ওভার ব্যাট করে। যশস্বী জসওয়াল ৭৩ রান করে আউট হন। ৩৮ রান করেন শুভমন গিল। ধ্রুব জুরেল ৩০ ও কুলদীপ যাদব ১৭ রানে নট-আউট থাকেন। দ্বিতীয় দিনের শেষে ভারত পিছিয়ে থাকে ১৩৪ রানে। শোয়েব বশির ৪টি ও টম হার্টলি ২টি উইকেট নিয়েছেন।

25 Feb 2024, 09:11:51 AM IST

IND vs ENG 4th Test LIVE: প্রথম দিনের স্কোর

রাঁচিতে ভারতের বিরুদ্ধে সিরিজের চতুর্থ টেস্টে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে ইংল্যান্ড। তারা প্রথম দিনে ৯০ ওভার ব্যাট করে ৭ উইকেটের বিনিময়ে ৩০২ রান তোলে। ১০৬ রানে নট-আউট থাকেন জো রুট। ৩১ রানে অপরাজিত থাকেন ওলি রবিনসন। জ্যাক ক্রলি ৪২, জনি বেয়ারস্টো ৩৮ ও বেন ফোকস ৪৭ রান করে আউট হন। প্রথম দিনে ভারতের হয়ে ৩টি উইকেট নেন আকাশ দীপ। ২টি উইকেট দখল করেন মহম্মদ সিরাজ। ১টি করে উইকেটে নেন রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিন।

গম্ভীর-ধোনির আসা যাওয়া, রোহিত-হার্দিকের রেষারেষি, কামিন্স-স্টার্কের জারিজুরি, আইপিএল ২০২৪-এর সব খবর, লাইভ ক্রিকেট স্কোর, আইপিএলের সূচি 2024, সব তথ্য পান এক ক্লিকে। গিল না কোহলি, আইপিএলের অরেঞ্জ ক্যাপ 2024 এবার কার দখলে, আইপিএলের পার্পল ক্যাপ 2024 পরবেন কোন বোলার, নাইটদের পরিসংখ্য়ান , যে কোনও প্লেয়ারের আইপিএল 2024 স্ট্যাটস, আগেরবারের যাবতীয় রেকর্ড জানতে পড়ুন HT Bangla।

ক্রিকেট খবর

Latest News

কাঁথিতে বাসের ধাক্কা, দুমড়ে মুচড়ে গেল দিঘাগামী গাড়ি, মৃত ৪, আহত অনেকে বিমানে বসে এয়ার হোস্টেসের স্কেচ বানালেন! মহিলার কাণ্ড দেখে ভাইরাল ভিডিয়ো মধ্যমগ্রামের ওপরে চরম সমস্যায় পড়লেন দমদমগামী বিমানের পাইলটরা, হতে পারত দুর্ঘটনা শুক্রর রাশি বৃষে সূর্যের প্রবেশ, ৩ রাশির ব্যক্তিগত জীবনে ঘটবে ব্যাপক আলোড়ন বাড়ছে পর্যটক, যানজটে জেরবার দার্জিলিং, ২৫ মিনিটের রাস্তায় লাগছে দেড়ঘণ্টা দীর্ঘদিন দূরে অনুরাগের ছোঁয়া থেকে, সৌমিলিকে নিয়ে কী কাণ্ড ঘটাল দিব্যজ্যোতি ‘জো-এর সঙ্গে বিচ্ছেদে খারাপ মা-এর তকমা দেওয়া হয়’, সরব প্রিয়াঙ্কার প্রাক্তন জা কবে পালন করা হয় জাতীয় ডেঙ্গি দিবস? কেনই বা পালন করা হয় এই দিন? তীব্র গরমে কলকাতার রাস্তায় দেখা দেবে বাসের আকাল! সমস্যা মেটাতে পদক্ষেপ সরকারের মা হতে যাচ্ছেন বা সদ্য মা হয়েছেন? তাহলে প্রত্যেক দিন খান একটি করে আম

Latest IPL News

CSK-র মেন্টাল কন্ডিশনিং কোচকে নিযুক্ত করে জয়ের ঠিকানা খুঁজতে চাইছে পাকিস্তান এই কারণে আমরা ম্যাচটা হারলাম- কাদের উপর হারের দায় চাপালেন সঞ্জু স্যামসন প্রথম কোয়ালিফায়ারে KKR-র সামনে পড়তে পারে CSK! কোন অঙ্কে সেটা পারবে RR বা SRH? মাটিতে শুয়ে পড়ে প্রভসিমরনের অসাধারণ ক্যাচ ধরলেন যুজি, দেখে চোখ কপালে বোল্টের গম্ভীরও যা পারেননি, তা করে দেখালেন শ্রেয়স! ৫ ম্যাচ বাকি থাকতে IPL-এ ইতিহাস KKR-র টানা ৪ ম্যাচে হার, PBKS-এর কাছে হেরে KKR-এর সুবিধে করল RR, চাপ বাড়াল নিজেদের IPL-এর কোচ হিসেবে এবার দেখা যাবে শাস্ত্রীকে? অশ্বিনের শো-তে বড় খোলসা প্রাক্তনীর RCB vs CSK ম্যাচ বৃষ্টিতে ভাসলে কপাল পুড়বে কোহলিদের,সোনায় সোহাগা হবে চেন্নাইয়ের চিন্তার কিছু নেই বিশ্বকাপে ভালোই খেলবে, রোহিতের অফ ফর্ম নিয়ে বার্তা সৌরভের 'খেলে-খেলে ঘরের কাচ ভাঙত, বোলার নয়, বল দেখে', পোড়েলের সাফল্যে খুশি পরিবার-কোচ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.