বিশ্ব ক্রিকেটে তাঁকে এক নামেই সবাই চেনে। ব্যাট হাতে তিনি দলকে জিতিয়েছেন অজস্র ম্যাচ। শুধু ম্যাচ জেতানোই নয়, বহু কঠিন পরিস্থিতি থেকেও দলকে জিতিয়েছেন তিনি। জুলিতে রয়েছে একাধিক শতরান ও অর্ধশতরান। তিনি ব্যাটিং করতে নামলেই বিপক্ষ দলের বোলারদের মনে সৃষ্টি হয় একটা আতঙ্ক। ভারতীয় ক্রিকেট দলের সমর্থকেরা ধরেই নেয় যে ম্যাচ পাকাপাকিভাবে তারা জিতবে। তিনি বিরাট কোহলি। সব মিলিয়ে, কিং কোহলি একজন প্রকৃত ম্যাচ উইনার।
কিন্তু বিরাট কোহলির খেলা শুধু দেশের মানুষের মন নয়, জিতে নিয়েছে গোটা বিশ্বের মনও। এক ডাকে তাঁকে সবাই চেনে। তবে এবার বিরাটের জনপ্রিয়তা ক্রিকেট ছাড়িয়ে চলে গেল ফুটবলেও। জার্মানির জনপ্রিয় ফুটবল ক্লাব বায়ার্ন মিউনিখ এফসি এবার তাঁকে নিয়ে বড় মন্তব্য করল। ৬ বারের ইউইএফএ চ্যাম্পিয়ন্স লিগ জয়ী দল দাবি করেছেন যে কিং কোহলি, তাদের দলের কিংবদন্তি গোলরক্ষক ও অধিনায়ক ম্যানুয়াল নয়ারের সমতুল্য। জার্মান ক্লাবের এই উত্তর দেখে খুশি হয়েছেন বহু ভারতীয় ক্রিকেট দলের সমর্থক। অনেকেই ধন্যবাদ জানানোর পাশাপাশি আগামী ম্যাচগুলির জন্য শুভেচ্ছা জানিয়েছে দলকে।
এক ফুটবলপ্রেমী নিজের এক্স হ্যান্ডেল থেকে বায়ার্ন মিউনিখ এফসি দলকে জিজ্ঞেস করেন দুটি আলাদা খেলার অ্যাথলিটদের নাম করতে যারা একে অপরের সমতুল্য। এই প্রশ্নের উত্তরে ক্লাবের তরফ থেকে দেওয়া হয় বিরাট কোহলি ও ম্যানুয়াল নয়ারের নাম। জনপ্রিয় এই ফুটবল ক্লাবের রয়েছে একাধিক ভারতীয় সমর্থকও। সুতরাং এই উত্তর তাঁদের চোখে পড়তে বেশি দেরি হয়নি। চোখের নিমেষের মধ্যেই জানাজানি হয়ে যায় চারিদিকে। সকলেই ধন্যবাদ জানিয়েছেন এর জন্য। পাশাপাশি, একাধিক ভারতীয় সমর্থক আগাম শুভেচ্ছাও জানিয়েছে দলের পরবর্তী ম্যাচগুলির জন্য। সব মিলিয়ে, বায়ার্নের এই উত্তর মুখে হাসি ফুটিয়েছে বিরাট কোহলির ভক্তদের।
উল্লেখ্য, কিছুদিন আগে দ্বিতীয়বার বাবা হয়েছেন বিরাট কোহলি। গতসপ্তাহে নিজের এক্স হ্যান্ডেল থেকে তিনি এই খুশির খবরটি দেন নিজের ভক্তদের জন্য। এখানেই শেষ নয় দলের জয় সম্পর্কেও মুখ খুলেছেন তিনি এবং প্রশংসা করেছেন তরুণ ক্রিকেটারদের পারফরম্যান্সের। এবার দেখার বিষয় কত তাড়াতাড়ি বিরাটকে মাঠে দেখা যায়। যদিও ক্রিকেটপ্রেমীরা প্রথম থেকেই অনুমান করেছিলেন যে ঠিক এই কারণেই বিরাট ছুটি নিয়ে বাড়িতে গিয়েছেন।