লাল-বলের প্রতি ক্রিকেটারদের আগ্রহ বাড়াতে বড় সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। বোর্ড সচিব জয় শাহের উল্লেখযোগ্য পদক্ষেপের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন ভারতের টেস্ট দলের তারকা চেতেশ্বর পূজারা। প্রসঙ্গত, ধরমশালায় ইংল্যান্ডের বিরুদ্ধে ঐতিহাসিক সিরিজ জয়ের পর, জয় শাহ ঘোষণা করেছেন, যে সমস্ত খেলোয়াড়রা ভারতের হয়ে ধারাবাহিক ভাবে টেস্ট ক্রিকেট খেলবেন, তাদের আর্থিক পুরস্কৃত করা হবে।
জয় শাহ বোর্ডের নতুন ‘ইনসেনটিভ স্কিম’ ঘোষণা করার চার দিন পর সেই উদ্যোগকে স্বাগত জানালেন চেতেশ্বর পুজারা। তারকা ব্যাটার বিশ্বাস করেন যে, এই সিদ্ধান্ত তরুণ ক্রিকেটারদের লাল বলের ক্রিকেট খেলতে আরও বেশি উৎসাহিত করবে। কারণ ক্রিকেটাররা আইপিএল বা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের তুলনায় বেশি না হলেও, একই পরিমাণ অর্থ উপার্জন করবে।
আরও পড়ুন: ফের ক্রিকেট খেলতে পারবেন, একটা সময়ে ভাবতে পারেননি পন্ত, ইংল্যান্ডের বিরুদ্ধেই ফিরতে চেয়েছিলেন মাঠে
বিসিসিআই টেস্ট ম্যাচপিছু খেলোয়াড়দের ১৫ লক্ষ টাকা দেয়। নন-প্লেয়িংরা পান অর্ধেক অর্থাৎ ৭.৫০ লক্ষ টাকা। একদিনের ক্রিকেটে আবার ম্যাচ পিছু ৬ লক্ষ টাকা দেওয়া হয়। নন-প্লেয়িংরা পান ৩ লক্ষ টাকা। টি২০ ম্যাচে দেওয়া হয় ৩ লক্ষ টাকা করে। নন-প্লেয়িংরা পান ১.৫ লক্ষ টাকা। ম্যাচ ফি ছাড়াও চুক্তিবদ্ধ খেলোয়াড়রা বিসিসিআই থেকে বার্ষিক মোটা টাকা পান। এ প্লাস গ্রেড খেলোয়াড়রা পান ৭ কোটি টাকা। এ গ্রেড খেলোয়াড়রা পান ৫ কোটি টাকা। বি গ্রেড খেলোয়াড়রা পান ৩ কোটি টাকা। এছাড়া সি গ্রেড খেলোয়াড়রা পান ১ কোটি টাকা।
আরও পড়ুন: রোহিত আলাদা মাপের মানুষ, দয়ালু হৃদয়ের, স্বার্থপর সমাজে ও বিরল- অধিনায়ককে নিয়ে কেন এমন বললেন অশ্বিন?
পূজারা তাঁর এক্স অ্যাকাউন্টে লিখেছেন, ‘এই মাত্র পরিবারের সঙ্গে একটি রিফ্রেশিং ট্রিপ থেকে ফিরে এসেছি। তার পর জয় শাহ এবং বিসিসিআইয়ের এমন একটি দুর্দান্ত উদ্যোগ দেখে আরও বেশি সতেজ লাগছে! এটি অবশ্যই পুরস্কৃত করবে এবং যারা খেলার সবচেয়ে বিশুদ্ধ ফর্ম্যাটে দেশের হয়ে পারফর্ম করছে তাদের উৎসাহিত করবে!’
পূজারার এই পোস্টের পর নেটিজেনরা নানা মন্তব্য করেছেন। একজন লিখেছেন, ‘অনুভব করছি পূজি স্যার, যদি এই নিয়ম ২-৩ বছর আগে হত, তবে পুজি নিজেও পুঁজি কামাতে পারত।’ আর এক জন লিখেছেন, ‘ভাই কী লাভ… এখন তো আপনি ভারতের হয়ে খেলবেনও না।’
উল্লেখযোগ্য ভাবে, ৩৬ বছর বয়সী ভারতের হয়ে ১০৩টি টেস্ট ম্যাচ খেলেছেন। তবে খারাপ ছন্দের জন্য তিনি দল থেকে বাদ পড়েন। তাঁর জায়গায় দলে ঢোকেন যশস্বী জয়সওয়াল। তবে পূজারা ঘরোয়া ক্রিকেটে টানা খেলে চলেছেন এবং প্রচুর রান করছেন। তবে এই মুহূর্তে তাঁর জাতীয় দলে ফেরা অসম্ভব বলে মনে হচ্ছে। কিন্তু মনে করা হচ্ছে, ভারতীয় দল যখন বছরের শেষের দিকে বর্ডার-গাভাসকর ট্রফির জন্য অস্ট্রেলিয়ায় যাত্রা করবে, তখন পূজারা দলে সুযোগ পেতে পারেন। কারণ অজিদের বিরুদ্ধে তাদের ঘরের মাঠে দ্রুত মোকাবিলা করার অভিজ্ঞতা দলের যে কোনও খেলোয়াড়ের চেয়ে পূজারার বেশি রয়েছে।