বাংলা নিউজ > ক্রিকেট > CSK vs GT Live Score Updates, IPL 2024: চিপকের দুর্গে গুজরাটকে বিধ্বস্ত করল চেন্নাই
গুজরাটকে হারিয়ে উচ্ছ্বসিত চেন্নাই শিবির। ছবি- পিটিআই।

CSK vs GT Live Score Updates, IPL 2024: চিপকের দুর্গে গুজরাটকে বিধ্বস্ত করল চেন্নাই

CSK vs GT Live Score Updates, IPL 2024, Chennai Super Kings vs Gujarat Titans: মঙ্গলবার চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামে আইপিএল ২০২৪-এর সপ্তম লিগ ম্যাচে গুজরাট টাইটানসকে কার্যত একতরফাভাবে উড়িয়ে দেয় চেন্নাই সুপার কিংস।

আইপিএল ২০২৪-এর উদ্বোধনী ম্যাচে চেন্নাই সুপার কিংস হারিয়ে দেয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে। অন্যদিকে গুজরাট টাইটানস ঘরের মাঠে তাদের প্রথম ম্যাচে পরাজিত করে মুম্বই ইন্ডিয়ান্সকে। এবার গতবারের দুই ফাইনালিস্ট চেন্নাই ও গুজরাট নতুন মরশুমে প্রথমবার সম্মুখসমরে নামে। জয় দিয়ে এবারের ইন্ডিয়ান প্রিমিয়র লিগ অভিযান শুরু করা দু'দলের মধ্যে গুজরাটকে মঙ্গলবার প্রথম হারের মুখ দেখতে হয়। জয়ের ধারা বজায় রাখে চেন্নাই সুপার কিংস। গতবার ইন্ডিয়ান প্রিমিয়র লিগের ফাইনালে গুজরাট টাইটানসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় চেন্নাই সুপার কিংস। সুতরাং, শেষবারের মুখোমুখি সাক্ষাতের সেই ফল এবার বদলে দেওয়ার সুযোগ ছিল গুজরাট টাইটানসের সামনে। যদিও চেন্নাইকে তাদের ঘরের মাঠে হারানো যে নিতান্ত কঠিন, সেটা বোঝা গেল আরও একবার। আরও উল্লেখযোগ্য বিষয় হল, চেন্নাই ও গুজরাট উভয় দলই এবার মাঠে নামছে নতুন ক্যাপ্টেনের অধীনে। চেন্নাইকে নেতৃত্ব দিচ্ছেন রুতুরাজ গায়কোয়াড়। গুজরাটকে নেতৃত্ব দিচ্ছেন শুভমন গিল। সেদিক থেকে আইপিএলে ক্যাপ্টেন্সি অভিষেকে টানা ২টি ম্যাচ জিতলেন রুতুরাজ।

27 Mar 2024, 12:11:58 AM IST

CSK vs GT Live Score: শেষ হল চেন্নাই বনাম গুজরাট ম্যাচের লাইভ ব্লগ

চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটানস আইপিএল ২০২৪-এর সপ্তম লিগ ম্যাচের লাইভ ব্লগ শেষ হল এখানেই। ম্যাচের প্রতিটি মুহূর্তের বিস্তারিত বিবরণ জানতে চোখ রাখুন এই ব্লগে। এছাড়া আইপিএল সংক্রান্ত যাবতীয় খবর, স্কোর আপডেট, তথ্য-পরিসংখ্যানের জন্য চোখ রাখুন হিন্দুস্তান টাইমস বাংলায়।

27 Mar 2024, 12:09:07 AM IST

CSK vs GT Live Score: ম্যাচের সেরা শিবম দুবে

চেন্নাই সুপার কিংসের হয়ে চার নম্বরে ব্যাট করতে নেমে ২৩ বলে ৫১ রানের ধ্বংসাত্মক ইনিংস খেলে সাজঘরে ফেরেন শিবম দুবে। তিনি ২টি চার ও ৫টি ছক্কা মারেন। এমন ব্যাটিং তান্ডবের সৌজন্যে ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন শিবম।

26 Mar 2024, 11:30:35 PM IST

CSK vs GT Live Score: দাপুটে জয় চেন্নাই সুপার কিংসের

শেষ ওভারে পথিরানার বলে ১টি ছক্কা মারেন উমেশ যাদব। ওভারে ৮ রান ওঠে। চেন্নাইয়ের ৬ উইকেটে ২০৬ রানের জবাবে ব্যাট করতে নেমে গুজরাট টাইটানস ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১৪৩ রান তোলে। ৬৩ রানের বড় ব্যবধানে ম্যাচ জেতে চেন্নাই সুপার কিংস। ১১ বলে ১০ রান করে অপরাজিত থাকেন উমেশ। ৫ বলে ৫ রান করেন জনসন। পথিরানা ৪ ওভারে ২৯ রান খরচ করে ১টি উইকেট তুলে নেন। চেন্নাই আইপিএল ২০২৪-এর ২টি ম্যাচে মাঠে নেমে ২টিতেই জয় তুলে নেয়।

26 Mar 2024, 11:23:42 PM IST

CSK vs GT Live Score: তেওয়াটিয়াকে ফেরালেন মুস্তাফিজুর

১৯তম ওভারে বল করতে এসে রাহুল তেওয়াটিয়ার উইকেট তুলে নেন মুস্তাফজুর রহমান। ১৮.২ ওভারে মুস্তাফিজুরের বলে রাচিন রবীন্দ্র হাতে ধরা পড়েন রাহুল। ১১ বলে ৬ রান করেন তিনি। মারেন ১টি চার। গুজরাট ১২৯ রানে ৮ উইকেট হারায়। ব্যাট করতে নামেন স্পেনসান জনসন। তিনি ওভারের পঞ্চম বলে চার মারেন। ওভারে ৭ রান ওঠে। ১৯ ওভার শেষে গুজরাটের স্কোর ৮ উইকেটে ১৩৫ রান। জিততে শেষ ওভারে ৭২ রান দরকার টাইটানসের। জনসন ৪ ও উমেশ ৩ রানে ব্যাট করছেন। মুস্তাফিজুর ৪ ওভারে ৩০ রান খরচ করে ২টি উইকেট নিয়েছেন।

26 Mar 2024, 11:18:45 PM IST

CSK vs GT Live Score: রিভিভ নিয়ে বাঁচলেন তেওয়াটিয়া

১৭.১ ওভারে পথিরানার বলে রাহুল তেওয়াটিয়াকে এলবিডব্লিউ আউট দেন আম্পায়ার। তবে রিভিউ নিয়ে বেঁচে যান তেওয়াটিয়া। ওভারের চতুর্থ বলে চার মারেন তেওয়াটিয়া। ওভারে ৭ রান ওঠে। ১৮ ওভার শেষে গুজরাট টাইটানসের স্কোর ৭ উইকেটে ১২৮ রান। জিততে ২ ওভারে ৭৯ রান দরকার তাদের। রাহুল ১০ বলে ৬ রান করেছেন। ৫ বলে ১ রান করেছেন উমেশ যাদব। পথিরানা ৩ ওভারে ২১ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন।

26 Mar 2024, 11:11:00 PM IST

CSK vs GT Live Score: রশিদ খান আউট

১৭তম ওভারে বল করতে এসে রশিদ খানের উইকেট তুলে নেন মুস্তাফিজুর রহমান। ১৬.২ ওভারে মুস্তাফিজুরের বলে রাচিন রবীন্দ্র হাতে ধরা পড়েন রশিদ খান। ২ বলে ১ রান করেন তিনি। গুজরাট টাইটানস ১২১ রানে ৭ উইকেট হারায়। ব্যাট করতে নামেন উমেশ যাদব। মুস্তাফিজের ওভারে মাত্র ১ রান ওঠে। জিততে শেষ ৩ ওভারে ৮৬ রান দরকার টাইটানসের। মুস্তাফিজুর ৩ ওভারে ২৪ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন। তেওয়াটিয়া ৫ বলে ১ রান করে অপরাজিত রয়েছেন। ৪ বল খেলে এখনও খাতা খোলেননি উমেশ যাদব।

26 Mar 2024, 11:04:13 PM IST

CSK vs GT Live Score: আজমতকে ফেরালেন তুষার

১৫.১ ওভারে তুষার দেশপান্ডের বলে চার মারেন আজমতউল্লাহ ওমরজাই। ১৫.২ ওভারে দেশপান্ডের বলে রাচিন রবীন্দ্রর হাতে ধরা পড়েন আজমত। ১টি বাউন্ডারির সাহায্যে ১০ বলে ১১ রান করে সাজঘরে ফেরেন আজমত। গুজরাট টাইটানস ১১৮ রানে ৬ উইকেট হারায়। ব্যাট করতে নামেন রশিদ খান। তুষারের ওভারে ৬ রান ওঠে। ১৬ ওভার শেষে গুজরাট টাইটানসের স্কোর ৬ উইকেটে ১২০ রান। রশিদ ১ রানে ব্যাট করছেন। এখনও খাতা খোলেননি তেওয়াটিয়া। তুষার দেশপান্ডে ৪ ওভারে ২১ রান খরচ করে ২টি উইকেট তুলে নেন।

26 Mar 2024, 10:59:13 PM IST

CSK vs GT Live Score: সুদর্শনকে ফেরালেন পথিরানা

১৪তম ওভারে বল করতে আসেন দীপক চাহার। এটি তাঁর বোলিং কোটার শেষ ওভার। চাহারের ওভারে ৭ রান ওঠে। ১৪ ওভার শেষে গুজরাটের স্কোর ৪ উইকেটে ১১০ রান। চাহার ৪ ওভারে ২৮ রান খরচ করে ২টি উইকেট নিয়েছেন। ১৫তম ওভারে বল করতে আসেন মাথিশা পথিরানা। ১৪.৩ ওভারে পথিরানার বলে সুদর্শনের ক্যাচ ছাড়েন রাচিন রবীন্দ্র। ১৪.৫ ওভারে পথিরানার বলে সমীর রিজভির হাতে ধরা পড়েন সাই সুদর্শন। ৩১ বলে ৩৭ রান করে মাঠ ছাড়েন তিনি। মারেন ৩টি চার। গুজরাট টাইটানস ১১৪ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন রাহুল তেওয়াটিয়া।

26 Mar 2024, 10:50:46 PM IST

CSK vs GT Live Score: ১০০ টপকাল গুজরাট টাইটানস

১৩তম ওভারে দলগত ১০০ রানের গণ্ডি টপকে যায় গুজরাট টাইটানস। রবীন্দ্র জাদেজার ওভারে মাত্র ৬ রান ওঠে। জাদেজা ২ ওভারে ১৫ রান খরচ করেছেন। কোনও উইকেট পাননি তিনি। ৩১ রানে ব্যাট করছেন সাই সুদর্শন। ২৩ বলের ইনিংসে তিনি ৩টি চার মেরেছেন। ৫ বলে ৪ রান করেছেন আজমত। তিনি কোনও বাউন্ডারি মারেননি। ১৩ ওভার শেষে টাইটানসের স্কোর ৪ উইকেটে ১০৩ রান। গুজরাট টাইটানস এখনও পর্যন্ত ওভার প্রতি ৭.৯২ রান সংগ্রহ করেছে। তাদের প্রয়োজনীয় রান-রেট ১৪.৮৫। অর্থাৎ, বাকি ম্যাচে ওভার প্রতি প্রায় ১৫ রান তুলতে হবে টাইটানসকে।

26 Mar 2024, 10:42:58 PM IST

CSK vs GT Live Score: মিলারকে ফেরালেন দেশপান্ডে

১২তম ওভারে বল করতে আসেন তুষার দেশপান্ডে। তাঁর ওভারে আউট হয়ে বসেন ডেভিড মিলার। ১১.৫ ওভারে দেশপান্ডের বলে মিলারের দুর্দান্ত ক্যাচ ধরেন অজিঙ্কা রাহানে। ১৬ বলে ২১ রান করে মাঠ ছাড়েন মিলার। গুজরাট টাইটানস ৯৬ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন আজমতউল্লাহ ওমরজাই। ১২ ওভার শেষে টাইটানসের স্কোর ৪ উইকেটে ৯৭ রান। দেশপান্ডের ওভারে ৪ রান ওঠে। ২৮ রানে ব্যাট করছেন সাই সুদর্শন। দেশপান্ডে ৩ ওভারে ১৬ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন।

26 Mar 2024, 10:38:47 PM IST

CSK vs GT Live Score: মুস্তাফিজুরের ওভারে জোড়া বাউন্ডারি

১১তম ওভারে বল করতে আসেন মুস্তাফিজুর রহমান। তাঁর প্রথম বলেই চার মারেন সাই সুদর্শন। চতুর্থ বলে চার মারেন ডেভিড মিলার। ওভারে ১৩ রান ওঠে। ১১ ওভার শেষে গুজরাট টাইটানসের স্কোর ৩ উইকেটে ৯৩ রান। জিততে ৯ ওভারে ১১৪ রান দরকার টাইটানসের। ২০ বলে ২৭ রান করেছেন সাই সুদর্শন। তিনি ৩টি চার মেরেছেন। ১২ বলে ১৯ রান করেছেন ডেভিড মিলার। তিনিও ৩টি চার মেরেছেন। মুস্তাফিজুর ২ ওভারে ২৩ রান খরচ করেছেন। যদিও কোনও উইকেট পাননি তিনি।

26 Mar 2024, 10:33:18 PM IST

CSK vs GT Live Score: ১০ ওভারে ১২৭ দরকার গুজরাটের

নবম ওভারে বল করতে আসেন ইমপ্যাক্ট প্লেয়ার মাথিসা পথিরানা। তাঁর তৃতীয় বলে চার মারেন ডেভিড মিলার। পথিরানার ওভারে ১০ রান ওঠে। ৯ ওভার শেষে গুজরাট টাইটানসের স্কোর ৩ উইকেটে ৬৭ রান। ১০ ওভারে পুরনায় বল করতে আসেন ডারিল মিচেল। তাঁর প্রথম বলেই চার মারেন ডেভিড মিলার। পঞ্চম বলে চার মারেন সাই সুদর্শন। ওভারে ১৩ রান ওঠে। ১০ ওভার শেষে গুজরাট টাইটানসের স্কোর ৩ উইকেটে ৮০ রান। সুতরাং, শেষ ১০ ওভারে জয়ের জন্য ১২৭ রান দরকার টাইটানসের। ১৭ বলে ২১ রান করেছেন সাই সুদর্শন। তিনি ২টি চার মেরেছেন। ৯ বলে ১২ রান করেছেন ডেভিড মিলার। তিনিও ২টি চার মেরেছেন। ডারিল মিচেল ২ ওভারে ১৮ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন।

26 Mar 2024, 10:18:45 PM IST

CSK vs GT Live Score: বিজয় শঙ্করকে ফেরালেন ডারিল মিচেল

অষ্টম ওভারে প্রথমবার বল করতে আসেন ডারিল মিচেল। বল হাতে নিয়েই তিনি তুলে নেন বিজয় শঙ্করের উইকেট। ৭.৩ ওভারে মিচেলের বলে উইকেটকিপার মহেন্দ্র সিং ধোনির দস্তানায় ধরা পড়েন বিজয়। নিজের ডানদিকে শরীর ছুঁড়ে দুর্দান্ত ক্যাচ ছাড়েন ধোনি। ১২ বলে ১২ রান করে সাজঘরে ফেরেন তিনি। মারেন ১টি ছক্কা। গুজরাট টাইটানস দলগত ৫৫ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ডেভিড মিলার। মিচেলের ওভারে ৫ রান ওঠে। ৮ ওভার শেষে গুজরাট টাইটানসের স্কোর ৩ উইকেটে ৫৭ রান। ১২ বলে ১৩ রান করেছেন সাই সুদর্শন। ১ রান করেছেন মিলার।

26 Mar 2024, 10:15:38 PM IST

CSK vs GT Live Score: ৫০ টপকাল গুজরাট টাইটানস

সপ্তম ওভারে দলগত ৫০ রানের গণ্ডি টপকে যায় গুজরাট টাইটানস। সপ্তম ওভারে প্রথমবার স্পিন আক্রমণ শানায় সিএসকে। বল করতে আসেন রবীন্দ্র জাদেজা। তাঁর প্রথম বলেই চার মারেন সাই সুদর্শন। পরের ৫টি বলে ৫টি সিঙ্গল হয়। ওভারে মোট ৯ রান ওঠে। ৭ ওভার শেষে গুজরাট টাইটানসের স্কোর ২ উইকেটে ৫২ রান। ১০ বলে ১০ রান করেছেন বিজয় শঙ্কর। তিনি ১টি ছক্কা মেরেছেন। ১০ বলে ১১ রান করেছেন সাই সুদর্শন। তিনি ১টি চার মেরেছেন।

26 Mar 2024, 10:12:08 PM IST

CSK vs GT Live Score: পাওয়ার প্লে-র খেলা শেষ

ষষ্ঠ ওভারে বল করতে আসেন তুষার দেশপান্ডে, যিনি নিজের প্রথম ওভারে ৪ রান খরচ করেছিলেন। ষষ্ঠ ওভারের দ্বিতীয় বলে ছক্কা হাঁকান বিজয় শঙ্কর। ওভারে ৮ রান ওঠে। পাওয়ার প্লে-র ৬ ওভার শেষে গুজরাট টাইটানসের স্কোর ২ উইকেটে ৪৩ রান। ৮ বলে ৮ রান করেছেন বিজয় শঙ্কর। মেরেছেন ১টি চার। ৬ বলে ৪ রান করেছেন সাই সুদর্শন। তুষার ২ ওভারে ১২ রান খরচ করেছেন। যদিও কোনও উইকেট পাননি তিনি। পাওয়ার প্লে-তে ৬ রানের ইকনমি রেট মন্দ নয় মোটেও।

26 Mar 2024, 10:04:20 PM IST

CSK vs GT Live Score: ঋদ্ধিমানকে ফেরালেন দীপক চাহার

চতুর্থ ওভারে চেন্নাই বোলিং আক্রমণে নিয়ে আসে তুষার দেশপান্ডেকে। তাঁর ওভারে ৪ রান ওঠে। ২টি সিঙ্গল নেন ঋদ্ধিমান। ২টি সিঙ্গল নেন সাই সুদর্শন। পঞ্চম ওভারে ফের বল করতে আসেন দীপক চাহার। তাঁর ওভারের দ্বিতীয় বল ঋদ্ধিমান সাহার হেলমেটে লাগে। ফিজিও এসে কনকাশন টেস্ট করেন। চতুর্থ বলে বড় শট নেওয়ার চেষ্টায় তুষার দেশপান্ডের হাতে ধরা পড়েন ঋদ্ধি। ১৭ বলে ২১ রান করে মাঠ ছাড়েন সাহা। তিনি ৪টি চার মারেন। গুজরাট দলগত ৩৪ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন বিজয় শঙ্কর। চাহারের এই ওভারে ৩ রান ওঠে। ৫ ওভার শেষে গুজরাট টাইটানসের স্কোর ২ উইকেটে ৩৫ রান। সুদর্শন ৩ ও বিজয় শঙ্কর ১ রানে ব্যাট করছেন। চাহার ৩ ওভারে ২১ রান খরচ করে ২টি উইকেট নিয়েছেন।

26 Mar 2024, 09:55:08 PM IST

CSK vs GT Live Score: গিলকে ফেরালেন দীপক চাহার

তৃতীয় ওভারে পুনরায় বল করতে আসেন দীপক চাহার। তাঁর প্রথম বলে ১ রান নিয়ে প্রান্ত বদল করেন শুভমন গিল। দ্বিতীয় ও তৃতীয় বলে পরপর ২টি চার মারেন ঋদ্ধিমান সাহা। ওভারের পঞ্চম বলে শুভমন গিলকে এলবিডব্লিউর ফাঁদে জড়ান দীপক চাহার। রিবিউ নিয়েও বাঁচেননি তিনি। গিল ৫ বলে ৮ রান করে মাঠ ছাড়েন। তিনি ১টি ছক্কা মারেন। ২৮ রানে ১ উইকেট হারায় গুজরাট টাইটানস। ব্যাট করতে নামেন সাই সুদর্শন। তিনি মোহিত শর্মার বদলে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে ক্রিজে আসেন। ঋদ্ধি ১২ বলে ১৯ রান করেছেন। চাহার ২ ওভারে ১৮ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন।

26 Mar 2024, 09:48:21 PM IST

CSK vs GT Live Score: মুস্তাফিজুরের ওভারে জোড়া বাউন্ডারি ঋদ্ধির

দ্বিতীয় ওভারে বল করতে আসেন মুস্তাফিজুর রহমান। তাঁর প্রথম বলেই চার মারেন ঋদ্ধিমান সাহা। দ্বিতীয় বলে ১ রান নেন তিনি। তৃতীয় বলে কোনও রান ওঠেনি। চতুর্থ বলে ১ রান নেন শুভমন গিল। পঞ্চম বলে চার মারেন ঋদ্ধি। শেষ বলে কোনও রান খরচ করেননি মুস্তাফিজ। দ্বিতীয় ওভারে সাকুল্যে ১০ রান ওঠে। ২ ওভার শেষে গুজরাট টাইটানসের স্কোর বিনা উইকেটে ১৭ রান। ঋদ্ধিমান সাহা ৯ বলে ১০ রান করেছেন। মেরেছেন ২টি চার। ২ বলে ৭ রান করেছেন শুভমন গিল। তিনি ১টি ছক্কা মেরেছেন। আরও পড়ুন:- IPL 2024: হার্দিক কি ধোনি হতে চাইছেন? পান্ডিয়ার ক্যাপ্টেন্সির ঘোর সমালোচনা শামির

26 Mar 2024, 09:41:28 PM IST

CSK vs GT Live Score: গিলের ছক্কায় রান তাড়া শুরু গুজরাটের

দ্বিতীয় ইনিংসের শুরুতেই শিবম দুবেকে বসিয়ে চেন্নাই সুপার কিংস ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে মাঠে নামায় মাথিসা পথিরানাকে। গুজরাটের হয়ে ওপেন করতে নামেন ঋদ্ধিমান সাহা ও শুভমন গিল। সিএসকের হয়ে বোলিং শুরু করেন দীপক চাহার। পঞ্চম বলে ১ রান নিয়ে স্কোরবোর্ড চালু করেন সাহা। ওভারের শেষ বলে ছক্কা মারেন শুভমন গিল। প্রথম ওভারে কোনও উইকেট না হারিয়ে ৭ রান তোলে গুজরাট টাইটানস। গিল ১ বলে ৬ রান করেছেন। ৫ বলে ১ রান করেছেন ঋদ্ধিমান সাহা।

26 Mar 2024, 09:17:35 PM IST

CSK vs GT Live Score: রিজভিকে ফেরালেন মোহিত, ২০০ টপকে থামল চেন্নাই

শেষ ওভারে বল করতে আসেন মোহিত শর্মা। প্রথম বলে ১ রান নিয়ে প্রান্ত বদল করেন ডারিল মিচেল। দ্বিতীয় বলে কোনও রান ওঠেনি। ১৯.৩ ওভারে মোহিতের বলে ডেভিড মিলারের হাতে ধরা দিয়ে সাজঘরে ফেরেন সমীর রিজভি। ৬ বলে ১৪ রান করে ক্রিজ ছাড়েন রিজভি। মারেন ২টি ছক্কা। চেন্নাই ১৯৯ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন রবীন্দ্র জাদেজা। তিনি চতুর্থ বলে ২ রান নিয়ে চেন্নাইকে দলগত ২০০ রানের গণ্ডি পার করান। পঞ্চম বলে চার মারেন জাদেজা। শেষ বলে ১ রান পূর্ণ করার পরে রান-আউট হন ডারিল মিচেল। তিনি ২টি বাউন্ডারির সাহায্যে ২০ বলে ২৪ রান করে মাঠ ছাড়েন। চেন্নাই নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২০৬ রান তোলে। সুতরাং, জয়ের জন্য গুজরাট টাইটানসের দরকার ২০৭ রান। মোহিত শর্মা ৪ ওভারে ৩৬ রান খরচ করে ১টি উইকেট তুলে নেন। জাদেজা ৩ বলে ৭ রান করে অপরাজিত থাকেন।

26 Mar 2024, 09:12:27 PM IST

CSK vs GT Live Score: দুবেকে ফেরালেন রশিদ

ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেই আউট হয়ে বসেন শিবম দুবে। ১৮.২ ওভারে রশিদ খানের বলে বিজয় শঙ্করের হাতে ধরা পড়েন তিনি। ২৩ বলে ৫১ রান করে মাঠ ছাড়েম শিবম। তিনি ২টি চার ও ৫টি ছক্কা মারেন। চেন্নাই ১৮৪ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন সমীর রিজভি। তিনি মাঠে নেমে প্রথম বলেই ছক্কা মারেন। ওভারের শেষ বলে আরও একটি ছয় মারেন সমীর। ১৫ রান ওঠে রশিদের ওভারে। ১৯ ওভার শেষে চেন্নাই সুপার কিংসের স্কোর ৪ উইকেটে ১৯৮ রান। সমীর ৪ বলে ১৪ রান করেছেন। ১৯ বলে ২৩ রান করেছেন ডারিল মিচেল। ৪ ওভারে ৪৯ রান খরচ করে ২টি উইকেট নিয়েছেন রশিদ খান।

26 Mar 2024, 09:08:22 PM IST

CSK vs GT Live Score: ঝোড়ো হাফ-সেঞ্চুরি শিবম দুবের

১৭তম ওভারে বল করতে আসেন স্পেনসার জনসন। তাঁর ওভারের পঞ্চম বলে চার মারেন ডারিল মিচেল। ওভারে ৭ রান ওঠে। জনসন ৪ ওভারের বোলিং কোটায় ৩৫ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন। ১৮তম ওভারে গুজরাট বল করতে পাঠায় মোহিত শর্মাকে। তাঁর দ্বিতীয় বলে ছক্কা হাঁকান শিবম দুবে। সেই সুবাদে মিচেলের সঙ্গে ৫০ রানের পার্টনারশিপ পূর্ণ করেন তিনি। মোহিতের ওভারের শেষ বলে ২ রান নিয়ে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন দুবে। ২টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ২২ বলে ব্যক্তিগত অর্ধশতরান পূর্ণ করেন শিবম। ১৮ ওভার শেষে চেন্নাইয়ের স্কোর ৩ উইকেটে ১৮৩ রান। ৫১ রানে ব্যাট করছেন দুবে। ২২ রান করেছেন ডারিল মিচেল। মোহিত ৩ ওভারে ২৮ রান খরচ করেছেন।

26 Mar 2024, 08:57:24 PM IST

CSK vs GT Live Score: ঝোড়ো ব্যাটিং শিবম দুবের

১৬তম ওভারে বল করতে আসেন মোহিত শর্মা। তাঁর ওভারে ১০ রান সংগ্রহ করে চেন্নাই সুপার কিংস। ওভারের শেষ বলে চার মারেন শিবম দুবে। তিনি ঝড়ের গতিতে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরির দিকে এগোচ্ছেন। দুবে ১৬ বলে ৪১ রান করেছেন। মেরেছেন ২টি চার ও ৪টি ছক্কা। ১২ বলে ১৪ রান করে অপরাজিত রয়েছেন ডারিল মিচেল। তিনি ১টি চার মেরেছেন। মিচেল মূলত শিবম দুবেকে সঙ্গ দিচ্ছেন। মোহিত শর্মা ২ ওভারে ১৭ রান খরচ করেছেন। যদিও এখনও কোনও উইকেট পাননি তিনি। চেন্নাইয়ের রান-রেট এই মুহূর্তে ১০.৩১।

26 Mar 2024, 08:49:21 PM IST

CSK vs GT Live Score: ১৫০ টপকাল চেন্নাই

১৫তম ওভারে দলগত ১৫০ রানের গণ্ডি টপকে যায় চেন্নাই সুপার কিংস। স্পেনসার জনসনের ওভারের চতুর্থ বলে চার মারেন শিবম দুবে। পঞ্চম বলে ছক্কা হাঁকান তিনি। ওভারে ১৪ রান ওঠে। ১৫ ওভার শেষে চেন্নাই সুপার কিংসের স্কোর ৩ উইকেটে ১৫৫ রান। ১৪ বলে ৩৬ রানের ধ্বংসাত্মক ইনিংস খেলে অপরাজিত রয়েছেন শিবম দুবে। তিনি ১টি চার ও ৪টি ছক্কা মেরেছেন। ১টি বাউন্ডারির সাহায্যে ৮ বলে ৯ রান করেছেন ডারিল মিচেল। জনসন ৩ ওভারে ২৮ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন।

26 Mar 2024, 08:46:55 PM IST

CSK vs GT Live Score: রশিদের ওভারে ১৩ রান

১৪তম ওভারে বল করতে আসেন রশিদ খান। ওভারের চতুর্থ বলে চার মারেন ডারিল মিচেল। শেষ বলে ছক্কা মারেন শিবম দুবে। ওভারে ১৩ রান ওঠে। ১৮ ওভার শেষে চেন্নাই সুপার কিংসের স্কোর ৩ উইকেটে ১৪১ রান। ১০ বলে ২৪ রান করেছেন শিবম দুবে। তিনি ৩টি ছক্কা মেরেছেন। ৬ বলে ৭ রান করেছেন ডারিল মিচেল। তিনি ১টি চার মেরেছেন। রশিদ খান ৩ ওভারে ৩৪ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন।

26 Mar 2024, 08:38:11 PM IST

CSK vs GT Live Score: রুতুরাজকে ফেরালেন জনসন

১২তম ওভারে বল করতে আসেন মোহিত শর্মা। তাঁর ওভারে ৭ রান ওঠে। ১৩তম ওভারে গুজরাট বল করতে পাঠায় স্পেনসার জনসনকে। ১২.৩ ওভারে স্পেনসার জনসনের বলে ঋদ্ধিমান সাহার দস্তানায় ধরা পড়েন রুতুরাজ গায়কোয়াড়। নিশ্চিত হাফ-সেঞ্চুরি মাঠে ফেলে আসেন চেন্নাই দলনায়ক। ৩৬ বলে ৪৬ রান করেন তিনি। মারেন ৫টি চার ও ১টি ছক্কা। চেন্নাই ১২৭ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ডারিল মিচেল। জনসনের ওভারে মাত্র ২ রান ওঠে। ১৩ ওভার শেষে চেন্নাই সুপার কিংসের স্কোর ৩ উইকেটে ১২৮ রান। শিবম দুবে ১৭ ও মিচেল ১ রানে ব্যাট করছেন। জনসন ২ ওভারে ১৪ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন।

26 Mar 2024, 08:24:34 PM IST

CSK vs GT Live Score: রাহানেকে ফেরালেন সাই কিশোর

নবম ওভারে সাই কিশোর ৮ রান খরচ করেন। দশম ওভারে স্পেনসার জনসনের প্রথম বলেই ছক্কা মারেন রুতুরাজ গায়কোয়াড়। শেষ বলে চার মারেন তিনি। দশম ওভারে ১২ রান ওঠে। ১০ ওভার শেষে চেন্নাই সুপার কিংস সংগ্রহ করে ১ উইকেটে ১০৪ রান। ১১তম ওভারে বল করতে এসে অজিঙ্কা রাহানেকে আউট করেন সাই কিশোর। ১০.১ ওভারে সাই কিশোরের বলে রাহানেকে স্টাম্প-আউট করেন ঋদ্ধিমান সাহা। ১২ বলে ১২ রান করে মাঠ ছাড়েন রাহানে। ১০৪ রানে ২ উইকেট হারায় চেন্নাই। ব্যাট করতে নামেন শিবম দুবে। তিনি মাঠে নেমেই পরপর ২টি ছক্কা মারেন। ওভারে ১৫ রান ওঠে। ১১ ওভার শেষে চেন্নাই সুপার কিংসের স্কোর ২ উইকেটে ১১৯ রান। ৩১ বলে ৪৩ রান করেছেন রুতুরাজ গায়কোয়াড়। তিনি ৫টি চার ও ১টি ছক্কা মেরেছেন। ৩ বলে ১৩ রান করেছেন শিবদ দুবে। সাই কিশোর ৩ ওভারে ২৮ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন।

26 Mar 2024, 08:18:24 PM IST

CSK vs GT Live Score: লড়াই জারি রুতুরাজের

সপ্তম ওভারে বল করতে আসেন সাই কিশোর। তাঁর ওভারে ৫ রান ওঠে। অষ্টম ওভারে পুনরায় বল হাতে নেন রশিদ খান। ওভারের দ্বিতীয় বলে চার মারেন রুতুরাজ। রশিদের ওভারে ১০ রান ওঠে। ৮ ওভার শেষে চেন্নাই সুপার কিংসের স্কোর ১ উইকেটে ৮৪ রান। ২১ বলে ২৮ রান করেছেন রুতুরাজ গায়কোয়াড়। মেরেছেন ৪টি চার। ৭ বলে ৬ রান করেছেন অজিঙ্কা রাহানে। রশিদ খান ২ ওভার বল করে ২১ রান খরচ করে ১টি উইকেট তুলে নিয়েছেন। আরও পড়ুন:- Women's Asia Cup 2024: মেয়েদের এশিয়া কাপের একই গ্রুপে ভারত-পাকিস্তান, কবে-কোথায় অনুষ্ঠিত হবে টুর্নামেন্ট? দেখে নিন সূচি

26 Mar 2024, 08:02:06 PM IST

CSK vs GT Live Score: রাচিনকে ফেরালেন রশিদ খান

ষষ্ঠ ওভারে প্রথমবার বল করতে আসেন রশিদ খান। নিজের প্রথম ওভারেই তিনি গুজরাট টাইটানসকে সাফল্য এনে দেন। ওভারের প্রথম বলেই চার মারেন রাচিন। ৫.২ ওভারে রশিদের বলে রবীন্দ্রকে স্টাম্প-আউট করেন ঋদ্ধিমান সাহা। নিশ্চিত হাফ-সেঞ্চুরি মাঠে ফেলে আসেন রাচিন। তিনি ২০ বলে ৪৬ রান করে সাজঘরে ফেরেন। মারেন ৬টি চার ও ৩টি ছক্কা। চেন্নাই সুপার কিংস দলগত ৬২ রানে প্রথম উইকেট হারায়। ব্যাট করতে নামেন অজিঙ্কা রাহানে। ওভারের শেষ বলে চার মারেন রুতুরাজ গায়কোয়াড়। রশিদের প্রথম ওভারে ১১ রান ওঠে। পাওয়ার প্লে-র ৬ ওভার শেষে চেন্নাইয়ের স্কোর ১ উইকেটে ৬৯ রান। রুতুরাজ ১৮ রানে ব্যাট করছেন।

26 Mar 2024, 07:57:17 PM IST

CSK vs GT Live Score: ৫০ টপকাল চেন্নাই সুপার কিংস

আজমতউল্লাহ ওমরজাইকে পাওয়ার প্লে-তে টানা তিন ওভার বল করানোর সিদ্ধান্ত নেয় গুজরাট টাইটানস। যদিও সিদ্ধান্ত কতটা সঠিক ছিল, তা নিয়ে প্রশ্ন উঠতে পারে। কেননা পঞ্চম ওভারে আজমতের প্রথম বলে চার মারেন রুতুরাজ। তৃতীয় বলে ছক্কা হাঁকান রাচিন রবীন্দ্র। পঞ্চম বলে চার মারেন তিনি। ওভারে মোট ১৭ রান ওঠে। চেন্নাই ৫ ওভারেই দলগত ৫০ রানের গণ্ডি টপকে যায়। ৫ ওভার শেষে তাদের স্কোর বিনা উইকেটে ৫৮ রান। ১৮ বলে ৪২ রান করেছেন রাচিন রবীন্দ্র। তিনি ৫টি চার ও ৩টি ছক্কা মেরেছেন। ১২ বলে ১৩ রান করেছেন রুতুরাজ গায়কোয়াড়। তিনি ২টি চার মেরেছেন। আজমত ৩ ওভারে ৩০ রান খরচ করেছেন।

26 Mar 2024, 07:51:54 PM IST

CSK vs GT Live Score: উমেশের ওভারে ১৬ রান

অত্যন্ত খরুচে বোলিং উমেশ যাদবের। চতুর্থ ওভারে উমেশের প্রথম বলে ছক্কা মারেন রাচিন রবীন্দ্র। দ্বিতীয় বলে চার মারেন তিনি। ওভারের চতুর্থ বলে চার মারেন রুতুরাজ গায়কোয়াড়। চতুর্থ ওভারে মোট ১৬ রান ওঠে। ৪ ওভার শেষে চেন্নাই সুপার কিংসের স্কোর বিনা উইকেটে ৪১ রান। ১৪ বলে ৩১ রান করেছেন রাচিন রবীন্দ্র। তিনি ৪টি চার ও ২টি ছক্কা মেরেছেন। ১০ বলে ৯ রান করেছেন রুতুরাজ গায়কোয়াড়। উমেশ যাদব ২ ওভারে ২৭ রান খরচ করেছেন। কোনও উইকেট পাননি তিন।

26 Mar 2024, 07:44:35 PM IST

CSK vs GT Live Score: শুরু থেকেই ব্যাট চালাচ্ছেন রাচিন রবীন্দ্র

দ্বিতীয় ওভারে বল করতে আসেন উমেশ যাদব। ওভারের চতুর্থ বলে ছক্কা মারেন রাচিন রবীন্দ্র। পঞ্চম বলে চার মারেন তিনি। ওভারে ১১ রান ওঠে। তৃতীয় ওভারে পুনরায় বল করতে আসেন আজমতউল্লাহ ওমরজাই। তাঁর চতুর্থ ও পঞ্চম বলে পরপর ২টি চার মারেন রাচিন। সেই ওভারে ১২ রান ওঠে। ৩ ওভার শেষে চেন্নাইয়ের স্কোর বিনা উইকেটে ২৫ রান। রাচিন ১০ বলে ২০ রান করেছেন। মেরেছেন ৩টি চার ও ১টি ছক্কা। ৮ বলে ৪ রান করেছেন রুতুরাজ গায়কোয়াড়। আজমতউল্লাহ ২ ওভারে ১৪ রান খরচ করেছেন।

26 Mar 2024, 07:37:27 PM IST

CSK vs GT Live Score: প্রথম ওভারেই জীবনদান পেলেন রুতুরাজ

রাচিন রবীন্দ্রকে সঙ্গে নিয়ে ওপেন করতে নামেন রুতুরাজ গায়কোয়াড়। গুজরাটের হয়ে বোলিং শুরু করেন আজমতউল্লাহ ওমরজাই। প্রথম ওভারেই ভাগ্য সঙ্গ দেয় চেন্নাই দলনায়ক রুতুরাজ গায়কোয়াড়কে। ওভারের দ্বিতীয় বলে ১ রান নিয়ে খাতা খোলেন রুতুরাজ। তৃতীয় বলে ১ রান নেন রাচিন রবীন্দ্র। আজমতের ওভারের শেষ বলে স্লিপে রুতুর সহজ ক্যাচ ছাড়েন আর সাই কিশোর। চেন্নাই সুপার কিংস প্রথম ওভারে কোনও উইকেট না হারিয়ে ২ রান তোলে। ব্যক্তিগত ১ রানে আউট হতে হতে বেঁচে যান গায়কোয়াড়।

26 Mar 2024, 07:19:22 PM IST

CSK vs GT Live Score: গুজরাটের প্রথম একাদশ

ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), শুভমন গিল (ক্যাপ্টেন), আজমতউল্লাহ ওমরজাই (আফগানিস্তান), ডেভিড মিলার (দক্ষিণ আফ্রিকা), বিজয় শঙ্কর রাহুল তেওয়াটিয়া, রশিদ খান (আফগানিস্তান), সাই কিশোর, উমেশ যাদব, মোহিত শর্মা ও স্পেনসার জনসন (অস্ট্রেলিয়া)। গুজরাট টাইটানসের ইমপ্যাক্ট পরিবর্ত- সাই সুদর্শন, বিআর শরৎ, অভিনব মনোহর, মানব সুতার ও নূর আহমেদ (আফগানিস্তান)।

26 Mar 2024, 07:16:28 PM IST

CSK vs GT Live Score: চেন্নাইয়ের প্রথম একাদশ

রুতুরাজ গায়কোয়াড় (ক্যাপ্টেন), রাচিন রবীন্দ্র (নিউজিল্যান্ড), অজিঙ্কা রাহানে, ডারিল মিচেল (নিউজিল্যান্ড), শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, সমীর রিজভি, মহেন্দ্র সিং ধোনি (উইকেটকিপার), দীপক চাহার, তুষার দেশপান্ডে ও মুস্তাফিজুর রহমান (বাংলাদেশ)। চেন্নাই সুপার কিংসের ইমপ্যাক্ট পরিবর্ত- মাথিসা পথিরানা (শ্রীলঙ্কা), শার্দুল ঠাকুর, শেক রশিদ, নিশান্ত সিন্ধু ও মিচেল স্যান্টনার (নিউজিল্যান্ড)।

26 Mar 2024, 07:03:14 PM IST

CSK vs GT Live Score: টস জিতলেন শুভমন গিল

চিপকে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে আইপিএল ২০২৪-এর হাই-ভোল্টেজ ম্যাচে টস জিতল গুজরাট টাইটানস। টস জিতে গুজরাট দলনায়ক শুভমন গিল শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানান হোম টিম চেন্নাইকে। যদিও একবার ভুল করে গিল বলে ফেলেছিলেন যে, শুরুতে ব্যাট করবেন তাঁরা। তবে পরক্ষণেই নিজের ভুল শুধরে নেন শুভমন। অর্থাৎ, চিপকে টস হেরে শুরুতে ব্যাটিং সিএসকের। রান তাড়া করবে গুজরাট টাইটানস। চেন্নাই দলনায়ক রুতুরাজ গায়কোয়াড় অবশ্য স্পষ্ট জানান যে, তিনিও টস জিতলে শুরুতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিতেন। চেন্নাইয়ের হয়ে এই ম্যাচে ইমপ্যাক্ট পরিবর্ত হিসেবে মাঠে নামতে পারেন মাথিসা পথিরানা।

26 Mar 2024, 06:55:52 PM IST

CSK vs GT Live Score: হিন্দুস্তান টাইমস বাংলার লাইভ ব্লগে স্বাগত

হিন্দুস্তান টাইমস বাংলার লাইভ ব্লগে স্বাগত। চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামে আইপিএল ২০২৪-এর সপ্তম লিগ ম্যাচে সম্মুখসমরে চেন্নাই সুপার কিংস ও গুজরাট টাইটানস। ম্যাচের লাইভ স্কোর ও যাবতীয় ঘটনাবলির আপডেট পাবেন এই ব্লগে। উল্লেখ্য, চেন্নাই সুপার কিংস এখনও পর্যন্ত ৫ বার আইপিএলের খেতাব জিতেছে। অন্যদিকে গুজরাট টাইটানস আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে একবার। উভয় দলই এবছর আইপিএল অভিযান শুরু করেছে জয় দিয়ে। চেন্নাই তাদের প্রথম ম্যাচে হারিয়ে দেয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে। গুজরাট তাদের প্রথম ম্যাচে পরাজিত করে মুম্বই ইন্ডিয়ান্সকে। এখন দেখার যে, মঙ্গলবার টুর্নামেন্টের অন্যতম দুই শক্তিশালী দলের মুখোমুখি লড়াইয়ে শেষ হাসি হাসে কারা।

ক্রিকেট খবর

Latest News

মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে শুক্রবার? জানুন রাশিফল শুক্রে অতি ভারী বৃষ্টি ৬ জেলায়, জারি কমলা সতর্কতা, ভাসবে আরও ৯টি, শনিতে কোথায়? ১১ জনে ঘিরে ধরে দুর্গরক্ষা, ভনের ছেলের ১১ উইকেটে হারতে হারতে জয় সামারসেটের-Video 'জুনিয়র ডাক্তারদের আন্দোলনের জেরে মৃত্যু', যুবকের স্ত্রীকে চাকরি দেওয়ার ভাবনা এত রাগ কোথা থেকে এল?প্যারালিম্পিক্সে সোনাজয়ী নভদীপকে প্রশ্ন প্রধানমন্ত্রী মোদীর বসিরহাটে শাহজাহানকে পরপর গুলি, ‘এত ভালো ছেলে, কে গুলি চালাল?’ ধন্দে পরিবার ‘আলোচনার জন্য বিজেপির মুখ্যমন্ত্রীদের এতক্ষণ অপেক্ষা করতে দেখেছেন?’ লিখল তৃণমূল মমতার মন্তব্যকে বিদ্রুপ ঋত্বিকের, বললেন, 'কেউ ঘাড় ধরে উৎসবে ফেরাতে পারে না' অব্যবস্থার অভিযোগ! নীরবতা ভাঙলেন গ্রেটার নয়ডা স্টেডিয়ামের ম্যানেজার মজা করে মেট্রোর আপৎকালীন বোতাম টেপায় ব্যাহত পরিষেবা, ৫,০০০ টাকা জরিমানা যুবকের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.