বাংলা নিউজ > ক্রিকেট > CSK vs KKR, IPL 2024: ভেরিফায়েড- বল হাতে ভেল্কি দেখিয়ে চেন্নাইয়ের ‘ক্রিকেট থালাপতি’ হলেন জাদেজা

CSK vs KKR, IPL 2024: ভেরিফায়েড- বল হাতে ভেল্কি দেখিয়ে চেন্নাইয়ের ‘ক্রিকেট থালাপতি’ হলেন জাদেজা

বল হাতে ভেল্কি দেখিয়ে চেন্নাইয়ের ‘ক্রিকেট থালাপতি’ হলেন জাদেজা। ছবি: এএনআই

Chennai Super Kings vs Kolkata Knight Riders: সিএসকে সমর্থকদের কাছে থালা হিসেবে পরিচিত ধোনি। চেন্নাইয়ের প্রাক্তন ব্যাটার সুরেশ রায়নাকে ‘চিন্না থালা’ বলে ডাকেন ভক্তরা। এবার ক্রিকেট থালাপতি’ উপাধি দেওয়া হল জাড্ডুকে।

সোমবার এমএ চিদাম্বরম স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে দুরন্ত জয় ছিনিয়ে নিয়েছে চেন্নাই সুপার কিংস। সিএসকে-র এই জয়ে বড় ভূমিকা রয়েছে রবীন্দ্র জাদেজার। তিনি ৪ ওভারে ১৮ রান দিয়ে তিন উইকেট তুলে নেন। আসলে জাদেজা প্রথম ওভারে বল করতে এসেই জোড়া উইকেট তুলে নেন। ফেরান অংকৃষ রঘুবংশী এবং সুনীল নারিনকে। এই ওভারই ম্যাচের টার্নিং পয়েন্ট হয়ে যায়। আর জাদেজার দুরন্ত স্পেলই জোড়া হারের ধাক্কা কাটিয়ে সিএসকে-কে জয়ে ফেরাতে সাহায্য করে।

আরও পড়ুন: ভিডিয়ো- সকলকে অবাক করে রাসেলের লোপ্পা ক্যাচ ফেললেন ধোনি, বয়সের জেরেই কি এমন ভুল?

এই পারফরম্যান্সের পরে কি জাদেজা ‘থালাপতি’ উপাধি পেলেন? আসলে সিএসকে সমর্থকদের কাছে থালা হিসেবে পরিচিত ধোনি। ম্যাচের সেরার পুরস্কার নেওয়ার সময় জাড্ডুকে সঞ্চালক হর্ষ ভোগলে বলেন, ‘এ বার তোমাকে থালাপতি (সেনাপতি) বলা যায়?’ এৱ প্রতুত্তরে জাদেজা বলেন, ‘এখনও এই উপাধি ভেরিফায়েড হয়নি।’ প্রসঙ্গত, চেন্নাইয়ের প্রাক্তন ব্যাটার সুরেশ রায়নাকে ‘চিন্না থালা’ বলে ডাকেন ভক্তরা। এবার ‘ক্রিকেট থালাপতি’ উপাধি দেওয়া হল জাড্ডুকে। সিএসকের সোশ্যাল সাইটে এমনই ঘোষণা করা হয়।

চিপকে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে অসাধারণ পারফরম্যান্স করে একাধিক রেকর্ড গড়েছেন তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। আইপিএল-এর ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে অন্তত ১,০০০ রান, ১০০ উইকেট এবং ১০০ ক্যাচ নেওয়ার রেকর্ড গড়েছেন জাড্ডু। এদিন দুরন্ত পারফরম্যান্স করে ম্যাচের সেরা নির্বাচিত হন জাদেজা।

আরও পড়ুন: ধোনির নামের শব্দব্রহ্মের থেকে বাঁচতে দু'কান চাপলেন রাসেল, পরে জাহির করলেন মাহির প্রতি মুগ্ধতার কথা- ভিডিয়ো

ম্যাচের পর জাদেজা বলেন, ‘আমি সব সময়ে এই ধরনের উইকেটে বোলিং করতে ভালোবাসি। আমার লক্ষ্য ছিল প্রতিটি বলকে সঠিক জায়গায় রাখা। আমি এখানে অনেকদিন অনুশীলন করেছি। এই পিচে ভালো জায়গায় বল রাখতে পারলে যে সাহায্য পাওয়া যায় সেটা ভালো করেই জানি। চিপকের উইকেটের সঙ্গে মানিয়ে নেওয়া এবং কিছু পরিকল্পনা করার জন্য অন্য দলগুলির বেশ সময় লাগে। এখানে খেলতে এসে পিচের অবস্থা বোঝার ক্ষেত্রেও অন্য দলগুলির সমস্যা হয়। আমরা এখানকার পরিবেশ-পরিস্থিতি খুব ভালো জানি।’

আরও পড়ুন: CSK-এর কাছে KKR হারায় 2024 IPL-এ এখন একমাত্র অপরাজিত দল RR, জমে উঠেছে পয়েন্ট টেবলের সাপ-লুডোর লড়াই

টানা দু'ম্যাচ হারার পরে ফের খুশির হাওয়া বইতে শুরু করেছে রুতুরাজ গায়কোয়াড়দের শিবিরে। ব্যাট হাতে জাদেজা এখনও সেভাবে জ্বলে উঠতে পারেননি। কিন্তু বোলিং আর ফিল্ডিংয়ে তাঁর পারফরম্যান্স আশ্বস্ত করবে চেন্নাই ভক্তদের। কেকেআর-কে দাপটের সঙ্গে হারিয়ে, ফের অক্সিজেন পেয়ে গেল চেন্নাই সুপার কিংস। এদিকে ২০২৪ মরশুমে টানা তিন ম্যাচ জয়ের পর, প্রথম হারের মুখ দেখল কলকাতা নাইট রাইডার্স।

Haryana and JNK Election Haryana and JNK Election
ক্রিকেট খবর

Latest News

ঢাক বাজছে চড়াম চড়াম, মেয়েকে নিয়ে গ্রামের পুজোয় কেষ্ট, দিলেন না অঞ্জলি দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা! মহাষ্টমীর দিন ছেলের সঙ্গে মায়ের সামনে হল্লোড় কোয়েলের বাংলাদেশের দুর্গাপুজোর অনুষ্ঠানে ‘মুসলমানি গান,’ চমকে উঠলেন সনাতনীরা, গ্রেফতার ২ ২০ উইকেট নিতে হবে জিততে গেলে! পিচ বিতর্ক ঢাকতে বোলারদের ওপর দায় চাপালেন মাসুদ… মণ্ডপে ঢুকে ভাঙা হল দুর্গা প্রতিমার হাত, হাদরাবাদের ঘটনায় অশান্তি বৈদ্যবাটির দুর্গাপুজো মণ্ডপে শিকলবন্দি উট! পাত্তা দিচ্ছেন না রচনা, অভিযোগ তথাগতর প্রশিক্ষণের সময় ফেটে গেল আগ্নেয়াস্ত্রের শেল, বেঘোরে প্রাণ গেল দুই অগ্নিবীরের কলকাতা বেসরকারি হাসপাতালের নন এমার্জেন্সি পরিষেবা থেকে সরছেন চিকিৎসকরা,প্রতিবাদ! গার্ডেনরিচে মণ্ডপে ঢুকে পুজো বন্ধ করার হুমকি দুষ্কৃতীদের, দাবি শুভেন্দুর প্রত্যাবর্তনেই শতরান সুদীপের! ঋদ্ধির ০! রঞ্জিতে উত্তরপ্রদেশের বিপক্ষে চাপে বাংলা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.