সোমবার এমএ চিদাম্বরম স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে দুরন্ত জয় ছিনিয়ে নিয়েছে চেন্নাই সুপার কিংস। সিএসকে-র এই জয়ে বড় ভূমিকা রয়েছে রবীন্দ্র জাদেজার। তিনি ৪ ওভারে ১৮ রান দিয়ে তিন উইকেট তুলে নেন। আসলে জাদেজা প্রথম ওভারে বল করতে এসেই জোড়া উইকেট তুলে নেন। ফেরান অংকৃষ রঘুবংশী এবং সুনীল নারিনকে। এই ওভারই ম্যাচের টার্নিং পয়েন্ট হয়ে যায়। আর জাদেজার দুরন্ত স্পেলই জোড়া হারের ধাক্কা কাটিয়ে সিএসকে-কে জয়ে ফেরাতে সাহায্য করে।
আরও পড়ুন: ভিডিয়ো- সকলকে অবাক করে রাসেলের লোপ্পা ক্যাচ ফেললেন ধোনি, বয়সের জেরেই কি এমন ভুল?
এই পারফরম্যান্সের পরে কি জাদেজা ‘থালাপতি’ উপাধি পেলেন? আসলে সিএসকে সমর্থকদের কাছে থালা হিসেবে পরিচিত ধোনি। ম্যাচের সেরার পুরস্কার নেওয়ার সময় জাড্ডুকে সঞ্চালক হর্ষ ভোগলে বলেন, ‘এ বার তোমাকে থালাপতি (সেনাপতি) বলা যায়?’ এৱ প্রতুত্তরে জাদেজা বলেন, ‘এখনও এই উপাধি ভেরিফায়েড হয়নি।’ প্রসঙ্গত, চেন্নাইয়ের প্রাক্তন ব্যাটার সুরেশ রায়নাকে ‘চিন্না থালা’ বলে ডাকেন ভক্তরা। এবার ‘ক্রিকেট থালাপতি’ উপাধি দেওয়া হল জাড্ডুকে। সিএসকের সোশ্যাল সাইটে এমনই ঘোষণা করা হয়।
চিপকে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে অসাধারণ পারফরম্যান্স করে একাধিক রেকর্ড গড়েছেন তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। আইপিএল-এর ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে অন্তত ১,০০০ রান, ১০০ উইকেট এবং ১০০ ক্যাচ নেওয়ার রেকর্ড গড়েছেন জাড্ডু। এদিন দুরন্ত পারফরম্যান্স করে ম্যাচের সেরা নির্বাচিত হন জাদেজা।
ম্যাচের পর জাদেজা বলেন, ‘আমি সব সময়ে এই ধরনের উইকেটে বোলিং করতে ভালোবাসি। আমার লক্ষ্য ছিল প্রতিটি বলকে সঠিক জায়গায় রাখা। আমি এখানে অনেকদিন অনুশীলন করেছি। এই পিচে ভালো জায়গায় বল রাখতে পারলে যে সাহায্য পাওয়া যায় সেটা ভালো করেই জানি। চিপকের উইকেটের সঙ্গে মানিয়ে নেওয়া এবং কিছু পরিকল্পনা করার জন্য অন্য দলগুলির বেশ সময় লাগে। এখানে খেলতে এসে পিচের অবস্থা বোঝার ক্ষেত্রেও অন্য দলগুলির সমস্যা হয়। আমরা এখানকার পরিবেশ-পরিস্থিতি খুব ভালো জানি।’
আরও পড়ুন: CSK-এর কাছে KKR হারায় 2024 IPL-এ এখন একমাত্র অপরাজিত দল RR, জমে উঠেছে পয়েন্ট টেবলের সাপ-লুডোর লড়াই
টানা দু'ম্যাচ হারার পরে ফের খুশির হাওয়া বইতে শুরু করেছে রুতুরাজ গায়কোয়াড়দের শিবিরে। ব্যাট হাতে জাদেজা এখনও সেভাবে জ্বলে উঠতে পারেননি। কিন্তু বোলিং আর ফিল্ডিংয়ে তাঁর পারফরম্যান্স আশ্বস্ত করবে চেন্নাই ভক্তদের। কেকেআর-কে দাপটের সঙ্গে হারিয়ে, ফের অক্সিজেন পেয়ে গেল চেন্নাই সুপার কিংস। এদিকে ২০২৪ মরশুমে টানা তিন ম্যাচ জয়ের পর, প্রথম হারের মুখ দেখল কলকাতা নাইট রাইডার্স।