ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ হাতছাড়া করতে হয়েছে ভারতীয় মহিলা দলকে। নবি মুম্বইয়ে একটি মাত্র টেস্ট খেলতে নেমেছেন হরমনপ্রীত কৌররা। এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা যে খুব একটা ভালো হয়েছে তা একেবারেই বলা যাবে না। কারণ মাত্র ১৭ রান করে ফিরে যান স্মৃতি মন্ধনা। এমনকী শেফালিও বড় রান করতে পারেননি। তিনি ১৯ রান করেন। স্বাভাবিক ভাবেই কিছুটা হলেও চাপে পড়ে যায় তারা।
সেখান থেকেই ম্যাচ ধরেন সতীশ শুভা। ভারতের জার্সি গায়ে প্রথমবার খেলতে নামেন শুভা। আর প্রথমবার খেলতে নেমেই অর্ধশতরান করলেন তিনি। তাও আবার ৫০ বলে ৫০। যার মধ্যে তিনি ১০টি বাউন্ডারি মেরেছেন। শুভাকে যোগ্য সঙ্গ দেন জেমিমা রড্রিগেজ। তিনিও এই মুহূর্তে অর্ধশতরানের দিকে এগিয়ে চলেছেন। এই দুই ব্যাটারের ব্যাটে ভর করে বড় রানের দিকে এগিয়ে চলেছে ভারতীয় মহিলা দল।
এই ম্যাচে শুধুমাত্র শুভার অভিষেক হয়নি। একই সঙ্গে টেস্ট অভিষেক হয়েছে জেমিমা রড্রিগেজ এবং রেনুকা সিংয়েরও। স্বাভাবিক ভাবেই এই তিন অভিষেক হওয়া ক্রিকেটারের দিকে নজর থাকবে প্রত্যেকের। তবে শুভার ব্যাটিং নজর কেড়েছে প্রত্যেকের। কারণ তিনি এমন সময় ব্যাট করতে নেমেছিলেন, তখন বেশ চাপেই ছিল ভারতীয় দল। স্বাভাবিক ভাবে গুরুত্বপূর্ণ সময়ে দলের পাশে দাঁড়িয়ে ভরসা দেওয়াই নয়, টিম ইন্ডিয়ার জার্সি গায়ে নিজের প্রতিভাকে সামনে আনলেন শুভা।
অর্ধশতরান করতেই ড্রিসংরুম থেকে সতীর্থরা দাঁড়িয়ে অভিবাদন জানান। শুধু তাই নয়, সঙ্গে থাকা জেমিমাও তাঁকে জড়িয়ে ধরেন। ভারতের জার্সি গায়ে প্রথম ম্যাচেই অর্ধশতরান, স্বাভাবিক ভাবেই তিনিও যে বেশ আনন্দিত হয়েছেন তা বলার অপেক্ষা রাখে না। এদিন ইংল্যান্ডের বোলারদের দাপট কার্যত থামিয়ে দেন তিনি। একাই ব্যাট হাতে চালিয়ে খেলতে থাকেন তিনি। সেই সঙ্গে দলকে ভরসাও দিতে থাকেন। মধ্যাহ্নভোজের আগে পর্যন্ত ভারতের স্কোর ২৭ ওভারে ২ উইকেট হারিয়ে ১৩৬। ক্রিজে রয়েছেন শুভা (৫৫ রান) এবং জেমিমা (৩৭)। ইংল্যান্ডের হয়ে ক্রস এবং বেল একটি করে উইকেট নিয়েছেন। বাকিরা কেউ উইকেটের মুখ দেখতে পারেননি। বলা ভালো ভারতীয় এই জুটি বাকিদের হাতে উইকেট ছেড়ে আসেননি। তবে শুভার এই পারফরম্যান্সে যে ভারতীয় দল বেশ খুশি তা বলার অপেক্ষা রাখে না। এখন এটাই দেখার এই জুটি দলকে বড় রানে এগিয়ে নিয়ে যেতে পারেন কিনা।