অস্ট্রেলিয়া মহিলা ক্রিকেট দলের বিরুদ্ধে টেস্ট সিরিজ সহজে পকেটে তুলে নিয়েছে ভারতের মহিলা ক্রিকেট দল। ৮ উইকেটে ম্যাচ জেতে তারা। পাশাপাশি, গড়ে ইতিহাসও। ৬৪ বছর পর ভারতীয় পুরুষ দলের মতো কাজ করে দেখালেন ভারতীয় মহিলা দল। ১৯৫৯ সালে এই দিনে, অর্থাৎ ২৪ ডিসেম্বর, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট জেতে ভারতের পুরুষ দল। এবার এই দিনই অস্ট্রেলিয়া মহিলা ক্রিকেট দলের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচ জিতলেন ভারতের মহিলা ক্রিকেট দল। তবে এই ঐতিহাসিক মুহূর্তকে আরও সুন্দর করে দিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যালিসা হিলি। ম্যাচের শেষে তিনি নিজে ফটো তুললেন ভারতীয় দলের। সাংবাদিক সম্মেলনে তিনি জানিয়েছেন যে তিনি ক্যামেরাম্যানকে সরিয়ে ছবিটি তুলেছেন, তবে অর্ধেক ক্রিকেটারই বাদ পড়ে গিয়েছে।
রবিবার ছিল এই ম্যাচের চতুর্থ দিন। একদিকে ম্যাচ জয়ের লক্ষ্যে মাঠে নামে টিম ইন্ডিয়া। অন্যদিকে, ম্যাচ বাঁচানোর লক্ষ্যে নামে অস্ট্রেলিয়া। কিন্তু শেষ রক্ষা করতে পারেনি অ্যালিসা হিলিরা। দ্রুতই সব উইকেট হারায় তারা। ভারতের বোলারদের সামনে রীতিমতো মাথানত করতে বাধ্য হয় অস্ট্রেলিয়ার ব্যাটাররা। মাত্র ২৮ রান যোগ করে প্যাভিলিয়নে ফিরে যায় সকলে। তবে স্বাচ্ছন্দের সঙ্গে ব্যাট করতে দেখা যায় ভারতের ব্যাটারদের। সহজেই তুলে নেয় প্রয়োজনীয় রান। এদিন ম্যাচ শেষে ঘটে একটি সুন্দর মুহূর্ত। ক্যামেরাম্যানকে সরিয়ে ভারতীয় মহিলার দলের ছবি তোলেন অজি অধিনায়ক হিলি। এমনটা দেখে অবাক হয়েছে গোটা ক্রিকেট বিশ্ব।
অজি অধিনায়ক বলেন, 'ওরা ভালো খেলেছে বলেই ওরা জিতেছে। এগুলো খেলার একটা অংশ। ম্যাচ শেষে আমি ওদের সকলের ছবি তুলি। আমি ক্যামেরাম্যানকে কোনও রকমে সরিয়ে দিয়ে ওদের ছবি তুলি।' এরপর অল্প হেসে তিনি বলেন, 'তবে আমি ছবি তুললেও অর্ধেক দলের ক্রিকেটারই বাদ পড়ে গিয়েছে।'
উল্লেখ্য, চতুর্থ দিনে পাঁচ উইকেটে ২৩৩ রান নিয়ে খেলতে নামে অস্ট্রেলিয়া। তবে বেশিক্ষণ টিকতে পারেনি তারা। ভারতীয় বোলারদের দাপটে দ্রুত অলআউট হয়ে ফিরে যায় সকলে। ২৬১ রানের শেষ হয়ে যায় তাদের দ্বিতীয় ইনিংস। সর্বোচ্চ ৭৩ রানের একটি মারকুটে ইনিংস খেলেন ম্যাকগ্রা। ভারতীয় বোলারদের মধ্যে দ্বিতীয় ইনিংসের শেষে সর্বোচ্চ চারটি উইকেট পান স্নেহ রানা। এছাড়া দুটি করে উইকেট তোলেন রাজেশ্বরী ও হরমনপ্রীত কর এবং একটি উইকেট নেন পূজা বস্ত্রকার। জয়ের জন্য ভারতের সামনে লক্ষ্যমাত্রা ছিল ৭৫ রান। সেই রান তাড়া করতে নেমে তারা হারায় দুটি উইকেট। ১৯ ওভারের রান তুলে নেয় তারা। ম্যাচের সেরা পুরস্কার পান স্নেহ রানা।