বাংলা নিউজ > ক্রিকেট > IND W vs AUS W: ভিডিয়ো-হিলি বনাম হরমনপ্রীত, দুই অধিনায়কের লড়াইয়ে উত্তপ্ত ওয়াংখেড়ের তৃতীয় দিন

IND W vs AUS W: ভিডিয়ো-হিলি বনাম হরমনপ্রীত, দুই অধিনায়কের লড়াইয়ে উত্তপ্ত ওয়াংখেড়ের তৃতীয় দিন

অ্যালিসার দিকে বল ছুড়লেন হরমনপ্রীত। 

তৃতীয় দিনের শেষে বেশ চাপেই রয়েছে অস্ট্রেলিয়া। ভারতের বিরুদ্ধে দাঁড়াতেই পারছে না তারা। এবার ম্যাচের মধ্যেই দুই দেশের অধিনায়কের মধ্যে ঝামেলা লেগে গেল।

শুভব্রত মুখার্জি:- ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারতীয় সিনিয়র মহিলা দল বনাম অস্ট্রেলিয়া মহিলা দলের লড়াই একেবারে জমে উঠেছে। প্রথম ইনিংসে খুব একটা ভালো ব্যাটিং করতে পারেনি অস্ট্রেলিয়া দল। জবাবে ভারত বেশ ভালো ব্যাটিং করে অজিদের বিরুদ্ধে বড় রানের লিড নেয়। তবে মেয়েদের ক্রিকেটে অজিরা মারাত্মক রকমের ভয়ানক দল। তারা কোনও রকম লড়াই ছাড়া যে ম্যাচ হারতে কোনভাবেই রাজি নয় তা ফের স্পষ্ট হয়ে গেল ওয়াংখেড়েতে তৃতীয় দিন। যেখানে ভারতীয় বোলারদের বিরুদ্ধে রীতিমতো লড়াই করে অজিদেরকে লড়াইতে ফেরান তাহিলা ম্যাকগ্রা এবং অ্যালিসা হিলি জুটি। তবে দিনের শেষে ভারতকে লড়াইতে ফিরিয়েছেন বোলার হরমনপ্রীত কৌর।

আর ভারতকে লড়াইতে ফেরাতে গিয়েই রীতিমতো লড়াই লেগে গেল অজি অধিনায়ক অ্যালিসা হিলি বনাম হরমনপ্রীত কৌরের। ভারত অধিনায়ক বনাম অজি অধিনায়কের এই লড়াইতে রীতিমতো উত্তপ্ত হয়ে উঠল তৃতীয় দিনের খেলা। ঘটনার সূত্রপাত হরমনপ্রীত কৌরের ওভারে। তাঁকে স্টেপ আউট করে খেলেন অ্যালিসা হিলি। বল যায় ফলো থ্রুতে সোজা হরমনপ্রীতের হাতে। বল ধরেই ক্রিজ থেকে বেরিয়ে থাকা অ্যালিসা হিলিকে আউট করতে বল সজোরে স্ট্রাইকার প্রান্তের উইকেটের দিকে ছোঁড়েন হরমন।

বল নিজের শরীরের দিকে ঢুকে আসার ফলে হিলি ব্যাট দিয়ে সেই বলকে ঠেকিয়ে দেন।ভারতের তরফে আপিল করা হয় 'অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড' অর্থাৎ ফিল্ডারদেরকে বাধা দেওয়ার জন্য। তবে অনফিল্ড আম্পায়াররা হিলির পক্ষে রায় দেন। হিলিকে নিজেকে বলের হাত থেকে বাঁচাতেই এমনটা করেছেন বলে তারা মত দেন।

প্রসঙ্গত, তৃতীয় দিনের শেষে ৪৬ রানে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া দল। তাদের দিনের শেষে স্কোর ২৩৩/৫। দিনের শেষে ক্রিজে অপরাজিত রয়েছেন অ্যানাবেল সাদারল্যান্ড এবং অ্যাশলে গার্ডনার। চতুর্থ উইকেটে ৬৬ এবং তৃতীয় উইকেটে ৮৪ রান যোগ করে ম্যাচে ফেরে অজিরা। ম্যাচে ফেরান তাহিলা ম্যাকগ্রা। তিনি আউট হন ৭৩ রানে। খেলেন ১৭৭ বল। তাঁর ইনিংস সাজানো ছিল ১০ টি চারে। তাঁকে যোগ্য সঙ্গত দেন এলিস পেরি। তিনি ৪৫ রান করে আউট হন। এছাড়াও অধিনায়ক অ্যালিসা হিলি ১০১ বলে ৩২ রান করেছেন। ভারতের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন স্নেহ রানা এবং অধিনায়ক হরমনপ্রীত কৌর।

ক্রিকেট খবর

Latest News

দশমীতে লাক, দীপবলিতে ডবল লাক! শনির ঘরবদলে ৪ রাশির ভাগ্য বদলাবে ‘উৎসবে না উৎ-শবে?’! লাল-সাদা পঞ্জাবিতে দুর্গা পুজোয় ঢাক বাজাচ্ছে সায়ন, হল ট্রোল জয়শংকরের ফ্যান পাকিস্তানও? সরকার-বিরোধী বিক্ষোভে ‘আমন্ত্রণ’ ইমরানের দলের, বিতর্ক কোনও সুপারস্টার নন, ডু'প্লেসিদের প্রথমবার CPL চ্যাম্পিয়ন করালেন আমেরিকার ব্যাটার ‘জুনিয়র ডাক্তারদের বায়ো টয়লেট তুলে নেওয়া হয়েছে, এদিকে পুলিশের বায়ো টয়লেট রয়েছে’ IPL রিটেনশনে মায়াঙ্ক-নীতীশের দাম ছুঁল ১১ কোটি! জাতীয় দলে খেলা শাপ নাকি বর হবে? করাচি এয়ারপোর্টের বাইরেই ভয়াবহ বিস্ফোরণে মৃত ২ চিনা, চটে লাল বেজিং, হাত বালোচদের পুজোর প্রেম ছাদনাতলা পর্যন্ত যাবে নাকি তার আগেই ভাঙবে? কী বলছে প্রেম রাশিফল মীন রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ৭ অক্টোবরের রাশিফল কুম্ভ রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ৭ অক্টোবরের রাশিফল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.