আইপিএল নিলামে অবিক্রিত থাকার পরের দিনেই আইসিসি ব়্যাঙ্কিং অনুযায়ী বিশ্বের এক নম্বর টি-২০ বোলারে পরিণত হন আদিল রশিদ। এবার নিলামের পরে সপ্তাহ ঘুরতে না ঘুরতে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটের দু'নম্বর ব্যাটসম্যানে পরিণত হলেন আইপিএলে দল না পাওয়া আরও এক ব্রিটিশ তারকা। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ সিরিজে বিশ্বরেকর্ড গড়ার পরে আইসিসির টি-২০ ব্যাটারদের তালিকায় লম্বা লাফ দেন ফিল সল্ট।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৫ ম্যাচের টি-২০ সিরিজে ২টি শতরান-সহ ৮২.৭৫ গড়ে ৩৩১ রান সংগ্রহ করেন ইংল্য়ান্ডের উইকেটকিপার-ব্যাটার ফিল সল্ট। ছেলেদের কোনও দ্বিপাক্ষিক আন্তর্জাতিক টি-২০ সিরিজে সব থেকে বেশি ব্যক্তিগত রান সংগ্রহের সর্বকালীন নজির গড়েন তিনি। পাকিস্তানের তারকা উইকেটকিপার-ব্যাটার মহম্মদ রিজওয়ানের বিশ্বরেকর্ড ভাঙার পরে সল্ট টি-২০ ব্যাটারদের তালিকার দ্বিতীয় স্থানে উঠে আসেন। তিনি পিছনে ফেলে দেন বাবর আজম, এডেন মার্করাম, মহম্মদ রিজওয়ানজদের।
আইসিসি ব়্যাঙ্কিং অনুযায়ী এই মুহূর্তে বিশ্বের এক নম্বরে টি-২০ ব্যাটার হলেন সূর্যকুমার যাদব। তাঁর সংগ্রহে রয়েছে ৮৮৭ রেটিং পয়েন্ট। ৮০২ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন ফিল সল্ট। তৃতীয় স্থানে পিছিয়ে যাওয়া রিজওয়ানের সংগ্রহে রয়েছে ৭৮৭ রেটিং পয়েন্ট। অর্থাৎ, সল্ট শুধু রিজওয়ানের বিশ্বরেকর্ডই ছিনিয়ে নেননি, সেই সঙ্গে আইসিসি ব়্যাঙ্কিংয়ের দ্বিতীয় স্থানও কেড়ে নেন।
আরও পড়ুন:- IND-A vs SA-A: বল হাতে আগুন ঝরালেন আবেশ খান, প্রোটিয়াদের বিরুদ্ধে দাপুটে বোলিং অক্ষরেরও
আইসিসির সেরা ১০ টি-২০ ব্যাটার:-
১. সূর্যকুমার যাদব (ভারত)।
২. ফিল সল্ট (ইংল্যান্ড)।
৩. মহম্মদ রিজওয়ান (পাকিস্তান)।
৪. এডেন মার্করাম (দক্ষিণ আফ্রিকা)।
৫. বাবর আজম (পাকিস্তান)।
৬. রিলি রসউ (দক্ষিণ আফ্রিকা)।
৭. জোস বাটলার (ইংল্যান্ড)।
৮. রুতুরাজ গায়কোয়াড় (ভারত)।
৯. রিজা হেনড্রিক্স (দক্ষিণ আফ্রিকা)।
১০. ডেভিড মালান (ইংল্যান্ড)।
আদিল রশিদ যথারীতি টি-২০ বোলারদের শীর্ষস্থান ধরে রাখেন। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছেন যথাক্রমে আফগানিস্তানের রশিদ খান ও ভারতের রবি বিষ্ণোই।
আইসিসির সেরা ১০ টি-২০ বোলার:-
১. আদিল রশিদ (ইংল্যান্ড)।
২. রশিদ খান (আফগানিস্তান)।
৩. রবি বিষ্ণোই (ভারত)।
৪. আকিল হোসেন (ওয়েস্ট ইন্ডিজ)।
৫. ওয়ানিন্দু হাসারাঙ্গা (শ্রীলঙ্কা)।
৬. মাহিশ থিকশানা (শ্রীলঙ্কা)।
৭. ফজলহক ফারুকি (আফগানিস্তান)।
৮. মুজিব উর রহমান (আফগানিস্তান)।
৯. তাবরেজ শামসি (দক্ষিণ আফ্রিকা)।
১০. রিস টপলি (ইংল্যান্ড)।
টি-২০ অল-রাউন্ডারদের তালিকার এক নম্বরে রয়েছেন বাংলাদেশের শাকিব আল হাসান। দ্বিতীয় স্থানে রয়েছেন আফগানিস্তানের মহম্মদ নবি। তৃতীয় স্থানে অবস্থান করছেন দক্ষিণ আফ্রিকার এডেন মার্করাম। চতুর্থ স্থানে রয়েছেন ভারতের হার্দিক পান্ডিয়া।