Shubman Gill Meets Tennis Legend Rohan Bopanna: টেনিস তারকা রোহন বোপান্নার সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন ভারতের তরুণ তারকা ওপেনার শুভমন গিল। ডানহাতি এই ব্যাটসম্যান তাঁর অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে টেনিসের পুরুষদের ডাবলসের বিশ্বের এক নম্বর খেলোয়াড়ের সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করেছেন। শুভমন গিল নিজের এই পোস্টে রোহন বোপান্নাকে ‘একজন কিংবদন্তি’ বলে অভিহিত করেছেন।
অস্ট্রেলিয়ান ওপেন টেনিস টুর্নামেন্টের পুরুষদের ডাবলসের ফাইনালে মুখোমুখি হয়েছিলেন বোপান্না-এবডেন জুটি। ফাইনালে তারা বোলেল্লি-ভাবাসরি জুটির বিরুদ্ধে খেলতে নেমেছিলেন। প্রায় দুই ঘণ্টার কাছাকাছি চলে এই ম্যাচ এবং অবশেষে ৭-৬, ৭-৫ ফলাফলে ম্যাচ জিতেছিল বোপান্না ও এবডেন জুটি। এই জয়ের সঙ্গে একটি বড় রেকর্ড গড়ে ফেলেছিলেন ভারতীয় টেনিস তারকা। প্রথমবার গ্র্যান্ড স্ল্যাম জেতার পাশাপাশি, রোহন বোপান্না সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হিসেবে এই খেতাব জিতার কৃতিত্বও অর্জন করেছিলেন। এর আগে ২০২২ সালে, ৪০ বছর বয়সে ফরাসি ওপেন জিতেছিলেন জিন জুলিয়ান রজার। তাঁর পার্টনার ছিলেন মার্সেলো আরাভেলা। টেনিসের কিংবদন্তি রোহন বোপান্নার সঙ্গেই নিজের ছবি পোস্ট করলেন শুভমন গিল। বর্তমানে এই ছবিটি বেশ ভাইরাল হচ্ছে।
রোহন বোপান্নার এই জয়ের ফলে ভারতবাসীদের মুখে হাসি ফুটিয়েছিল। ভারতের তরুণ ওপেনার শুভমন গিল তাই টেনিসের এই কিংবদন্তির সঙ্গে দেখা করে নিজের আবেগকে ধরে রাখতে পারেননি। রোহন বোপান্নার সঙ্গে নিজের একটি ছবিও পোস্ট করে ফেলেন তিনি। ছবিতে রোহন বোপান্নাকে কিংবদন্তি হিসাবে বর্ণনা করেছেন তিনি। শুভমন গিল সম্প্রতি বিশাখাপত্তনমে ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্টে খেলার দীর্ঘতম ফর্ম্যাটে নিজের শতরান করেছেন। তাঁর খেলা শেষ ১২টি ইনিংসে ব্যর্থ হওয়ার পরে অবশেষে সেঞ্চুরি পেয়েছেন।
লড়াই করার জন্য আলাদা করে রসদ পেয়েছেন শুভমন গিল। আসলে রোহন বোপান্নার হার না মানার যে মানসিকতা রয়েছে, সেটা থেকেই যদি শুভমন গিল কোনও টিপস পেয়ে থাকে তাহলে সেটা ভারতীয় ওপেনারের কেরিয়ারকে আরও এগিয়ে নিয়ে যেতে পারবে। সাদা বলের ক্রিকেটে শুভমন গিল সফল হলেও, লাল বলের ক্রিকেটে তাঁর সাফল্যের হার খুবই কম। সেই কারণেই টেস্টে শুভমন গিলের ভবিষ্যত নিয়ে অনেক প্রশ্ন উঠতে শুরু করেছিল। যদিও তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে শতরান করে সকল সমালোচকের মুখ বন্ধ করেছেন, তবু তাঁর পারফরমেন্সের দিকে সকলের নজর রয়েছে। এখন দেখার দীর্ঘ ফর্ম্যাটে সফল হওয়ার জন্য রোহন বোপান্নার থেকে তিনি কোনও টিপস নিতে পেরেছেন কিনা। যদি তিনি টিপস নিয়ে থাকেন, তা সেটি বাইশ গজে কীভাবে কাজে লাগান এখন সেটাই দেখার।