ইতিমধ্যে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ পকেটে তুলে নিয়েছে রোহিত শর্মার টিম ইন্ডিয়া। তবে এই আত্মবিশ্বাসী ভারতীয় দল সিরিজের শেষ ম্যাচটিকেও জিততে চাইবে। ৪-১ ফলে পাঁচ ম্যাচের সিরিজ শেষ করার লক্ষ্য থাকবে রোহিত শর্মার সামনে। ৭ মার্চ থেকে ধরমশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে শুরু হবে সিরিজের পঞ্চম এবং শেষ টেস্ট ম্যাচটি।
প্রিমিয়ার পেসার মহম্মদ শামি, ব্যাটিং মাস্টার বিরাট কোহলি, এবং মিডল-অর্ডার শ্রেয়স আইয়ারের মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের অনুপস্থিতিতে, রোহিত শর্মা নতুুন টিম ইন্ডিয়াকে নিয়ে এই জয় পেয়েছে। এই জয়ের পিছনে সরফরাজ খান, ধ্রুব জুরেল এবং পেসার আকাশ দীপদের মতো তরুণ ক্রিকেটাররা রয়েছে। এই তরুণদের এই সিরিজেই টেস্ট অভিষেক হয়েছে। নবাগতদের প্রতি বিশ্বাস প্রদর্শন করেছিল ভারতের টিম ম্যানেজমেন্ট। এদিকে তরুণরাও নিজেদের প্রমাণ করতে সফল হয়েছে।
সিরিজের আসন্ন পঞ্চম এবং শেষ টেস্টের সময়, একটি বড় রেকর্ডের সামনে দাঁড়িয়ে রয়েছেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। এই সময়ে হিটম্যানের সামনে গৌতম গম্ভীরকে ছাপিয়ে যাওয়ার সুযোগ রয়েছে। ভারতের ব্যাটসম্যানদের দ্বারা টেস্ট রান করার তালিকায় গম্ভীরের থেকে একটু পিছিয়ে রয়েছেন রোহিত শর্মা। সেই কারণেই ধরমশালায় প্রাক্তন ভারতীয় ক্রিকেটার গৌতম গম্ভীরকে টপকে যাওয়ার সুযোগ থাকবে রোহিতের সামনে।
আসলে ৫৮টি টেস্টে ৪০৩৪ রান করেছেন রোহিত শর্মা। আর ৪১৫৪ রান করলেই গম্ভীরকে টপকে যাওয়ার সুযোগ থাকবে রোহিতের সামনে। একই সংখ্যক টেস্টে গম্ভীর ৪১৫৩ রান করেছিলেন। ফলে ধরমশালায় রোহিত যদি আর ১২০ রান করেন, তাহলে গৌতম গম্ভীরকে টপকে যেতে পারেন রোহিত শর্মা।
ভারতীয় অধিনায়কের তাঁর ৫৮টি টেস্ট ম্যাচে ক্যারিয়ারে ৪৪.৮২ গড়ে রান করেছেন। যেখানে ভারতীয় দলের প্রাক্তন বাঁ-হাতি ব্যাটসম্যান গৌতম গম্ভীর ৪১.৯৫ গড় বজায় রেখে রান করেছিলেন। চতুর্থ টেস্টে ইংল্যান্ডকে পাঁচ উইকেটে হারিয়ে পাঁচ ম্যাচের সিরিজে ৩-১ ব্যবধানে অপ্রতিরোধ্য লিড নিয়েছে ভারত। সিরিজটিতে বিরাট কোহলি, মহম্মদ শামি এবং কেএল রাহুলের মতো অভিজ্ঞ ক্রিকেটারদের অনুপস্থিতিতে বেশ কয়েক জন তরুণ ক্রিকেটারের অভিষেক হয়েছিল। তাদের নিয়েই বাজিমাত করেছিলেন রোহিত শর্মা। ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস এবং কোচ ব্রেন্ডন ম্যাককালাম ২০২২ সালে দায়িত্ব নেওয়ার পর এবং ‘ব্যাজবল’ নামে অভিহিত আক্রমণাত্মক ক্রিকেট খেলে ইংল্যান্ড দলের ভাগ্য পরিবর্তন করে। এর পর থেকে তারা টেস্ট ম্যাচ হেরেি। তবে ভারতে এসে প্রথম সিরিজে পরাজিত হল বেন স্টোকস ও ব্রেন্ডন ম্যাককালামের ‘ব্যাজবল’।