হায়দরাবাদে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে হারের মুখ দেখেছে ভারত। ঘরের মাটিতে হার স্বাভাবিক ভাবেই বড় ধাক্কা দিয়েছে টিম ইন্ডিয়াকে। ইতিমধ্যেই বহু প্রাক্তন তারকা রোহিত শর্মাদের পারফরম্যান্স নিয়ে নিজেদের অবস্থান জানিয়েছেন। অধিকাংশেরই বক্তব্য যে প্রথম টেস্টে দলের পারফরম্যান্স একেবারেই তেমন ছিল না যেমন তাদের থেকে আশা করা হয়েছিল।
এবার একই সুরে সুর মেলালেন প্রাক্তন ইংলিশ তারকা মাইকেল ভনও। দ্য টেলিগ্রাফের কলমে তিনি লেখেন যে রোহিত শর্মার অধিনায়কত্ব খুবই সাধারণ ছিল গোটা ম্যাচে। এখানেই শেষ নয়, প্রাক্তন ইংলিশ তারকা আরও দাবি করেন যে টিম ইন্ডিয়ার অধিনায়ককে দেখে মনে হচ্ছিল যেন তিনি ঘাবড়ে যাচ্ছিলেন এবং ওলি পোপের সুইপ আর রিভার্স সুইপের বিরুদ্ধে কোনও ব্যবস্থাই নিতে দেখা যায়নি তাঁকে।
ভন লেখেন, 'হায়দরাবাদে ইংল্যান্ড ভারতকে প্রথম টেস্টে হারাতে সফল হয়েছে ঠিকই, তবে এদিন আমরা সেই রোহিত শর্মাকে দেখতে পাইনি, যেটা দেখতে আমরা অভ্যস্ত। ওর ক্যাপ্টেন্সি অত্যন্ত সাধারণ ছিল গোটা ম্যাচে। কেন জানিনা আমার ওকে দেখে মনে হচ্ছিল যে যখন ইংল্যান্ডের ব্যাটাররা পার্টনারশিপ গড়ছিল, ও চাপে পড়ে যাচ্ছিল। ওকে দেখে মনে হচ্ছিল যেন ও সঠিক সিদ্ধান্তই নিতে পারছিল না। বিশেষ করে যখন ওলি পোপ ধারাবাহিকভাবে সুইপ আর রিভার্স সুইপ মারছিল, ওকে কোন ব্যবস্থাই নিতে দেখা যায়নি। যেন মনে হচ্ছিল এর জবাব ওর কাছে নেই।
পাশাপাশি, ইংল্যান্ডের এই জয়ের প্রশংসাও করেন মাইকেল ভন নিজের লেখায়। প্রাক্তন ইংলিশ ক্রিকেটার দাবি করেন যে ইংল্যান্ড ক্রিকেট টিমের সেরা জয়ের মধ্যে এটি একটি। তিনি লেখেন, 'এই মুহূর্তে ভারত বিশ্বের সেরা টেস্ট দলের মধ্যে একটি। কিন্তু একবার দেখুন দিনের শেষে ইংল্যান্ড কি করে দেখালো। তাও আবার ভারতের মাটিতে। এর আগে ভারতের পিচে কোনও দল এমন কীর্তি করে দেখাতে পারেনি। প্রথমদিকে বল ভালো ঘুরছিল এবং ইংল্যান্ড ১৯০ রানে পিছিয়ে ছিল। এত বড় ব্যবধানের লিড থাকা সত্ত্বেও ভারতকে এই ম্যাচ হারতে হয়েছে। এই রকম পরিস্থিতিতে টিম ইন্ডিয়া আগে কোনদিনও পড়েনি। সবশেষে আমি একটাই কথা বলব যে ইংল্যান্ড যেটা করে দেখিয়েছে সেটা সত্যিই প্রশংসার যোগ্য। দেশের মাটি হোক কি বিদেশের মাটি, ইংল্যান্ডের সেরা জয়ের মধ্যে এটি একটি বলে আমি মনে করি।'