ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মহিলা দলের বিরুদ্ধে সদ্য শেষ হওয়া টেস্ট সিরিজে বড় ব্যবধানে জিতেছে ভারতের মহিলা দল। দুটি টেস্টেই শুরু থেকে শেষ পর্যন্ত দাপট অব্যাহত রেখেছিল ভারতের মহিলা ক্রিকেটাররা। জয়ের পর, সব সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম থেকে উঠে এসেছিল অভিনন্দন কমেন্টের বন্যা। তবে এবার এই পারফরম্যান্স নিয়ে মুখ খুললেন দলের হেড কোচ অমল মজুমদার। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টি-২০ ম্যাচের শেষে সর্দার প্যাটেল স্টেডিয়ামে এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গে তিনি দাবি করলেন যে সব ফরম্যাটে দেশের মেয়েরা ভালো পারফর্ম করে চলেছে। এখানেই শেষ নয়। তিনি আরও জানান যে এই দুই জয় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে এক অন্য মাত্রায় নিয়ে গিয়েছে।
তিনি বলেন, 'দেখুন এই মুহূর্তে আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এটাই যে আমাদের মেয়েরা সব ফরম্যাটে বেশ ভালো পারফর্ম করে চলেছে। টেস্ট ক্রিকেটেও আমরা ভালো খেলা দেখাতে সফল হয়েছি। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিরুদ্ধে পরপর দুটি টেস্টে জয় প্রমাণ করে দিয়েছে আমরা কত শক্তিশালী দল। বিশেষ করে এই দুই জয় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে এক অন্য মাত্রায় নিয়ে গিয়েছে। তবে যেটা আমি আগে বলেছিলাম যে এই মুহূর্তে আমাদের ফিল্ডিংয়ের উপর আমাদের বিশেষভাবে নজর দিতে হবে। আশা করি আগামীদিনে আমরা সুযোগ পাবো এই বিষয়ের উপর কাজ করার। কিছু বিভাগে আমাদের সত্যিই উন্নতি করতে হবে। সেটা খুবই প্রয়োজন এই মুহূর্তে।'
পাশাপাশি, দলের হেড কোচ আরও জানান যে মুহূর্তে গোটা দলের উচিত সব পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়া এবং সেগুলিতে উন্নতি করে এগিয়ে যাওয়া। তিনি বলেন, 'ব্যাপারটা আর কিছুই নয়, আমাদের সব পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হবে এবং সেগুলিতে প্রতি ম্যাচের সঙ্গে সঙ্গে উন্নতি করতে হবে। ডাব্লুপিএলে আমরা একটা বড় সময় কাটানোর সুযোগ পাবো এবং আশা করি সেখান থেকে ডিআরএস সম্বন্ধে আমরা একটা ভালো অভিজ্ঞতা অর্জন করতে পারব। এই একটা জায়গা যেটা আমি বারবার বলেছি আমাদের উন্নতি করতে হবে এবং আশা করি এটাতে উন্নতি করলেই আমরা অনেকটা এগিয়ে যেতে পারব। তবে আবারও আমি দিনের শেষে সব ক্রেডিট দলের মেয়েদের দেব। পরিস্থিতি অনেক কঠিন ছিল তবুও ওরা ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পরপর টেস্ট ম্যাচ জেতে।'