শুভব্রত মুখার্জি: আইপিএলে চেন্নাই সুপার কিংস দলের হয়ে কয়েকটা মরশুম ইতিমধ্যেই খেলে ফেলেছেন শ্রীলঙ্কার নবীন তারকা বোলার মাথিশা পাথিরানা। চলতি আইপিএলেও তিনি খেলছেন চেন্নাই সুপার কিংস দলের হয়ে। তবে চোটের কারণে তাদের হয়ে শেষ ম্যাচে খেলতে পারেননি তিনি। সিএসকে তাদের পরবর্তী ম্যাচ খেলবে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। মুম্বইয়ের ঘরের মাঠ ওয়াংখেড়ে স্টেডিয়ামে এই ম্যাচ খেলবে দুই দল। তবে এই ম্যাচেও সম্ভবত সিএসকে পাবে না তাদের শ্রীলঙ্কান তারকা পাথিরানাকে। আর এই বিষয়টি নিশ্চিত করেছেন দলের হেড কোচ স্টিফেন ফ্লেমিং। তবে পাশাপাশি ভক্তদের সুখবরও দিয়েছেন তিনি। ফ্লেমিং জানিয়েছেন, প্রায় ম্যাচ ফিট হয়ে উঠেছেন পাথিরানা। অর্থাৎ মুম্বই ম্যাচে তাঁকে না পাওয়া গেলেও পরবর্তীতে যে খুব শীঘ্রই তাঁকে পাওয়া যাবে তা নিশ্চিত করে দিয়েছেন ফ্লেমিং।
আইপিএলের ইতিহাসে মুম্বই বনাম চেন্নাই ম্যাচকে বিশেষজ্ঞ থেকে ভক্তরা সকলেই ‘এল ক্লাসিকো’ বলে থাকেন। টুর্নামেন্টের ইতিহাসেও অন্যতম সফল দল এই দুই দল। পাঁচ বার করে শিরোপা জিতেছে তারা। ফলে তারা মুখোমুখি হলেই এক রুদ্ধশ্বাস ম্যাচের আশা করেন সকলেই। আর সেই ম্যাচের আগেই দুই দলের লক্ষ্য মূল্যবান পয়েন্ট এই ম্যাচ থেকে তুলে নেওয়া। ঘটনাচক্রে এই মরশুমে দুই দলেরই অধিনায়ক পরিবর্তন করা হয়েছে। সিএসকেতে এম এস ধোনি অধিনায়কত্বের ব্যাটন তুলে দিয়েছেন রুতুরাজ গায়কোয়াড়কে। আর মুম্বই ইন্ডিয়ান্স রোহিত শর্মাকে সরিয়ে দায়িত্ব দেওয়া হয়েছে হার্দিক পান্ডিয়াকে। এমন আবহে সিএসকে মোটামুটিভাবে ভালো পারফরম্যান্স করলেও মুম্বই ইন্ডিয়ান্স সেই পর্যায়ে তাদের পারফরম্যান্স নিয়ে যেতে পারেনি। যদিও শেষ আরসিবি ম্যাচে তারা ফর্মে ফেরার যথেষ্ট ইঙ্গিত দিয়েছে।
এই মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচের আগেই প্রি ম্যাচ সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন স্টিফেন ফ্লেমিং। প্রসঙ্গত পাথিরানা সানরাইজার্স হায়দরাবাদ এবং কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচে খেলেননি। এই বিষয়টি নিয়ে বলতে গিয়ে স্টিফেন ফ্লেমিং জানিয়েছেন, ‘চোটটা (পাথিরানারা) আমরা যতটা খারাপ ভেবেছিলাম ততটা খারাপ নয়।তাই আমারা খুব আশাবাদী যদি কাল (মুম্বইয়ের বিরুদ্ধে) ম্যাচেও (পাথিরানা) নাও খেলে তবে পরবর্তীতে খুব শীঘ্রই ও ফিরে আসবে। আমরা জানি এই ধরনের ম্যাচে কতটা গুরুত্বপূর্ণ হতে পারে পাথিরানা। তবে আমরা এই বিষয়টা নিশ্চিত করব যে ও এই ফর্ম্যাটে ১০০ শতাংশ ফিট। তবেই আমরা ওঁকে খেলানোর সিদ্ধান্ত নেব।’
পাশাপাশি এদিন অধিনায়ক হিসেবে রুতুরাজের কথাও বলেছেন ফ্লেমিং। তিনি জানিয়েছেন, ‘অধিনায়কত্বে যদি বিচার করি তাহলে ধোনি এবং রুতুরাজের মধ্যে খুব বেশি পার্থক্য নেই। যদিও এটা বলাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তবে মাঠে কিন্তু রুতুর মাথাটা খুবই ঠান্ডা থাকে। আমি এটাও জানি যে আমাদের প্রাক্তন অধিনায়কও (ধোনি) খুব ঠান্ডা মাথার ছিলেন। তবে রুতুরাজকে দেখে মনে হয় ও এবং ধোনি দুজনেই যেন এক জায়গার প্রোডাক্ট। দুজনের মাঠে অনেক বিষয়ে সাদৃশ্য রয়েছে।’