বাংলা নিউজ > ক্রিকেট > IPL 2024 Player Retention: কোন দল কাদের ধরে রাখল, ছেড়ে দিল কাদের, দেখুন রিটেনশনের A to Z
আইপিএলের প্লেয়ার রিটেনশন। ছবি- টুইটার।

IPL 2024 Player Retention: কোন দল কাদের ধরে রাখল, ছেড়ে দিল কাদের, দেখুন রিটেনশনের A to Z

েIPL 2024 Player Retention Day Live Updates: আইপিএলের ১০টি ফ্র্যাঞ্চাইজি রবিবারই জানিয়ে দেয় কোন কোন ক্রিকেটারকে তারা নতুন মরশুমের জন্য ধরে রাখে। চোখ রাখুন আপডেটে।

আইপিএল ২০২৪-এর নিলামের আগে ট্রেড উইন্ডো দিয়ে দল গুছিয়ে নেওয়া শুরু করে ফ্র্যাঞ্চাইজিগুলি। তবে রবিবার জানা যায় কোন কোন ক্রিকেটারদের নতুন মরশুমের জন্যও ধরে রাখে দলগুলি। বিরাট দলবদলের সম্ভাবনা উঁকি দিচ্ছিল এবছর। বাস্তবে ঠিক তেমনটাই দেখা যায়। আইপিএল ২০২৪-এর প্লেয়ার রিটেনশনের গুরুত্বপূর্ণ আপডেটে চোখ রাখুন।

26 Nov 2023, 09:42:40 PM IST

কাদের হাতে কত টাকা রয়েছে?

নিলামের আগে আরসিবির হাতে সব থেকে বেশি ৪০.৭৫ কোটি টাকা পড়ে রয়েছে। এছাড়া হায়দরাবাদের ৩৪ কোটি, কলকাতার ৩২.৭ কোটি, চেন্নাইয়ের ৩১.৪ কোটি, পঞ্জাবের ২৯.১ কোটি, দিল্লির ২৮.৯৫ কোটি, মুম্বইয়ের ১৫.২৫ কোটি, রাজস্থানের ১৪.৫ কোটি, লখনউয়ের ১৩.৯ কোটি এবং গুজরাটের ১৩.৮৫ কোটি টাকা অবশিষ্ট রয়েছে।

26 Nov 2023, 09:23:44 PM IST

ট্রেড উইন্ডো দিয়ে দলবদলের রাস্তা খোলা রয়েছে এখনও

১০টি ফ্র্যাঞ্চাইজি ধরে রাখা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করলেও ট্রেড উইন্ডো দিয়ে খেলোয়াড়দের দলবদলের রাস্তা খোলা রয়েছে এখনও। অর্থাৎ, এখনও এক দলের স্কোয়াডে থাকা কোনও ক্রিকেটার যোগ দিতে পারেন অন্য দলে। তবে ছেড়ে দেওয়া ক্রিকেটারদের ট্রেড উইন্ডো দিয়ে দলে নেওয়া যাবে না। তাঁদের কিনতে হবে মিনি নিলাম থেকে।

26 Nov 2023, 09:01:47 PM IST

পঞ্জব কাদের ধরে রাখে?

পঞ্জব কিংস ধরে রাখে শিখর ধাওয়ান, জনি বেয়ারস্টো, জিতেশ শর্মা, প্রভসিমরন সিং, ম্যাথিউ শর্ট, হরপ্রীত ভাটিয়া, অথর্ব টাইডে, ঋষি ধাওয়ান, স্যাম কারান, সিকন্দর রাজা, লিয়াম লিভিংস্টোন, গুরনূর সিং, শিবম সিং, রাহুল চাহার, আর্শদীপ সিং, হরপ্রীত ব্রার, বিদ্বথ কাভেরাপ্পা, কাগিসো রাবাদা ও ন্যাথন এলিসকে।

26 Nov 2023, 08:53:46 PM IST

দিল্লি কাদের ধরে রাখে?

দিল্লি ক্যাপিটালস ধরে রাখে ঋষভ পন্ত, ডেভিড ওয়ার্নার, পৃথ্বী শ, অভিষেক পোড়েল, অক্ষর প্যাটেল, ললিত যাদব, মিচেল মার্শ, যশ ধুল, প্রবীণ দুবে, ভিকি ওস্তওয়াল, এনরিখ নরকিয়া, কুলদীপ যাদব, লুঙ্গি এনগিদি, খলিল আহমেদ, ইশান্ত শর্মা ও মুকেশ কুমারকে।

26 Nov 2023, 08:06:41 PM IST

চেন্নাই কাদের ধরে রাখে?

চেন্নাই সুপার কিংস ধরে রাখে মহেন্দ্র সিং ধোনি, ডেভন কনওয়ে, রুতুরাজ গায়কোয়াড়, অজিঙ্কা রাহানে, শেক রশিদ, রবীন্দ্র জাদেজা, মিচেল স্যান্টনার, মইন আলি, শিবম দুবে, নিশান্ত সিন্ধু, অজয় মণ্ডল, রাজবর্ধন হাঙ্গার্গেকর, দীপক চাহার, মাহিশ থিকশানা, মুকেশ চৌধরী, প্রশান্ত সোলাঙ্কি, সিমরজিৎ সিং, তুষার দেশপান্ডে ও মাথিসা পথিরানাকে। বিস্তারিত পড়ুন:- IPL 2024 Player Retention: স্টোকসকে ছেড়ে দিল CSK, ধোনির ভবিষ্যৎ স্পষ্ট হয়ে গেল ধরে রাখা ক্রিকেটারদের তালিকাতেই

26 Nov 2023, 07:41:55 PM IST

হায়দরাবাদ কাদের ধরে রাখে?

সানরাইজার্স হায়দরাবাদ ধরে রাখে আবদুল সামাদ, এডেন মার্করাম, রাহুল ত্রিপাঠী, গ্লেন ফিলিপস, এনরিখ ক্লাসেন, মায়াঙ্ক আগরওয়াল, আনমোলপ্রীত সিং, উপেন্দ্র যাদব, নীতীশ রেড্ডি, অভিষেক শর্মা, মারকো জানসেন, ওয়াশিংটন সুন্দর, সনবীর সিং, ভুবনেশ্বর কুমার, টি নটরাজন, মায়াঙ্ক মার্কান্ডে, উমরান মালিক ও ফজলহক ফারুকিকে। তারা ট্রেড উইন্ডো দিয়ে দলে নেয় শাহবাজ আহমেদকে।

26 Nov 2023, 07:22:49 PM IST

লখনউ কাদের ধরে রাখে?

লখনউ ধরে রাখে লোকেশ রাহুল, কুইন্টন ডি'কক, নিকোলাস পুরান, আয়ুষ বাদোনি, কাইল মায়ের্স, মার্কাস স্টইনিস, দীপক হুডা, রবি বিষ্ণোই, নবীন উল হক, ক্রুণাল পান্ডিয়া, যুধবীর সিং, প্রেরক মানকড়, যশ ঠাকুর, অমিত মিশ্র, মার্ক উড, মায়াঙ্ক যাদব ও মহসিন খানকে। তারা ট্রেড উইন্ডো দিয়ে দলে নেয় দেবদূত পাডিক্কালকে।

26 Nov 2023, 07:07:24 PM IST

কলকাতা কাদের ধরে রাখে?

কেকেআর ধরে রাখে নীতীশ রানা, রিঙ্কু সিং, রহমানউল্লাহ গুরবাজ, শ্রেয়স আইয়ার, জেসন রয়, সুনীল নারিন, সুয়াশ শর্মা, অনুকূল রায়, আন্দ্রে রাসেল, বেঙ্কটেশ আইয়ার, হর্ষিত রানা, বৈভব আরোরা ও বরুণ চক্রবর্তীকে। বিস্তারিত পড়ুন:- IPL 2024 Player Retention: বাদ পড়লেন শাকিব-লিটন, কাদের ধরে রাখল KKR, ছেড়ে দিল কোন কোন তারকাকে, দেখুন সম্পূর্ণ তালিকা

26 Nov 2023, 06:57:59 PM IST

মুম্বই কাদের ধরে রাখে?

মুম্বই ইন্ডিয়ান্স ধরে রাখে রোহিত শর্মা, ডেওয়াল্ড ব্রেভিস, সূর্যকুমার যাদব, ইশান কিষান, তিলক বর্মা, টিম ডেভিড, বিষ্ণু বিনোদ, অর্জুন তেন্ডুলকর, ক্যামেরন গ্রিন, শামস মুলানি, নেহাল ওয়াধেরা, জসপ্রীত বুমরাহ, কুমার কার্তিকেয়া, পীযূষ চাওলা, আকাশ মাধওয়াল ও জেসন বেহরেনডর্ফকে। তারা ট্রেড উইন্ডো দিয়ে দলে নেয় রোমারিও শেফার্ডকে।

26 Nov 2023, 06:45:16 PM IST

গুজরাট কাদের ধরে রাখে?

ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া ছাড়া গুজরাট টাইটানস ধরে রাখে ঋদ্ধিমান সাহা, শুভমন গিল, ডেভিড মিলার, ম্যাথিউ ওয়েড, কেন উইলিয়ামসন, অভিনব মনোহর, সাই সুদর্শন, দর্শন নালকান্ডে, বিজয় শঙ্কর, জয়ন্ত যাদব, রাহুল তেওয়াটিয়া, মহম্মদ শামি, নূর আহমেদ, সাই কিশোর, রশিদ খান, জোশ লিটল ও মোহিত শর্মাকে। বিস্তারিত পড়ুন:- IPL 2024 Player Retention: জল্পনার অবসান, হার্দিক কি মুম্বইয়ে যোগ দিলেন, স্পষ্ট হল ছবি, কাদের ধরে রাখল গুজরাট?

26 Nov 2023, 06:34:52 PM IST

আরসিবি কাদের ধরে রাখে? 

আরসিবি ধরে রাখে ফ্যাফ ডু'প্লেসি (ক্যাপ্টেন), গ্লেন ম্য়াক্সওয়েল, বিরাট কোহলি, রজত পতিদার, অনূজ রাওয়াত, দীনেশ কার্তিক, সুয়াশ প্রভুদেশাই, উিল জ্যাকস, মহীপাল লোমরোর, করণ শর্মা, মনোজ ভান্দাগে, বিজয়কুমার বৈশাক, আকাশ দীপ, মহম্মদ সিরাজ, রিস টপলি, হিমাংশু শর্মা ও রাজন কুমারকে। তারা ট্রেড উইন্ডো দিয়ে দলে নেয় মায়াঙ্ক ডাগরকে।

26 Nov 2023, 06:05:07 PM IST

আরসিবি ছেঁটে ফেলল হাসারাঙ্গাকে

আরসিবি মোট ১১ জন ক্রিকেটারকে ছেড়ে দেয় স্কোয়াড থেকে। তারা রিলিজ করে ওয়ানিন্দু হাসারাঙ্গা, হার্ষাল প্যাটেল, জোশ হেজেলউড, ফিন অ্যালেন, মাইকেল ব্রেসওয়েল, ডেভিড উইলি, ওয়েন পার্নেল, সনু যাদব, অবিনাশ সিং, সিদ্ধার্থ কৌল ও কেদার যাদবকে।

26 Nov 2023, 05:58:53 PM IST

আর্চারকে ছেঁটে ফেলল মুম্বই

জোফ্রা আর্চারকে স্কোয়াড থেকে ছেঁটে ফেলল মুম্বই ইন্ডিয়ান্স। মুম্বই মোট ১১ জন ক্রিকেটারকে ছেড়ে দেয়। জোফ্রাকে ছাড়াও তারা রিলিজ করে আর্শাদ খান, রমনদীপ সিং, হৃত্বিক শোকিন, রাঘব গোয়েল, ত্রিস্তান স্টাবস, দুয়ান জানসেন, ঝাই রিচার্ডসন, রিলি মেরেডিথ, ক্রিস জর্ডন ও সন্দীপ ওয়ারিয়রকে।

26 Nov 2023, 05:53:33 PM IST

হার্দিককে ধরে রাখল গুজরাট

জল্পনায় জল ঢেলে ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়াকে ধরে রাখল গুজরাট টাইটানস। গুজরাট ছেড়ে দেয় স্কোয়াডের ৮ জন ক্রিকেটারকে। বাদ পড়েন যশ দয়াল, কেএস ভরত, শিবম মাভি, উর্ভিল প্যাটেল, প্রদীপ সাঙ্গওয়ান, ওডিন স্মিথ, আলজারি জোসেফ ও দাসুন শানাকা।

26 Nov 2023, 05:27:47 PM IST

উনাদকাটকে ছেড়ে দিল LSG

লখনউ সুপার জায়ান্টস স্কোয়াডের ৮ জন ক্রিকেটারকে ছেড়ে দেয়। তারা রিলিজ করে জয়দেব উনাদকাট, ড্যানিয়েল স্যামস, মনন ভোরা, স্বপ্নিল সিং, করণ শর্মা, অর্পিত গুলেরিয়া, সূর্যাংশ সেজ ও করুণ নায়ারকে।

26 Nov 2023, 05:13:49 PM IST

রশিদকে ছেড়ে দিল হায়দরাবাদ

সানরাইজার্স হায়দরাবাদ ছেড়ে দেয় স্কোয়াডের ৬ জন ক্রিকেটারকে। তারা রিলিজ করে হ্যারি ব্রুক, সামর্থ ব্যাস, কার্তিক ত্যাগী, বিব্রান্ত শর্মা, আকিল হোসেন ও আদিল রশিদকে।

26 Nov 2023, 04:51:14 PM IST

১২ জন ক্রিকেটারকে ছেঁটে ফেলল কেকেআর

স্কোয়াডের মোট ১২ জন ক্রিকেটারকে ছেঁটে ফেলল কেকেআর। বাদ পড়লেন শাকিব আল হাসান, লিটন দাস, আর্য দেশাই, ডেভিড ওয়াইজ, নারায়ণ জগদীশান, মনদীপ সিং, কুলবন্ত খেজরোলিয়া, শার্দুল ঠাকুর, লকি ফার্গুসন, উমেশ যাদব, টিম সাউদি ও জনসন চার্লস।

26 Nov 2023, 04:47:42 PM IST

১১ জন ক্রিকেটারকে বাদ দিল দিল্লি ক্যাপিটালস

দিল্লি তাদের স্কোয়াডের ১১ জন ক্রিকেটারকে ছেঁটে ফেলে। বাদ পড়েন রিলি রসউ, চেতন সাকারিয়া, রোভম্যান পাওয়েল, মণীশ পান্ডে, ফিল সল্ট, মুস্তাফিজুর রহমান, কমলেশ নাগারকোটি, রিপল প্যাটেল, সরফরাজ খান, আমন খান ও প্রিয়ম গর্গ।

26 Nov 2023, 04:43:23 PM IST

বাদ পড়লেন পঞ্জাবের রাজাপক্ষে

পঞ্জব কিংস স্কোয়াড থেকে ছেড়ে দেয় মোট ৫ জন ক্রিকেটারকে। তারা ছেঁটে ফেলে শ্রীলঙ্কার আগ্রাসী উইকেটকিপার-ব্যাটার ভানুকা রাজাপক্ষেকে। এছাড়া নতুন দল খুঁজে নিতে হবে মোহিত রথী, বলতেজ ধান্দা, রাজ বাওয়া, শাহরুখ খানকে।

26 Nov 2023, 04:38:51 PM IST

রাজস্থান ধরে রাখে কাদের?

রাজস্থান রয়্যালস ধরে রাখে সঞ্জু স্যামসন (ক্যাপ্টেন), জোস বাটলার, শিমরন হেতমায়ের, যশস্বী জসওয়াল, ধ্রুব জুরেল, রিয়ান পরাগ, ডোনোভন ফেরেইরা, কুণাল রাঠোর, রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ সেন, নভদীপ সাইনি, প্রসিধ কৃষ্ণা, সন্দীপ শর্মা, ট্রেন্ট বোল্ট, যুদবেন্দ্র চাহাল ও অ্যাডাম জাম্পাকে। তারা ট্রেড উইন্ডো দিয়ে দলে নিয়েছে আবেশ খানকে। 

26 Nov 2023, 04:33:58 PM IST

রুট-হোল্ডারদের ছেড়ে দিল রাজস্থান

রাজস্থান রয়্যালস স্কোয়াডের মোট ৯ জন ক্রিকেটারকে ছেড়ে দেয়। তারা রিলিজ করে জো রুট, আবদুল বসিত, জেসন হোল্ডার, আকাশ বশিষ্ট, কুলদীপ যাদব, ওবেদ ম্যাককয়, মুরুগান অশ্বিন, কেসি কারিয়াপ্পা ও কেএম আসিফকে।

26 Nov 2023, 04:18:44 PM IST

চেন্নাই ছেড়ে দিল ৮ জনকে

চেন্নাই সুপার কিংস ছেড়ে দিল বেন স্টোকস, ডোয়েন প্রিটোরিয়াস, আম্বাতি রায়াড়ু, সিসান্দা মাগালা, কাইল জেমিসন, ভগত বর্মা, সুভ্রাংশু সেনাপতি ও আকাশ সিংকে। তাদের হাতে রয়েছে ৩২.১ কোটি টাকা। তারা মিনি নিলামে ঝড় তুলবে সন্দেহ নেই। আরও একটি বিষয় নিশ্চিত হয়ে গেল যে, ২০২৪ আইপিএলেও মাঠে নামবেন ধোনি। 

26 Nov 2023, 04:00:31 PM IST

হার্দিক সরলে গুজরাটের ক্যাপ্টেন হতে পারেন কে?

হার্দিক পান্ডিয়া মুম্বই ইন্ডিয়ান্সে ফিরলে গুজরাট টাইটানসের ক্যাপ্টেন হতে পারেন শুভমন গিল, রশিদ খান, কেন উইলিয়ামসন, মহম্মদ শামি অথবা ডেভিড মিলারের মধ্যে কোনও একজন। লড়াইয়ে এগিয়ে শুভমন গিল ও কেন উইলিয়ামসন। যদিও শনিবার গুজরাট ফ্র্যাঞ্চাইজির তরফে রহস্যজনক টুইটে গিলকেই সম্ভাব্য ক্যাপ্টেন হিসেবে তুলে ধরা হয়।

26 Nov 2023, 03:47:43 PM IST

ট্রেড উইন্ডো দিয়ে কারা নতুন দল পেলেন?

ট্রেড উইন্ডো দিয়ে রোমারিও শেফার্ডকে দলে নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। লখনউ সুপার জায়ান্টস থেকে রাজস্থান রয়্যালসে গিয়েছেন আবেশ খান। রাজস্থান রয়্যালস থেকে লখনউয়ে গিয়েছেন দেবদূত পাডিক্কাল। আরসিবি থেকে সানরাইজার্সে গিয়েছেন শাহবাজ আহমেদ। অন্যদিকে হায়দরাবাদ থেকে আরসিবিতে গিয়েছেন মায়াঙ্ক ডাগর। হার্দিক পান্ডিয়া ট্রেড উইন্ডো দিয়ে গুজরাট টাইটানস থেকে মুম্বই ইন্ডিয়ান্সে ফিরছেন বলে খবর।

26 Nov 2023, 03:42:39 PM IST

দিল্লি ছাঁটতে পারে মুস্তাফিজুরদের

দিল্লি ক্যাপিটালস স্কোয়াড থেকে ছেঁটে ফেলতে পারে মুস্তাফিজুর রহমান, রিলি রসউ, রোভম্যান পাওয়েল, ফিল সল্ট, সরফরাজ খান ও আমন খানকে।

26 Nov 2023, 03:19:46 PM IST

প্রিটোরিয়াসকে ছেড়ে দিল CSK

দক্ষিণ আফ্রিকার ডোয়েন প্রিটোরিয়াসকে ছেড়ে দিচ্ছে চেন্নাই সুপার কিংস। প্রোটিয়া তারকা সোশ্যাল মিডিয়ায় ধন্যবাদ জানিয়েছেন সিএসকে ফ্র্যাঞ্চাইজিকে। চেন্নাই সুপার কিংস ছেড়ে দিতে পারে সিসান্দা মাগালা ও কাইল জেমিসনকে। বেন স্টোকস আইপিএলে থাকছেন না। অবসর নিয়েছেন আম্বাতি রায়াড়ু। সুতরাং, তাঁদের এবার নিশ্চিতভাবেই দেখা যাবে না চেন্নাইয়ের স্কোয়াডে। সিএসকে ছাঁটতে পারে ভগত বর্মা ও সুভ্রাংশু সেনাপতিকেও।

26 Nov 2023, 03:13:11 PM IST

কাদের ছেড়ে দিতে পারে KKR?

কলকাতা নাইট রাইডার্স তাদের স্কোয়াডে খুব বেশি বদল নাও করতে পারে। তবে তারা ছেড়ে দিতে পারে অভিজ্ঞ কয়েকজন বিদেশি তারকাকে। সেই সঙ্গে তারা ছেড়ে দিতে পারে টিম ইন্ডিয়ার তারকা অল-রাউন্ডারকেও। কেকেআর নতুন করে চুক্তি নাও করতে পারে দুই কিউয়ি তারকা টিম সাউদি ও লকি ফার্গুসনের সঙ্গে। তারা স্কোয়াড থেকে ছেঁটে ফেলতে পারে শার্দুল ঠাকুরকে। আপাতত দেখার যে, কলকাতা আন্দ্রে রাসেল ও সুনীল নারিনকে ধরে রাখে কিনা।

26 Nov 2023, 03:06:36 PM IST

ঢেলে দল সাজাতে পারে LSG

এবছর আইপিএল নিলাম থেকে ঢেলে দল সাজাতে পারে লখনউ সুপার জায়ান্টস। নিলামের আগে তারা এবার স্কোয়াড থেকে ছেড়ে দিতে পারে ৮-৯ জন ক্রিকেটারকে। উল্লেখ্য, ইতিমধ্যে কোচ-মেন্টর বদলও নিশ্চিত করেছে এলএসজি। লখনউয়ের তরফে সোশ্যাল মিডিয়ায় শুধু এটুকু ইঙ্গিত দেওয়া হয়েছে যে, তারা লোকেশ রাহুলকে ধরে রাখছে।

ক্রিকেট খবর

Latest News

মাতৃভাষা তেলুগু, জাতীয় ভাষা হিন্দি! স্ট্যালিনকে নিশানা চন্দ্রবাবুর ঝড় আসছে বাংলার ওই জেলায়, কমলা সতর্কতা, ৫০ কিমি বেগে হাওয়া, প্রথম কালবৈশাখী ট্রাম্পের মালিকানাধীন 'ট্রুথ সোশ্যালে' যোগ দিলেন মোদী! কী পোস্ট করলেন? সূর্য, মঙ্গলের যুতিতে টাকায় পকেট ফুলেফেঁপে উঠতে পারে বহু রাশির! মেষ সহ লাকি কারা KKR Practice Match: রাসেল ঝড় উঠলেও বৃষ্টিতে ভেস্তে গেল রিঙ্কুদের অনুশীলন ম্যাচ বড্ড ছোট! প্রাসাদোপম ‘মন্নত’ ছেড়ে ভাড়া বাড়িতে উঠছেন শাহরুখ, ভাড়া কত জানেন? তুলসীকে সঙ্গমের গঙ্গাজল উপহার মোদীর, খলিস্তানিদের টাইট দেওয়ার আহ্বান রাজনাথের ‌আড়াই মাস কেটে গেলেও রাজ্যের সিইও নিয়োগ হয়নি, বিজেপিকে তোপ তৃণমূলের লাল বলের ক্রিকেটে দায়িত্ব নিয়ে ওর কিছু পরিবর্তন করা উচিত… রোহিতকে পরামর্শ সৌরভের এই জন্য ক্রমাগত নীচের দিকে যাচ্ছি… পাকিস্তান ক্রিকেটের ভুলটা ধরিয়ে দিলেন ইনজামাম

IPL 2025 News in Bangla

অধিনায়ক থেকে হয়েছেন সহ-অধিনায়ক, সঙ্গে ৫ কোটির টাকার ক্ষতি হয়েছে DC-র প্লেয়ারের IPL 2025: পঞ্জাব কিংস TOP 2 থাকবেই… আত্মবিশ্বাসী শশাঙ্ক সিংয়ের চ্যালেঞ্জ ‘স্টুপিড, স্টুপিড, স্টুপিড’… গাভাসকরের নকল করতে গিয়ে নিজেকেই বোকা বললেন পন্ত RCB-র অনুশীলনে যোগ দিয়ে খোশমেজাজে কিং কোহলি,মাঠে নেমে শুরু করে দিলেন নাচ- ভিডিয়ো বিনামূল্যে IPL দেখা যাবে! কয়েকটি প্ল্যানে সুযোগ দিচ্ছে রিলায়েন্স জিয়ো, কোনগুলি? IPL 2025-এ নতুন নিয়ম আনা হয়েছে, কোন ম্যাচ পর্যন্ত দলে পরিবর্তব করা যাবে, জানেন? ‘আমার কথা অমান্য করেছিল,ওকে বুঝতে হত…’ চোটে জর্জরিত উমরানকে নিয়ে কি বললেন স্টেইন ২০২৭ বিশ্বকাপ খেলতে পারবেন রোহিত? ক্ষীণ সম্ভাবনা দেখছেন প্রাক্তন বিশ্বকাপজয়ী IPL-এ ১৮ কোটি পাচ্ছেন চাহাল! সত্যিই কি তিনি যোগ্য? নিজেই স্বীকার করলেন মনের কথা IPL-এ সুযোগ পেতেই PSL-কে গুডবাই MI তারকার, প্রোটিয়া প্লেয়ারকে আইনি নোটিশ PCB-র

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.